10 Minute School
Log in

আধুনিক পদার্থবিজ্ঞান

  • আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলো হলোআপেক্ষিকতা, ট্রান্সফর্মার, এক্স-রে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।
  • 10^{-4} mm থেকে 5\times 10^4m তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো বেতার তরঙ্গ। 
  • আমাদের দেশে টেলিযোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ ওয়েভ গাইডের মধ্য দিয়ে অধিকাংশ দূরত্ব অতিক্রম করে।
  • দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের সীমা 380nm – 780nm। 
  • টেলিভিশন, কৃত্রিম উপগ্রহ, টেলিফোন যোগাযোগ, রাডার রিলে ব্যবস্থা প্রভৃতিতে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। 
  • যে সকল তরঙ্গের একটি পূর্ণ সাইকেল বা চক্র হতে অপর পূর্ণ সাইকেলের মধ্যকার ব্যবধান অত্যন্ত কম, তাদের শর্টওয়েভ রেডিয়েশন বলে। সূর্যের অতিবেগুনি রশ্মি, এক্সরে প্রভৃতি শর্টওয়েভ রেডিয়েশন। 
  • যে সকল তরঙ্গের একটি পূর্ণ সাইকেল হতে অপর পূর্ণ সাইকেলের মধ্যকার ব্যবধান বেশি, তাদেরকে লংওয়েভ রেডিয়েশন বলে। সূর্যের অতি লাল রশ্মি, কাঠের আগুন, বৈদ্যুতিক চুল্লীর লাল বর্ণের রেডিয়েশন লং ওয়েভ রেডিয়েশন।
  • বিজ্ঞানী রন্টজেন ১৮৯৫ সালে এক্স-রে আবিষ্কার করেন। এজন্য তিনি ১৯০১ সালে নোবেল পুরস্কার পান। এটি বিজ্ঞান বিষয়ে প্রথম নোবেল পুরস্কার। এক্সরে হলো তাড়িত চৌম্বক বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য 10^{-8}m থেকে 10^{-11}m

এক্সরে এর ব্যবহার

  • চিকিৎসা বিজ্ঞানে স্থানচ্যুত হাড়, হাড়ে দাগ বা ফাটল এবং ভেঙ্গে যাওয়া হাড় সনাক্ত করতে, আলসার ক্যান্সার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।
  • শিল্পক্ষেত্রে ধাতব ঝালাইয়ে দোষত্রুটি পূর্ণ ওয়েল্ডিং এবং ধাতব পাতের গর্ত নির্ণয়ে এটি ব্যবহার করা হয়।
  • গোয়েন্দা বিভাগে কাঠের বাক্সে বা চামড়ার থলিতে লুকিয়ে রাখা বিস্ফোরক খুঁজে বের করতে এটি ব্যবহার করা হয়।
  • মণিকারগণ এর সাহায্যে আসল নকল গহনা সনাক্ত করে থাকেন; হীরার ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে না বলে আসল হীরা চেনার জন্য এটি ব্যবহার করা হয়। 
  • কোনো ভারি মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফুর্তভাবে অবিরত আলফা, বিটা গামা রশ্মির বিকিরণ হয়, এই রশ্মি নির্গমনের প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলে। ১৯৮৬ সালে সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল সাধারণত পর্যায় সারণির যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি, সেসব মৌল তেজস্ক্রিয় হয়। 
  • কয়েকটি তেজস্ক্রিয় মৌল হলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, পলোনিয়াম ইত্যাদি। 
  • ১৮৯৮ সালে মাদাম কুরী তার স্বামী পিয়েরে কুরী যৌথভাবে থোরিয়াম আবিষ্কার করেন।

ব্যবহার:

  • তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে, কৃষিবিদ্যা গবেষণায়, চিকিৎসাবিদ্যা, রসায়নবিদ্যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।
  • ইউরেনিয়াম পরমাণুর অর্ধায়ু ৪৫০ কোটি বছর, কার্বন১৪ পরমাণুর রেডিও আইসোটোপের অর্ধায়ু ৫৫৬৮ বছর।
  • যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তাদের রেডিও আইসোটোপ বলা হয়। ক্যান্সারের চিকিৎসা, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণ, গাছের গঠন পরীক্ষণ, গলগণ্ড রোগ নির্ণয়, শস্য থেকে পতঙ্গ বিতাড়ন প্রভৃতি কাজে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়

তেজস্ক্রিয়তার ব্যবহার

  • চিকিৎসা বিজ্ঞানে জটিল রোগ নিরূপণ নিবারণে, বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ে;
  • কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত বীজ তৈরির গবেষণায়;
  • খনিজ পদার্থে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয়ে;
  • পরমাণুর গঠন নির্ণয় এবং পরমাণুর কৃত্রিম ভাঙ্গনে ;
  • নতুন মৌল পদার্থ আবিষ্কারেতেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে।

তেজস্ক্রিয় পদার্থ হতে তিন ধরনের রশ্মি নির্গত হয়।

  • আলফা রশ্মি
  • আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত। ভর বেশি থাকার কারণে এর ভেদন ক্ষমতা বিটা   গামা রশ্মির তুলনায় কম। আলফা কণা হল হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। কণা চুম্বক তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। স্বাভাবিক চাপ তাপমাত্রায় কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর পাতলা শিট দ্বারা এর গতি থমকে দেওয়া হয়। 
  • বিটা রশ্মিঃ বিটা কণার চার্জ আলফা কণার সমান,তবে ঋণাত্বক।এর ভর ইলেকট্রনের সমান। বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি।এ রশ্মি চৌম্বক তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি। .০১ মিমি পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে।ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। 
  • গামা রশ্মিঃ এই রশ্মি আধান নিরপেক্ষ। গামা রশ্মির দ্রুতি আলাের সমান। এর কোন ভর নেই। রশ্মির ভেদন ক্ষমতা আলফা এবং বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। এটি চৌম্বক তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না গামা রশ্মি শরীরে পড়লে ত্বক নষ্ট হয়ে যায়, মাথার চুল পড়ে যায়, ক্যান্সার টিউমার হতে পারে। ক্রমাগতভাবে রশ্মি দেহে পড়লে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

অপটিক্যাল ফাইবার

  • উচ্চ প্রতিসারক পদার্থ দ্বারা তৈরি নমনীয় তন্তুকে অপটিক্যাল ফাইবার বলে।
  • অত্যন্ত দ্রুত বা আলোর গতিতে চলে বলে ডাটা স্থানান্তরের জন্য বর্তমানে টেলিযোগাযোগ প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলিভিশন প্রভৃতিতে আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়। চিকিৎসা বিজ্ঞানে এন্ডোসকপি মেশিনে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। বর্তমানে টেলিযোগাযোগ ইন্টারনেট ব্যবস্থায় অপটিক্যাল ফাইবারের ব্যাপক ব্যবহার রয়েছে। এটি কোর, ক্ল্যাডিং জ্যাকেট দিয়ে গঠিত।

টেলিভিশন 

  • টেলিভিশনে শব্দ ছবি প্রেরণের জন্য পৃথক যন্ত্র ব্যবহৃত হয়। টেলিভিশনের ক্যামেরায় লেন্সের পেছনে সিজিয়াম নামক আলোকসংবেদী পদার্থের আস্তরণ থাকে। টেলিভিশনের ক্যামেরা ছবিকে তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করে, মাইক্রোফোন শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করে।
  • রঙিন টেলিভিশনে তিনটি মৌলিক রঙের জন্য তিনটি পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে। এই তিনটি মৌলিক রং হলোলাল, নীল সবুজ।
  • রঙিন টেলিভিশন এবং কম্পিউটার মনিটরে Cathode Ray Tube (CRT) ব্যবহৃত হয়। 
  • Cathode Ray Tube (CRT) হতে মানব দেহের জন্য ক্ষতিকর মৃদু রঞ্জন রশ্মি বের হয়।
  • টেলিভিশন ক্যামেরার সাহায্যে কোনো ছবির উজ্জ্বল অনুজ্জ্বল অংশকে তড়িৎ আধান বা চার্জে রূপান্তরকে স্ক্যানিং বলে। 

পরমাণুর কণিকাসমূহ

  • পরমাণু মূলত তিনটি মৌলিক কণিকার সমন্বয়ে তৈরি। এরা হলোইলেকট্রন, প্রোটন নিউট্রন। 
  • যে সকল অতি সূক্ষ্ম অবিভাজ্য কণিকা দ্বারা বস্তু গঠিত তাদের মৌলিক কণিকা বলে  
  • পর্যন্ত সুস্পষ্টভাবে ৩৪টি মৌলিক কণিকার সন্ধান পাওয়া গেছে।
  • খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাস পদার্থের মূল কণিকার নাম দেন পরমাণু। 
  • ১৮০৩ সালে জন ডাল্টন বলেন, পদার্থের প্রত্যেক উপাদানের রয়েছে নিজস্ব নির্দিষ্ট আকারের পরমাণু। তিনি পরমাণুবাদের জনক
  • ১৮৯৭ সালে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন।
  • ১৯৩২ সালে বিজ্ঞানী জেমস্ চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন এবং বলেন, নিউক্লিয়াসে শুধু প্রোটন নয় নিউট্রনও রয়েছে। 
  • ১৯৩৮ সালে প্রথম নিউক্লিয়ার বিভাজন সম্পন্ন হয়।
  • ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন দেখান যে, পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন। কোনো বস্তুর ভর m এবং আলোর বেগ c হলে, বস্তুটিকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করতে প্রাপ্ত শক্তির পরিমাণ E=mc^2
  • ঢাবির অধ্যাপক পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস (এস এন বোস) আইনস্টাইনের সাথে যৌথভাবে প্রকাশ করেন বোসআইনস্টাইন সংখ্যাতত্ত্ব। 
  • যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস বিভক্ত হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে এবং একাধিক নিউট্রন বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে ফিশন বলে। ফিশন এর মূল কথা হলো নিউক্লিয়ার বিভাজন। সাধারণত যে সব পরমাণুর পারমাণবিক সংখ্যা ৯২ বা তার অধিক তারা ফিশন বিক্রিয়ায় অংশ নিতে পারে।
  • ১৯৩৪ সালে ইউরেনিয়ামের বিভাজন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিজ্ঞানী ফার্মি ফার্মির সূত্র ধরে ১৯৩৮ সালে ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন দুই জার্মান বিজ্ঞানী অটোহান ও স্ট্রেসম্যান
  • যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে তথা চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিআ্যাক্টর বলে। পরমাণু চুল্লি আবিষ্কার করেন এনরিকো ফার্মি। এনরিকো ফার্মির উদ্যোগে ১৯৪২ সালে প্রথম পরমাণু চুল্লি স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
  • পারমাণবিক চুল্লিতে বোরন বা ক্যাডমিয়াম দণ্ডের কাজ হলো চেইন বিক্রিয়া সংঘটনকারী নিউট্রন কণা শোষণ করা বা বিক্রিয়া নিয়ন্ত্রণ করা।
  • মন্থরক নিউট্রনকে ধীরগতি করে। ভারি পানি, গ্রাফাইট প্রভৃতি মন্থরক হিসেবে ব্যবহার করা হয়।
  • নিউট্রন দ্বারা একটি ভারি পরমাণুর (পারমাণবিক সংখ্যা ৮০ এর উপরে) নিউক্লিয়াসকে আঘাত করলে কয়েকটি নিউট্রনের উৎপত্তি হয়। এদের গৌণ নিউট্রন বলে
  • ১৯৪৫ সালে নিউ মেক্সিকোর মরু এলাকায় প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রজেক্টের তত্ত্বাবধায়ক ছিলেন এনরিকো ফার্মি এবং প্রধান বিজ্ঞানী ছিলেন ওপেনহাইমার। 
  • ফিউশন প্রক্রিয়ায় চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হয় এটিই হাইড্রোজেন বোমা তৈরির মূল সূত্র। হাইড্রোজেন বোমা একটি পারমাণবিক বোমা এবং হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম ট্রিটিয়ামের দ্বারা গঠিত।
  • যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায় বা কৌশল বোঝায়।
    • রাডার এমন একটি যন্ত্র যার সাহায্যে দূরবর্তী কোন বস্তুর উপস্থিতি, দূরত্ব দিক নির্ণয় করা যায়। ইংরেজি RADAR শব্দটি Radio Detection And Ranging শব্দের সংক্ষিপ্ত রূপ। এর সাহায্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে কোনো বস্তুর উপস্থিতি জানা যায়। 
    • রাডারে যেসব যন্ত্রপাতি থাকে সেগুলোকে মোটামুটি তিনভাগে ভাগ করা হয়
    • একটি প্রেরক যন্ত্র : এই যন্ত্র থেকে নির্দিষ্ট শক্তি বিকীর্ণ হয় বা প্রেরিত হয় যাতে দূরবর্তী বস্তুটি (যে বস্তুর উপস্থিতি, অবস্থান বৈশিষ্ট্য নির্ণয় করা হবে) থেকে বিকিরণ প্রতিফলিত হতে পারে।  রাডারে মাইক্রোওয়েভ বা অতি হ্রস্ব তরঙ্গ ব্যবহৃত হয়।
    • একটি গ্রাহক যন্ত্র : এটি প্রেরক যন্ত্রের সাথেই অবস্থান করে। এর সাহায্যে থেকে প্রতিফলিত তরঙ্গ গ্রহণ করা হয়। 
    • প্রাপ্ত তথ্যকে উপস্থাপনের জন্য থাকে একটি নির্দেশক এটি টিভির মত। এটি আসলে একটি ক্যাথোড রে টিউব।
    • রাডারে অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়।
    • রাডারের ব্যবহার:
    • দূর পাল্লার শত্রু বিমান বা শত্রু জাহাজ খুঁজে বের করতে রাডার ব্যবহার করা।
    • যুদ্ধাস্ত্রের সঠিক নিয়ন্ত্রণে রাডার ব্যবহৃত হয়। 
    • মিসাইল ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে রাডার ব্যবহৃত হয়। 
    • বিমান চলাচল নিয়ন্ত্রণ করতে রাডার ব্যবহৃত হয়। 
    • সামুদ্রিক জাহাজ নিয়ন্ত্রণ।
    • বিমানের ওঠানামা নিয়ন্ত্রণে। 
    • চাঁদ নিকটবর্তী গ্রহ উপগ্রহ নিয়ে গবেষণার কাজে। 
    • প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ইত্যাদির পূর্বাভাস পেতে। 
    • বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ এর নাম Intel Sat-1.
    • মহাকর্ষ বল এবং মুক্তি বেগ এর ধারনাকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন উপগ্রহ (Satellite) উৎক্ষেপণ করেছে। যা পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। মানুষের তৈরি এসব উপগ্রহগুলোকে কৃত্রিম উপগ্রহ বলে। যেমনঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট১ কৃত্রিম উপগ্রহ।
    • কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস দেয়। ইনফ্রারেড রশ্মির মাধ্যমে দিনে এবং রাতে মেঘের আবরণের ফটো নিতে পারে।  স্বয়ংক্রিয় ছবি প্রেরণ করে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্থাপিত শত শত গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট দ্বারা ছবি বা সংবাদ সংগ্রহ করা হয়।  
    • মনুষ্যনির্মিত যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠে স্থাপন করা হয় তাকে ভূস্থির উপগ্রহ বলে। ভূপৃষ্ঠ থেকে ২২,৩০০ মাইল উপরে উপগ্রহ স্থাপন করা হয়। পৃথিবীর কম্পন, চাপ তাপ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ ছাড়াও ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস প্রদান করে। বর্তমানে বিশ্বব্যাপী টেলিভিশন নেটওয়ার্কের যোগসূত্র নিবিড়করণে ভূস্থির উপগ্রহ কার্যকর ভূমিকা পালন করছে। 
    • কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তু সম্পর্কে বা কোন ঘটনা সম্পর্কে তথ্য আহরণ করার পদ্ধতিকে রিমোট সেন্সিং (Remote sensing) বা দূর অনুধাবন বলা হয়। 
    • অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ডিশের ন্যায় দেখতে এক ধরনের এন্টেনা হল ডিশ এন্টেনা। রিসিভার ব্যবহার করে এই এন্টেনা দ্বারা উপগ্রহের মাধ্যমে প্রেরিত বিভিন্ন সিগন্যাল ধারণ করা যায়।
    • ফ্যাক্স একটি সংক্ষিপ্ত ইংরেজি শব্দ যার পূর্ণরূপ হলো ফ্যাক্সিমিল (FACSIMILE) এটি একটি যন্ত্র যা দ্বারা লিখিত বক্তব্য একস্থান অন্যস্থানে পৌঁছানো যায়।
    • ডিজিটাল টেলিফোন লাইন বা ডিজিটাল ট্রাঙ্ক এমন এক ধরনের টেলিফোন সংযোগ যা ডিজিটাল নমুনা ব্যবহার করে শব্দ (অথবা) ডাটা পরিবহনের কাজ করে। 
    • যে যন্ত্রের সাহায্যে চৌম্বকীয় ক্ষেত্র তৈরির মাধ্যমে বেতার বা টেলিভিশনে নির্দেশনা নিয়ন্ত্রণ করা যায় তাকে রিমোট কন্ট্রোল বলে।
    • টেলিগ্রাফ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয়। এজন্য বিজ্ঞানী স্যামুয়েল মোর্স একধরনের সংকেত প্রচলন করেন। তার নাম অনুসারে সংকেতগুলোকে মোর্স সংকেত বা মোর্স কোড বলা হয়।
    • টেলেক্স বস্তুত টেলিপ্রিন্টারের  রূপ। 
    • কোন অনুষ্ঠানে রেকর্ড করার সময় ফিতাটি একটি ম্যাগনেটিক ভিডিও টেপ রেকর্ডারের সাহায্যে চালানো হয়।
    • ক্রিপ্টোগ্রাফি হলো গোপন সংকেত বা সাইবার বার্তা লেখার বিভিন্ন পদ্ধতি। বর্তমানে কম্পিউটার ব্যবস্থায় তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে টেলিফোন, উপগ্রহ প্রভৃতি সিস্টেম ব্যবহৃত হয়। এছাড়া ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ব্যক্তির পরিচয় উদঘাটন প্রভৃতিতে ক্রিপ্টোগ্রাফির ব্যবহার রয়েছে।
    • শক্তিশালী বিস্ফোরকের সূচনা ঘটানোর জন্য ব্যবহৃত উপকরণ বা device হল ডিটোনেটর।
    • বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি আধুনিক ইলেকট্রনিক ঘড়ি হলো পরমাণু ঘড়ি। এটি অত্যন্ত নির্ভুল সময় প্রদান করে। 
    • 1 সেকেন্ডে সিজিয়াম-133 পরমাণু 9,192,631,770 টি কম্পন প্রদান করে। 
    • জায়ান্ট টেলিস্কোপিক ক্যামেরা: 248 টি দর্পণ দ্বারা তৈরি ফোকাসিং লেন্স সমন্বিত ক্যামেরা ব্যবহার করে ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে তথ্য পাওয়া যায়। 
    • প্লাস্টিক ধাতুর এক বিশেষ ধরনের সংকর হলো প্লাস্টিক ফাইবার। 
    • গাড়ি নির্মাণ শিল্পে প্লাস্টিক ফাইবার এক বিস্ময়কর প্রযুক্তি। 
    • অ্যালুমিনিয়াম স্টিলের সাথে পলিভিনাইল পলিমার ব্যবহার করে প্লাস্টিক ফাইবার তৈরি করা হয়। 
    • রোবট: মানুষের আকৃতি বিশিষ্ট স্বয়ংক্রিয় যন্ত্র। সাধারণত স্টোরেজ ব্যাটারির সাহায্যে চলাচল করে। 

    উন্নত বিশ্বে শিল্প কারখানায়, বিজ্ঞান গবেষণায়, এমনকি রেস্টুরেন্টের কাজেও রোবট ব্যবহৃত হচ্ছে।

    • পেরিস্কোপে দুটি সমতল দর্পণ 45 ডিগ্রী কোণে বসানো হয়। ডুবোজাহাজ হতে পানির উপরের জিনিস দেখার কাজে এটি হয়। 
    • ক্লাস্টার বোমা হাতের মুঠোর আকৃতির একটি শক্তিশালী ক্ষুদ্র গুচ্ছ বোমা। 
    • ব্ল্যাকবক্স বিমানে রক্ষিত একটি যন্ত্র যা বিমানের ককপিট পেছনের দিকে দুটি যন্ত্র স্টিলের বাক্সে রাখা থাকে। যন্ত্রটির একটি অংশ Digital Flight Data Recorder (FDR) এবং অন্যটি Cockpit Voice Recorder (CVR) CVR চালকের কথাবার্তা, বিস্ফোরণের শব্দ প্রভৃতি রেকর্ড করে। FDR বিমানের তাপমাত্রা, গতিবেগ, ইঞ্জিনের শব্দ প্রভৃতি রেকর্ড করে। ব্ল্যাকবক্স আঘাতে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এটি 1000 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। ব্ল্যাকবক্স বিগত আধ ঘন্টার খবর/ঘটনা রেকর্ড করে রাখে এবং পূর্বের গুলো আপনি আপনি মুছে যায়।
    • শব্দ মাইন : এটি এক ধরনের নৌ মাইন যা শাব্দিক উপায় দ্বারা সক্রিয় হয়ে উঠে। লক্ষ্যবস্তুটি কাছ দিয়ে যাবার সময় লক্ষ্যবস্তুর থেকে উৎসরিত শব্দ দ্বারা এটি সক্রিয় হয়। 
    • সাধারণ আলোকরশ্মি বস্তুর উপর পড়লে, রশ্মি বস্তুটিকে ভেদ করতে পারে না বা বস্তু দ্বারা শোষিত হয় না। ফলে রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হয়।বিক্ষিপ্ত রশ্মিগুলো আমাদের চোখে এসে পড়লে আমরা বস্তুটিকে দেখতে পাই। এক্স-রে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক কম, প্রায় 10-8 থেকে 10-11 মিটার। তাই কোন বস্তুর উপর এক্স-রে রশ্মি পড়লে রশ্মি বস্তুটিকে ভেদ করে চলে যায় অথবা বস্তু কর্তৃক শোষিত হয়। এর ফলে এক্স-রে রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হয় না। জন্য এক্স-রে রশ্মি বস্তুর উপর পড়ে বস্তু দৃশ্যমান করতে পারে না। 
    • পোলারয়েড হলো বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ আলো পাঠালে সমবর্তিত আলো পাওয়া যায়।

    এটি এমন এক ধরনের ক্যামেরা যার সাহায্যে অল্প সময়ে আলোকচিত্র গ্রহণ এবং ছবি তৈরি করা যায়। পোলারয়েড ধর্মকে কাজে লাগিয়ে ফটোকপি মেশিন তৈরি করা হয়।

    • শব্দতরঙ্গ জড় মাধ্যমের সহায়তায় স্থানান্তরিত হয়। বিদ্যুৎচৌম্বক তরঙ্গ মাধ্যম ব্যতীত প্রবাহিত হতে পারে। শব্দের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বড় এবং বিদ্যুৎচৌম্বক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত ছোট।
    • সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে যে চুল্লি তৈরি করা হয়েছে তাকে সৌরচুল্লি বলে।
    • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে তাক করে ছোড়া হয়। দূরপাল্লার তথা পৃথিবী পৃষ্ঠে ১৬০১৬০০ কি.মি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে চাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। উদ্ভাবিত ধরনের দুটি ক্ষেপণাস্ত্র হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) এবং সাবমেরিন নিয়ন্ত্রিত ব্যালিস্টিক মিসাইল (SLBM).
    • তিন ধরনের ড্রোন পাওয়া যায়। পূর্বেই প্রোগ্রাম করা ড্রোন, স্মার্ট ড্রোন এবং দূর থেকে পরিচালিত ড্রোন।
    • পাস্তুরায়ন অর্থ আংশিক নির্জীবন। দুধকে জীবাণুমুক্ত করার জন্য পাস্তুরায়ন করা হয়। দুধকে ১৪০ ডিগ্রী থেকে ১৫০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট জ্বাল দেয়ার পর দ্রুত ৫০ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে আনলে দুধ জীবাণুমুক্ত হয়। আবিষ্কারক লুই পাস্তুরের নামানুসারে পাস্তুরায়ন নামকরণ করা হয়। 
    • GIS-এর পূর্ণরূপ হলো – Geographical Information System পৃথিবীর চারদিকে ২৩টি উপগ্রহের মাধ্যমে ব্যবস্থাটি পরিচালিত হয়। ভূপৃষ্ঠে অবস্থিত কোন নির্দিষ্ট বস্তু সম্পর্কে তথ্যানুসন্ধানে ব্যবহৃত হয়। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ পরিকল্পনা ব্যবস্থাপনা, নগর গ্রামীণ পরিকল্পনা, বনায়ন পরিকল্পনা ব্যবস্থাপনা, পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পরিকল্পনা উন্নয়ন, সেচ ব্যবস্থাপনা, প্রকল্পের স্থান নির্বাচন, সিভিল ইঞ্জিনিয়ারিং, জনসংখ্যা জরিপ, শিল্পায়ন, টেলিযোগাযোগ, ট্রাফিক ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা সামরিক ব্যবস্থাপনা, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনাইত্যাদি ক্ষেত্রে জিআইএসের ব্যবহার অপরিহার্য।
    • রেডিও ফটো হলো ফ্যাকসিমাইল ট্রান্সমিশন। 
    • সিগন্যাল জ্যামিংঃ কোনো রেডিও যোগাযোগ বা রাডার ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টির উদ্দেশ্যে অথবা এর কার্যকারিতা বিনষ্ট করার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে বিঘ্ন সৃষ্টিকারী সংকেত তৈরি প্রয়োগ করাকে জ্যামিং বলা হয়। ব্যবস্থায় রেডিও সম্প্রচার অথবা বেতার বার্তাকে রুদ্ধ করে দেওয়া যায়।