10 Minute School
Log in

জটিল সংখ্যার পোলার আকৃতি  (Polar form of complex number)

\cos \theta =\frac{x}{r} \Rightarrow x=r\cos \theta\\ \sin \theta =\frac{y}{r} \Rightarrow y=r\sin \theta\\ \therefore x+iy=r(\cos \theta+i \sin \theta) 

এখানে- r=Modulas (পরমমান)

\theta= Argument (নতি)

জটিল সংখ্যার পোলার আকৃতি 
জটিল সংখ্যার পোলার রূপ
  • Modulus (পরমমান):
z=x+iy

ও মূলবিন্দু থেকে z এর সরাসরি বা ক্ষুদ্রতম দূরত্বকে Modulus বা পরমমান বলে।

  • Argument (নতি): ধনাত্মক x অক্ষের সাথে OP রেখা যে কোণ উৎপন্ন করে তাকে Argument/নতি বলে। একে arg(Z) বা amp(Z) দ্বারা প্রকাশ করা হয়।

x অক্ষের ধনাত্মক অংশ হতে ঘড়ির কাটার দিকে, ঘড়ির কাটার বিপরীত দিকে একাধিক ঘূর্ণনে অসংখ্য আর্গুমেন্ট পাওয়া সম্ভব। 

জটিল সংখ্যার পোলার আকৃতি 
ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক অনুযায়ী জটিল সংখ্যার আর্গুমেন্ট

\therefore Argument এর সাধারণরূপ-

arg (z) =2n\pi+ \theta\\ \Rightarrow arg (z) =2n \pi+\tan^{-1}\frac{y}{x} 
  • মূখ্য আর্গুমেন্ট (Main argument): যদি -\pi<\theta \leq \pi হয় তবে \theta কে মূখ্য আর্গুমেন্ট বলা হয়। হিসাবের ক্ষেত্রে সবসময় মূখ্য আর্গুমেন্ট  ব্যবহৃত হয়।

চিত্র সহ P(x, y) বিন্দুর বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের জন্য জটিল সংখ্যা z=x+iy এর আর্গুমেন্ট নির্ণয়:

জটিল সংখ্যার পোলার আকৃতি 
  • অয়লারের সূত্র (Euler’s formula):
\cos \theta +i \sin \theta=e^{i\theta}\\ \cos \theta-i \sin \theta=e^{-i\theta}\\ (\cos \theta + i \sin \theta)^n=\cos n\theta +i \sin n \theta
  • অনুবন্ধী জটিল সংখ্যা (Conjugate complex numbers): z=x+iy এর অনুবন্ধী জটিল সংখ্যা \bar{z}=x-iy। বাস্তব অক্ষ (x-অক্ষ) থেকে z=x+iy\bar{z}=x-iy এর দূরত্ব সমান। তাদের পরমমান সমান অর্থাৎ, |z|=|\bar{z}|=\sqrt{x^2+y^2} ,তাদের নতির সাংখ্যিক মান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ, z=x+iy এর নতি হলে \bar{z}=x-iy এর নতি (-\theta) হবে। \therefore arg (\bar{z}) =-arg (z) .
জটিল সংখ্যার পোলার আকৃতি 

আবার, z\bar{z}=(x+iy)(x-iy)=x^2+y^2=(\sqrt{x^2+y^2})^2=|z|^2

\therefore z\bar{z}=|z|^2, অর্থাৎ কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল জটিল সংখ্যার পরমমানের বর্গের সমান।

জটিল সংখ্যার ধর্ম (Properties of Complex Number):

  • x+iy=0 হলে, x=0, y=0

প্রমাণ: x+iy=0 \Rightarrow x=-iy \Rightarrow x^2=(-iy)^2=i^2y^2=-1.y^2 \Rightarrow x^2+y^2=0 

যেহেতু দুইটি বাস্তব সংখ্যা (xy) পৃথকভাবে শূন্য না হলে তাদের বর্গের সমষ্টি শূন্য হতে পারে না, সুতরাং x=0, y=0

দুইটি জটিল সংখ্যা x_1+iy_1 ও x_2+iy_2 সমান হবে যদি ও কেবল যদি x_1=x_2y_1=y_2 হয়।

প্রমাণ:

x_1+iy_1=x_2+iy_2 \Rightarrow x_1-x_2=i(y_2-y_1) \Rightarrow x_1-x_2+i(y_1-y_2)=0\\ \therefore x_1-x_2=0 \Rightarrow x_1=x_2\; এবং\; y_1-y_2=0 \Rightarrow y_1=y_2
  • দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা >x+iy x-iy এর সমষ্টি  এবং গুণফল বাস্তব সংখ্যা। 

প্রমাণ: সমষ্টি =x+iy+x-iy=2x, যা বাস্তব সংখ্যা। 

গুণফল =(x+iy)(x-iy)=x^2-(iy)^2=x^2-i^2y^2=x^2-(-1).y^2=x^2+y^2, যা বাস্তব সংখ্যা। 

  • অনুবন্ধী নয় এরূপ দুইটি জটিল সংখ্যা x_1+iy_1x_2+iy_2 (y_1\neq y_2) এর সমষ্টি, বিয়োগফল, গুণফল ও ভাগফল প্রত্যেকটিই জটিল সংখ্যা হবে।

প্রমাণ: সমষ্টি =x_1+iy_1+x_2+iy_2=(x_1+x_2)+i(y_1+y_2), যা জটিল সংখ্যা। 

বিয়োগফল =x_1+iy_1-(x_2+iy_2)=(x_1-x_2)+i(y_1-y_2), যা জটিল সংখ্যা। 

গুণফল

=(x_1+iy_1)(x_2+iy_2)=x_1x_2+ix_1y_2+ix_2y_1+i^2y_1y_2\\ =x_1x_2+i(x_1y_2+x_2y_1)-y_1y_2=(x_1x_2-y_1y_2)+i(x_1y_2+x_2y_1)

 যা জটিল সংখ্যা।

ভাগফল =\frac{(x_1+iy_1)}{(x_2+iy_2)}=\frac{(x_1+iy_1)(x_2-iy_2)}{(x_2+iy_2)(x_2-iy_2)} [নোট: হরের অনুবন্ধী দ্বারা  লব ও হরকে গুণ দিতে হয়]

 

=\frac{x_1x_2-ix_1y_2+ix_2y_1-i^2y_1y_2}{x_2^2-i^2y_2^2}=\frac{x_1x_2+y_1y_2+i(x_2y_1-x_1y_2)}{x_2^2+y_2^2}\\ =\frac{x_1x_2+y_1y_2}{x_2^2+y_2^2}+i\frac{x_2y_1-x_1y_2}{x_2^2+y_2^2}

, যা জটিল সংখ্যা। 

বি.দ্র.: কোনো জটিল সংখ্যাকে A+iB আকারে প্রকাশ করতে উপর্যুক্ত পদ্ধতি অনুসরণ করতে হয়।

  • z=x+iy জটিল সংখ্যা n এবং ধনাত্মক পূর্ণসংখ্যা হলে Z^n জটিল সংখ্যা হবে।

প্রমাণ: z^2=(x+iy)^2=x^2-y^2+i2xy যা জটিল সংখ্যা।

z^3=(x+iy)^3=x^3+3x^2iy+3x(iy)^2+(iy)^3=x^3+i3x^2y+3xi^2y^2+i^3y^3\\ =x^3-3xy^2+i(3x^2y-y^3)

, যা জটিল সংখ্যা।

অনুরূপভাবে অগ্রসর হলে Z^n একটি জটিল সংখ্যা দেখানো যাবে।

জটিল সংখ্যার পরমমান (মডুলাস) এবং নতি (আর্গুমেন্ট) সংক্রান্ত ধর্ম (Absolute value (modulus) and slope (argument) of complex numbers)

  • z=x+iy হলে,

(i) |z|=|\bar{z}|=|-z|=|-\bar{z}|

(ii) |z|^2=|\bar{z}|^2=|-z|^2=|-\bar{z}|^2=z\bar{z}

প্রমাণ:

(a) z=x+iy তাহলে, \bar{z}=x-iy, -z=-x-iy এবং -\bar{z}=-x+iy

\therefore |z|=\sqrt{x^2+y^2} এবং

|\bar{z}|=\sqrt{x^2+(-y)^2}=\sqrt{x^2+y^2}\\ |-z|=\sqrt{(-x)^2+(-y)^2}=\sqrt{x^2+y^2}\; এবং\; |-\bar{z}|=\sqrt{(-x)^2+y^2}=\sqrt{x^2+y^2}\\ \therefore |z|=|\bar{z}|=|-z|=|-\bar{z}| 

(b) |z|^2=x^2+y^2,|\bar{z}|^2=x^2+y^2,|-z|^2=x^2+y^2,|-\bar{z}|^2=x^2+y^2 এবং z\bar{z}=(x+iy)(x-iy)=x^2+y^2 

\therefore |z|^2=|\bar{z}|^2=|-z|^2=|-\bar{z}|^2=z\bar{z} 
  • z_1z_2 দুইটি জটিল সংখ্যা হলে, |z_1+z_2|\leq |z_1|+|z_2|

প্রমাণ:

|z_1+z_2|^2=(z_1+z_2)\overline{(z_1+z_2)} [\because |z|^2=z\bar{z}]\\ =(z_1+z_2)(\overline{z_1}+\overline{z_2}) [\because \overline {z_1+z_2}=\bar{z_1}+\bar{z_2}]\\ =z_1\bar{z_1}+z_1\bar{z_2}+z_2\bar{z_1}+z_2\bar{z_2}\\ =\overline{z_1^2}+\overline{z_2^2}+2Re(z_1\overline{z_2}) [\because z_1\overline{z_2}+z_2\overline{z_1}=2Re(z_1\overline{z_2})]\\ \therefore |z_1+z_2|^2 \leq |z_1|^2+|z_2|^2+2|z_1\overline{z_2}| [\because Re(z)\leq |z|]\\ =|z_1+z_2|^2 \leq |z_1|^2+|z_2|^2+2|z_1||\overline{z_2}| [\because |z_1\overline{z_2}|=|z_1||z_2|]\\ =|z_1|^2+|z_2|^2+2|z_1||z_2| [\because |\overline{z_2}|=|z_2|]\\ =(|z_1|+|z_2|)^2\\ \therefore |z_1+z_2| \leq |z_1|+|z_2| 

অনুরূপে, নিম্নলিখিত অসমতাগুলোও প্রমাণ করা যায়।

(a) |z_1+z_2+z_3| \leq |z_1|+|z_2|+|z_3|\\ (b) |z_1+z_2+...+z_n| \leq |z_1|+|z_2|+...+|z_n|\\ (c) |z_1-z_2|\leq |z_1|+|z_2| 

প্রমাণ:

|z_1-z_2|^2=(z_1-z_2)\overline{(z1-z2)} [\because |z|^2=z\bar{z}]\\ =(z_1-z_2)(\overline{z_1}-\overline{z_2}) [\because \overline{z_1+z_2}=\bar{z_1}+\bar{z_2}]\\ =z_1\bar{z_1}-z_1\bar{z_2}-z_2\bar{z_1}+z_2\bar{z_2}\\ =|z_1|^2-(z_1\overline{z_2}+z_2\overline{z_1})+|z_2|^2 [\because |z|^2=z\bar{z}]\\ =|z_1|^2-(z_1\overline{z_2}+\overline{z_1\overline{z_2}})+|z_2|^2 [\because \bar{\bar{z}}=z]\\ =|z_1|^2-2Re(z_1\bar{z_2})+|z_2|^2 [\because -x \leq \sqrt{x^2+y^2} \Rightarrow -Re(z) \leq |z|]\\ \therefore |z_1-z_2|^2\leq |z_1|^2+|z_2|^2+2|z_1\overline{z_2}|\\ = |z_1|^2+|z_2|^2+2|z_1||\overline{z_2}| [\because |z_1\overline{z_2}|=|z_1||\overline{z_2}|]\\ = |z_1|^2+|z_2|^2+2|z_1||z_2| [\because |\overline{z_2}|=|z_2|]\\ =(|z_1|+|z_2|)^2\\ \therefore |z_1-z_2| \leq |z_1|+|z_2|