10 Minute School
Log in

প্রমাণ তাপমাত্রা ও চাপ এবং আদর্শ গ্যাস সমীকরণ বা গ্যাস সূত্রাবলির সমন্বয় (Standard Temperature and Pressure and Ideal gas equation)

আদর্শ গ্যাস সমীকরণ বা গ্যাস সূত্রাবলির সমন্বয় pV=nRT (Ideal Gas equation : pV=nRT)

m ভরের কোনো গ্যাসের আয়তন, চাপ ও পরম তাপমাত্রা যথাক্রমে V, p এবং T

বয়েলের সূত্র থেকে আমরা পাই, V \propto \frac{1}{p} , যখন m এবং T ধ্রুব

এবং চার্লসের সূত্র থেকে আমরা পাই, V \propto T, যখন m এবং  p ধ্রুব।

অনুপাতের সূত্রানুসারে,

V \propto \frac{T}{p} যখন m ধ্রুব

V=K \frac{T}{p}

বা, \frac{p V}{T}=K

বা, p V=K T

এখানে K একটি ধ্রুব সংখ্যা, এর মান গ্যাসের ভর, m উপর নির্ভর করে।

যদি T_{1},  T_{2} ……… T_{n} কেলভিন তাপমাত্রায় এবং P_{1},  P_{2} ……… P_{n} চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যথাক্রমে V_{1},  V_{2} ……… V_{n} হয়, তাহলে উপরিউক্ত সমীকরণ অনুসারে, 

\frac{p_{1} V_{1}}{T_{1}}=\frac{p_{2} V_{2}}{T_{2}}=\ldots \ldots \ldots=\frac{p_{n} V_{n}}{T_{n}}=K, \quad \text { ধ্রুবক  } …   …   …(10.6)

যদি এক মোল (mole) বা এক গ্রাম অণু গ্যাস বিবেচনা করা হয় তাহলে সকল গ্যাসের জন্য এই ধ্রুব সংখ্যার মান একই হয়। তখন এই ধ্রুবককে R দিয়ে নির্দেশ করা হয়, অন্যক্ষেত্রে একে K দিয়ে প্রকাশ করা হয়।

সুতরাং এক মোল গ্যাসের জন্য \frac{p V}{T}=R 

বা, p V=R T …   …   …(10.7)

এক মোল বা এক গ্রাম গ্যাস না নিয়ে m পরিমাণ গ্যাস নোওয়া হয় যার আয়তন V এবং ঐ গ্যাসের আণবিক ভর যদি M হয়, তবে এক মোল বা এক গ্রাম অণু গ্যাসের আয়তন হবে \frac{M}{m} V। সুতরাং (10.7) সমীকরণে V-এর পরিবর্তে \frac{M}{m} V বসিয়ে আমরা পাই,

p \frac{M}{m} V=R T

বা, \text { বা, } p V=\frac{m}{M} R T …   …   …(10.8)

কিন্তু \frac{m}{M} হচ্ছে গ্যাসের মোলের সংখ্যা যা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। একে n দিয়ে প্রকাশ করা হলে উপরিউক্ত সমীকরণ দাঁড়ায়, 

p V=n R T …   …   …(10.9)

এটি হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সংযুক্ত রূপ। এ সমীকরণকে সাধারণত গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলা হয়।

যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে (অর্থাৎ 10.9 সমীকরণ) মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। কেবলমাত্র নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় গ্যাস এ সমীকরণ মেনে চলে।

দেখাও যে, একক চাপে কোনো আদর্শ গ্যাসের এক মোলের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ঢালই হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক R

এক মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে pV=RT

একক চাপের ক্ষেত্রে p=1 একক

V=RT অর্থাৎ V \propto T

বা,\frac{V}{T}=R

Graph of V/T=R Representing Equation Of Ideal Gasএখন X-অক্ষের দিকে পরম বা কেলভিন তাপমাত্রা T এবং Y-অক্ষের দিকে একক চাপে এক মোল গ্যাসের আয়তন নিয়ে লেখচিত্র আঁকলে সেটি মূলবিন্দুগামী সরলরেখা হবে (চিত্র : ১০.৩)। এই সরলরেখা X-অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে V-T রেখার ঢাল।

সরল রেখার উপরস্থ A বিন্দু থেকে Y-অক্ষের উপর অঙ্কিত লম্ব AN। 

এখন ON=T ধরলে AN=V হবে।

সুতরাং OA রেখার ঢাল =\tan \angle A O N=\frac{A N}{O N}

V-T রেখার ঢাল =\frac{A N}{O N}=\frac{V}{T}=R

অর্থাৎ একক চাপের গ্যাসের এক মোলের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ঢালই হচ্ছে ঐ গ্যাসের সর্বজনীন গ্যাস ধ্রুবক

প্রমাণ তাপমাত্রা ও চাপ (Standard Temperature and Pressure)

প্রমাণ তাপমাত্রা (Standard temperature) :

যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এটি0^{\circ} \mathrm{C} এবং কেলভিন এককে 273.15 \mathrm{~K}

প্রমাণ চাপ (Standard Pressure) :

সমুদ্রপৃ্ষ্ঠে 45° অক্ষাংশে 273.15 \mathrm{~K} তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 760 mm উচ্চতা বিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে।

\begin{aligned} \therefore \text { প্রমাণ চাপ } &=760 \mathrm{~mm} \text { পারদস্তম্ভ চাপ } \\ &=0.76 \mathrm{~m} \times 13596 \mathrm{~kg} \mathrm{~m}^{-3} \times 9.806 \mathrm{~ms}^{-2} \\ &=1.013 \times 10^{5} \mathrm{Nm}^{-2} \\ &=1.013 \times 10^{5} \mathrm{~Pa} \end{aligned}

চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক (Relationship between different units of pressure)

1 বায়ুমন্ডলীয় চাপ =1.013 \times 10^{5} \mathrm{Nm}^{-2}=1.013 \times 10^{5} \mathrm{~Pa}=760 \mathrm{~mm} পারদ চাপ =76 \mathrm{~cm} পারদ চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ পূর্বে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বা N.T.P নামে পরিচিত ছিল।