10 Minute School
Log in

২৬ তম বিসিএস প্রশ্নব্যাংক ও ব্যাখ্যাসহ সমাধান (26th BCS Preli Question Bank)

26th BCS Preli MCQ

1. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খােলা হয় কত সালে?
১৮০০ সালে ১৮০১ সালে ১৮০২ সালে ১৮০৪ সালে
Explanation : ইংরেজিস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এ দেশী ভাষাজ্ঞান, সাহিত্য,সমাজ্জ, ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে ১৮০০ খ্রিষ্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। কোম্পানির তরুন কর্মকর্তাদের প্রশিক্ষণ দানই ছিল এরপ্রধান কাজ। ১৮০১ খ্রিষ্টাব্দে উইলিয়াম কেরির নের্তৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়।
2. ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
নাটক কাব্য আত্মজৈবনিক উপন্যাস গীতিকবিতার সংকলন
Explanation : উদাসীন পতিকের মনের কথা’ মুসলমান নাটয়কার মশারফ হোসেন রচিত একটি আত্মজৈবনিক উপন্যাস,’
3. ‘পাখি সব করে রব রাতি পােহাইল’-পঙক্তিটির রচয়িতা কে?
মদনমােহন তর্কালঙ্কার রামনারায়ণ তর্করত্ন বিহারীলাল চক্রবর্তী কৃষ্ণচন্দ্র মজুমদার
Explanation : মদন্মোহন তর্কালঙ্কার কর্তৃক রচিত ‘শিশু শিক্ষা’- এর একটি বিখ্যাত পংক্তি। শিশুদের শিক্ষা প্রাথমিক বই হিসেবে বইটি পাঠ্য পুস্তকরুপে অত্যন্ত জনপ্রিয়।
4. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
আরাকান রাজসভা কৃষ্ণনগর রাজসভা রাজা গণেশের রাজসভা লক্ষ্মণ সেনের রাজসভা
Explanation : ভারতচন্দ্র রায়গুণাকর আঠারো শতকের বাংলা মঙ্গল্কাব্য ধারার অন্যতম কবি।তিনি নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় ‘সভাকবি ‘নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি ‘অন্নদা মঙ্গল'(১৭৫২) কাব্যটিরচনা করেন । পরবর্তীতে এ রচনা তাঁকে মহারাজ কর্তৃক ‘রায়গুণাকর’ উপাধি লাভ করিয়ে দেয়। তিনিই মধ্যযুগের শেষ কবি।
5. যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর- এখানে হারায় কোন ধাতু?
কর্মবাচ্যের ধাতু ভাব বাচ্যের ধাতু সংযােগমূলক ধাতু নাম ধাতু
Explanation : মৌলিক ধাতুর পরের প্রেরনার্থ (অপরকে নিয়োজিত করে অর্থে)’আ’প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই প্রোযোজক বা নিজন্ত ধাতু যা কখনও কখনও কর্মবাচ্যের ধাতু বলা হয়। তাই সঠিক উত্তর হবে প্রযোজক ধাতু।
6. ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
দ্বিজ কানাই মনসুর বয়াতী নয়নচাঁদ ঘােষ দ্বিজ ঈশান
Explanation : মহুয়া ময়মনসিংহের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান। দ্বিজ কানাই প্রণিত এই পালা চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা ময়মন্সিংহ গীতিকায় অন্তর্ভুক্ত হয়।
7. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযােগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম কেরি রাজীব লােচন মুখােপাধ্যায় ব্রাসি হ্যালহেড
Explanation : ১৭৭৮ খ্রিষ্ঠাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামক ইংরেজ পণ্ডিত ইংরেজি ভাষায় ‘A grammar of the Bengel Langguage’ নামে প্রথম বাংলা ব্যাকারণ রচনা করেন। এ গ্রন্থ মুদ্রণে সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহৃত হয়। গ্রন্থটি আংশিক বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল।
8. তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক ছিলেন?
ঈশ্বরচন্দ্র গুপ্ত অক্ষয়কুমার দত্ত প্যারীচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation : সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি , সামাজিক অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি যাত্রা শিরি করে। তখন পত্রিকার সম্পাদনা করতেন অক্ষয়কুমার দত্ত । অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর'(১৮৩১) ও ‘সংবাদ রত্নাবলী'(১৮৩২)এবং বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের সম্পাদনায় ‘বঙ্গদর্শন'(১৮৭২)পত্রিকা প্রকাশিত হয়।
9. কোন গ্রন্থটি মহাকাব্য?
অবকাশ রঞ্জিনী বৃত্রসংহার বিরহ বিলাপ বীরাঙ্গনা কাব্য
Explanation : মহাকাব্য হলো কোনো জাতির উত্থান-পতনের কাহিনী ওজস্বী ছন্দে বর্ণিত সাহিত্যকর্ম। ‘বৃত্রসংহার’– ১ম ও ২য় খন্ড হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৮৭৫ ও ১৮৭৭ সালে রচনা করেন। ‘বৃত্র; নামক অসুর কর্তৃক স্বর্গবিজয় ও দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনস্থাপন বৃত্তাসুরের নিধনই ‘বৃত্রসংহার’ মহাকাব্যের উপজীব্য।
10. বত্রিশ সিংহাসন কার রচনা?
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজিব লােচন মুখােপাধ্যায়
Explanation : ভাষাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২-১৮১৯) ছিলেন উইলিয়াম কেরির অধীন পণ্ডিত। তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজের লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন।তিনিউইলিয়াম কেরির উৎসাহে বত্রিশ সিংহাসন(১৮০২),রাজবলি,হিতোপদেশ,বেদান্তচন্দ্রিকা এ প্রবোধচন্দ্রিকা গ্রন্থগুলো রচনা করেন।
11. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন্ উপন্যাসের?
হুতােম প্যাঁচার নকশা আলালের ঘরের দুলাল সধবার একাদশী বুড়াে সালিকের ঘাড়ে রো
Explanation : ঠক চাচা’ চরিত্রটি প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল” এর একটি প্রধান চরিত্র। এ উপন্যাসের অন্যান প্রধান চরিত্র হলো বাঞ্ছারাম ও বাবু রাম বাবু।
12. ‘তাজকেরাতুল আউলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
মুন্সী আব্দুল লতিফ কাজী আকরাম হােসেন গিরিশচন্দ্র সেন শেখ আব্দুল জব্বার
Explanation : শেখ ফরিদুদীন সাত্তারের ফারসি ভাষার রচিত’তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ভাই গিরিশ্চন্দ্র সেন ‘তাপস্মালা’ গ্রন্থটি রচনা করেন। উল্লেখ্য ,গিরিশচন্দ্র সেন প্রথম বাংলায় পূর্ণাঙ্গ কুরয়ান শরীফ অনুবাদ করেন।
13. কোন নাটকটি সেলিম আল দীনের?
মুনতাসীর ফ্যান্টাসী পায়ের আওয়াজ পাওয়া যায় কবর বহুব্রীহি
Explanation : মুন্তাসীর ফ্যান্টাসী’ বিশিষ্ট নাটয়কার সেলিম আলদীণের একটি প্রতীকাশ্রয়ী কৌতুক নাটক। নাট্যকার তার নাট্যচর্চার শুরুর দিকে লেখা ।নাটকটির নাম ‘মুন্তাসীর ফ্যান্টাসী’ রাখলেও পরে ফ্যান্টাসী বাদ দিয়ে শুধুই ‘মুনতাসীর’ নামকরণ করেন।’পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুলহকের। ‘কবর’ (১৯৬৬) মুনীর চৌধুরীর এবং ‘বহুব্রীহি’ হুমায়ূন আহমেদের।
14. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন্ কাব্যের অন্তর্ভুক্ত?
সাম্যবাদী বিষের বাঁশী সিন্ধুহিন্দোল নতুন চাঁদ
Explanation : নিদ্রোহী কবি কাজী নজরুলিসলামের (১৮৯৯-৯৭৬) ‘সিন্দু-হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ‘দারিদ্র্য’ কবিতাটি।কাব্যগ্রন্থটি১৯২৭ সালে প্রকাশিত হয়।
15. কোন শব্দটি ফারসি?
মুসাফির তকদির পেরেশান মজলুম
Explanation : পেরেশান’ শব্দটি ফারসি শব্দ, যার অর্থ উদ্বিগ্ন বা চিন্তিত ।’তকদির’শব্দটি আরবি শব্দ, যার অর্থ অদৃষ্ট, নসিব বা ভাগ্য । ‘মুসাফির’ শব্দটি আরবি শব্দ, যার অর্থ বিদেশে ভ্রমণকারীব্যাক্তি। ‘মজলিম’ শব্দটি ও আরবি শব্দ, যার অর্থ অত্যাচারিত।
16. উপসর্গ কোন‌টি?
অতি থেকে চেয়ে দ্বারা
Explanation : অতি’ একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ । এটা অধিক, অতিক্রান্ত,অনুচিত ইত্যাদি অর্থে বাক্যে যুক্ত করা হয়। অন্যদিকে থেকে ,চেয়ে ও দ্বারা তিনটি অব্যয় পদ।
17. দাপ্তরিক কোন্ শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
আইন দাখিল এজেন্ট মুচলেকা
Explanation : এজেন্ট’ ইংরেজই ভাষা থেকে আগত রকটি শব্দ। এটার অর্থ শাসক ,ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল। ‘দাখিল’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি,বিধান বা কানুন। ‘মুচলেকা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে , যার অর্থ শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে।এ মর্মে লিখিত অঙ্গীকাত=র পত্র।
18. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
কাব্য নাটক উপন্যাস গীতিকবিতা
Explanation : নেমেসিস’ঊনপঞ্চাশের মন্বন্তরকে নিয়ে লেখা একটি নিরীক্ষাধর্মী নাটক। বিশিষ্ট নাট্যকার নূরল মোমেনের উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো-‘নেমেসিস’,’রুপান্ত’,’আলোছায়া’ইত্যাদি।নূরুল মোমেন সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য – চরিত্র অংকন করেই অধিক খ্যাতি অর্জন করেন। নেমেসিস নাটকট আ আলোকেই রচিত।
19. ‘তােমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
পূরবী শেষলেখা আকাশ প্রদীপ সেঁজুতির
Explanation : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার সৃষ্টির পথ’ কবিতার অন্তর্গত আলোচ্য অংশটুকু তার ‘শেষলেখা’ কাব্য থেকে উদ্ধৃত হয়েছে। কবি কোলকাতা থাকাকালীন জোড়াসাঁকোত্র ১৯৪১ সালের ৩০ জুলাই(১৪ শ্রাবণ ১৩৪৮ ) কবিতাটি রচনা করেন।
20. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
জননী সূর্য দীঘল বাড়ী সারেং বৌ হাজার বছর ধরে
Explanation : আবু ইসহাক (১৯২৬-২০০২ খ্রি) রচিত ‘সূর্য – দীঘল বাড়ী উপন্যাসের প্রধান চরিত্র হলো ”জয়গুন”। ১৯৬২ সালেরচিত এ উপন্যাসে তিনিগ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা হয়গুনের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন।
21. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস সন্ধি প্রত্যয় উপসর্গ
Explanation : নবান্ন =নতুন ধানের অন্ন শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উতসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।
22. কোন‌টি “পক্ব” অর্থে প্রকাশ পায়?
পাকা বাড়ি পাকা রং পাকা কাজ পাকা আম
Explanation : ‘পাকা’ শব্দটি সাধারণত পক্ক,শুভ্র বা শুক্ল,স্থায়ী, নিপুণ, সম্পুর্ণ,খাঁটি ইত্যাদি হও্যা অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোজগানো হচ্ছে ‘পাকা আমদ্বারা’। অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি,পাকা রঙ বলতে স্থায়ী রঙ এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়েছে।
23. টা, টি, খানা ইত্যাদি-
পদাশ্রিত নির্দেশক প্রকৃতি বিভক্তি উপসর্গ
Explanation : পদশ্রিত নিদের্শক হলো একধরনের অব্যয় বা প্রত্য্য বিশেষ, যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে । যেমন – টী,টা,টু,টুকু,টুক,খান,খানা,খানি, গুলি,গুলো ইত্যাদি। পদাশ্রিত নিদের্শক বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করে।
24. প্র, পরা, অপ—
বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ বিদেশি উপসর্গ উপসর্গ স্থানীয় অব্যয়
Explanation : সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি। যথা- প্র,পরা,অপ,সম,নি,অনু,অব,নির,দুর,বি,অধি,সু, উৎ ,পরি,প্রতি,অভি,অতি।অপি উপ,আ।
25. ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?
ভানু বন্দ্যোপাধ্যায় চণ্ডীদাস রবীন্দ্রনাথ ঠাকুর ভারতচন্দ্র বস
Explanation : ভানুসিংহ ঠাকুরের পদাবলীর’ রচয়িতা রবীন্দ্র নাথ ঠাকুর( রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ)। ”ভানুসিংহ ঠাকুরের পদাবলী ” কাব্যগ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
26. ‘লাঠালাঠি’—এটি কোন সমাস?
প্রাদি সমাস ব্যতিহার বহুব্রীহি সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস
Explanation : ব্যাতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রুও দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন- কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন-ঢেঁকিতে ছাটা চাল= ঢেঁকিছাটা। এখানে লাঠালাঠি= লাঠিতে লাঠিতে যে যুদ্ধ অর্থাৎ এটি ব্যতিহা বহুব্রীহি সমাস।
27. “যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম”—এটি কোন্ জাতীয় বাক্য?
সরল বাক্য যৌগিক বাক্য মৌলিক বাক্য মিশ্র বাক্য
Explanation : যা পূর্ন বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। এক্ষেত্রে অপ্রধান বাক্যটি প্রধান বাক্যের উপর নির্ভর করে। “যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম”—এটিতে দুটি খন্ড বাক্য একটি প্রধান অপরটি প্রধান এবং একটি খন্ডবাক্য আরেকটির উপর নির্ভরশীল।
28. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা আলেয় ঝিলিমিলি মধুমালা
Explanation : বিদ্রোহী কবি কাজীনজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস ‘মৃতুয়ক্ষুধা’ ১৯৩০ সালে তিনি রচনাআ করেন। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পটভূমিতে উপন্যাসটি রচিত। অন্যদিকে ঝিলিমিলি ,আলেয়া এবং মধুমালা তার রচিত তিনটি নাটক।
29. ‘বনফুল’ কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী বলাইচাঁদ মুখােপাধ্যায় যতীন্দ্রমােহন বাগচী মােহিতলাল মজুমদার
Explanation : ‘বনফুল’ বলাইচাঁদ মুখােপাধ্যায়র ছদ্মনাম। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম ‘সত্যসুন্দর দাস’। যতীন্দ্র মোহন বাগচীর কোনো ছদ্মনাম নেই।
30. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
তুলসী লাহিড়ী ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদ দ্বিজেন্দ্রলাল রায় বলাইচাঁদ মুখােপাধ্যায়
Explanation : সাজাহান’ একটি ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) রচিত এনাটকটী ১৯০৯ সালে প্রথম প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলাল রায় রচিত অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে -নূরজাহান(১৯০৮)প্রতাপসিংহ (১৯০৫),সিংহল বিজয়(১৯১৬)
31. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
বিদ্রোহী প্রলয়ােল্লাস আনন্দময়ীর আগমনে নারী
Explanation : কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) খ্রি। তার ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হনেবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ‘বিদ্রোহী কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত।
32. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪ ১৯৫৫ ১৯৫৬ ১৯৫৭
Explanation : ভাষা আন্দোলনার পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডীসেম্বরবাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহা পরিচালক ড. মাযহারুল ইসলাম।
33. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
কমলে কামিনী চক্ষুদান বিধবা বিবাহ ভদ্রার্জুন
Explanation : দীনবন্ধু মিত্র(১৮৩০-১৮৭৩ খ্রি) বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে -‘নীলদর্পণ’,’সধবার একাদশী’,’কমলে কামিনী’,’নবীন তপস্বিনী’ইত্যাদি।’ভদ্রার্জুন’ হলো তারাচরণ শিকদার রচিত নাটক যা বাঙালি লিখিত প্রথম মৌলিক নাটক।
34. Ballad কী?
লােকগীতি লােকগাথা গীতিকা গাথা
Explanation : ballad শব্দের বাংলা পরিভাষা ‘গীতি-কাহিনীকাব্য’ বা গীতিকা। এটা একটা গান,গল্প বা গল্প ও কথা- যার কোনো সাহিত্যিক রুপ নেই বা মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটিকাহিনী বা গল্প।
35. He has been ill ___ Friday last.
from on in since
Explanation : “Since ব্যাবহার করে একটি specific সময় থেকে এখন, এই সময়কাল প্রকাশ করা হয়
36. He gave up ____ football when he got married.
of playing to play playing play
Explanation : “Give up বলতে বোঝায় কোনো কিছু ছেড়ে দেওয়। এর পরে ing form বসে
37. Do not make a noise while your father___.
is sleeping has slept asleep is being asleep
Explanation : While এর সাথে ing ব্যবহার করা হয়
38. No one can ____ that he is clever.
deny defy denounce discard
Explanation : Deny অর্থ অস্বীকার করা
39. He divided the money ____ the two children.
over in between among between
Explanation : দুইজন এর মাঝে বোঝাতে between বসে
40. Out and out’ means __
Not at all Brave Thoroughly Whole heartedly
Explanation : “Out and out বলতে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝায়।
41. Maiden speech’ means___
Late speech Early speech Final speech First speech
Explanation : সদ্য নির্বাচিত প্রার্থীর প্রথম বক্তব্য maiden speech
42. As the sun _____ , I decided to go out.
has shone shine shines was shining
Explanation : বর্তমানে ঘটছে এমন কিছু বোঝাতে am/is/are এবং ing যুক্ত হয়
43. The lights have been blown ___ by the strong wind.
out away up off
Explanation : Blow out মানে মোমবাতি নিভিয়ে দেওয়া
44. If we want concrete proof, we are looking for –
building material something to cover a path clear evidence a cement mixer
Explanation : “সঠিক প্রমানই কোনোকিছু প্রমাণ করার উপায়
45. What is the meaning of ‘White Elephant’?
An elephant of white colour A hoarder A black marketer A very costly or troublesome possession
Explanation : White Elephant অর্থাৎ অনেক দামী এবং দুর্লভ বস্তু
46. A person who writes about his own life writes ___
a biography a diary a chronicle an autobiography
Explanation : নিজের জীবন নিয়ে লেখা রচনাকে আত্নজীবনি বলা হয়।
47. A ‘pilgrim’ is a person who undertakes a journey to___
mosque new country holy place bazar
Explanation : ধর্মের জন্য পবিত্র কোথাও যাত্রা করা মানুষদের pilgrims বলে
48. The correct spelling is ___
Humorious Humorous Humourius Humurious
Explanation : সঠিক বানান Humorous
49. The word ‘ecological’ is related to____
Demography Pollution Atmosphere Environment
Explanation : Ecological environment এর সাথে সম্পর্কিত এবং এর অর্থ পরিবেশগত
50. Paediatric’ relates to the treatment of —
adults children women old people
Explanation : Pediatric বাচ্চাদের চিকিৎসা নিয়ে কথা বলে
51. “Choose the right word to fill the blank:
It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.”
circulation current procession flow
Explanation : “Flow of traffic রাস্তায় গাড়ির সঠিক চলাচল বোঝায়”
52. “Choose the right word to fill in the blank:
I should appreciate it if you could complete this work — Thursday. “
till until upto by
Explanation : “By এর পরে কোনো দিন থাকলে সে দিন এর মধ্যে বোঝানো হয়”
53. “Choose the right word to fill in the blank:
Since his retirement, Mr. Chowdhury, who was — a teacher, has written four novels. “
usually presently proffer formerly
Explanation : Formerly অর্থ আগে বা প্রাক্তন
54. The proper function of the press is surely to ____ the man in the street with facts.
equip deliver proffer provide
Explanation : Provide ব্যাবহার করে এখানে তথ্য প্রদান করা বোঝাচ্ছে
55. “Choose the right word to fill in the blank:
The Democratic party’s candidate ____ defeat in the small hour of the morning. “
consented agreed accepted granted
Explanation : হার মেনে নেওয়া বোঝাতে এখানে accepted defeat বলা হবে
56. “Choose the right word to fill in the blank:
Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones. “
different separate complete lonely
Explanation : “Separate ones বলতে এখানে আলাদা আলাদা বিছানা থাকা বোঝায়”
57. “Fill in the blank with the correct phrase:
He — arrested if he had tried to leave the country. “
would could be would have been must be
Explanation : If এর সাথে Had থাকলে৷ would have বসে
58. “Fill in the blank with the correct phrase:
— your shoes before entering the mosque. “
put out put off put away put on
Explanation : “Put off বলতে খুলে ফেলা বোঝায়”
59. Identify the correct synonym for the word ‘Magnanimous’
generous unkind revengeful friendly
Explanation : Magnanimous ও Generous অর্থ দয়ালু
60. “Identify the correct passive form of:
‘He is going to open a shop.”
He is being gone to open a shop A shop is being gone opened by him A shop will be opened by him A shop is going to be opened by him
Explanation : “A shop is going to be opened by him এই বাক্যটি voice change এর নিয়ম মেনে চলে।
61. “Choose the correct preposition.
The tree has been blown ____ by the storm.”
away up off out
Explanation : “Blown away বলতে বাতাসে উড়িয়ে নেওয়া বোঝাচ্ছে।”
62. “Complete the sentence with the correct verb form.
‘Neela — her hand when she was cooking dinner.’ “
is burring burnt will burn was burning
Explanation : অতীতে ঘটা ঘটনা বর্ননা করার জন্য Past form বসে
63. Select the correct sentence.
The man was tall who stole my bag The man stole my bag who was tall The man who stole my bag was tall The man was tall who is stealing tall my bag
Explanation : “The man who stole my bag was tall বাক্যটি sentence structure ও tense এর নিয়ম মেনে চলে”
64. Choose the correct spelling.
ascertain assertain aseratin asartain
Explanation : “সঠিক বানান ascertain “
65. “Choose the correct preposition.
The police is looking _____ the case.”
after on up into
Explanation : Looking into মানে ঘেটে দেখা
66. The Arabian Nights ___ still a great favourite.
has are is were
Explanation : এখনো জনপ্রিয় বলে is হবে
67. “Select the right word.
He ran fast lest he ____ miss the train.”
can should could has
Explanation : Lest থাকলে বাক্যে should বসে
68. “Fill in the blank with correct preposition.
He is devoid — common sense. “
of from introduction at
Explanation : devoid of অর্থ বঞ্চিত
69. Choose the correct sentence.
I have looked for a good doctor before I met you I had looked for a good doctor before I met you I looked for a good doctor before I had met you I am looking for a good doctor before meeting you
Explanation : Before এর আগে past participle এবং পরে past indefinite বসে
70. “Choose the correct passive form of:
“”Who will do the work?”” “
Who will be done the work? Who will done the work? By whom will the work be done? Whom will the work be done?
Explanation : “Who এর passive form by whom”
71. “Fill in the blank with right option.
I am looking forward ___ you. “
to seeing seeing to see to have seen
Explanation : Looking forward এর পরে verb এর সাথে ing বসে
72. “Choose the correct preposition.
My brother has no interest — music. “
for in with at
Explanation : interest in বলতে কোনো কিছুতে আগ্রহ থাকা বোঝায়
73. Choose the correct sentence.
The train is running in time The train is running on time The train is running with time The train is running to time
Explanation : On time অর্থ সঠিক সময়
74. Choose the correct sentence.
Everybody have gone there Everybody are gone there Everybody has gone there Everybody has went there
Explanation : “Everybody singular তাই has বসবে।”
75. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
২৪ সে.মি. ১৮ সে.মি. ১৬ সে.মি. ১২ সে.মি.
Explanation : অতিভুজ ১৩ এবং লম্ব ৫ হলে, ভূমি=\sqrt{(১৩^2)+(৫^2)}=১২
জ্যা এর দৈর্ঘ্য ১২+১২=২৪
76. x^2 – y^2+2y -1 এর একটি উৎপাদক-
x + y +1 x-1 x + y -1 x – y -1
Explanation : x²-y²+2y-1=x²-(y-1)²=(x+y-1)(x-y+1)

77. x^2 – 8x - 8y + 16 + y^2 এর সঙ্গে কত যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ হবে?

–2xy 8xy 6xy 2xy
Explanation : “x²-8x-8y+16+y²
=x²+y²+(-4)²+2xy-8y-8x-2xy
=(x+y-4)²-2xy
পূর্নবর্গ করতে হলে 2xy যোগ করতে হবে।
78. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত?
১৫৬ বর্গফুট ১৬৪ বর্গফুট ১২৮ বর্গফুট ২১৮ বর্গফুট
Explanation : “বর্গক্ষেত্রের কর্ণ √(৮²+৮²)=√১২৮ ফুট
কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (√১২৮)²=১২৮ বর্গফুট
79. x+y = 8, x – y = 6 হলে, x^2 + y^2 এর মান-
40 60 50 80
Explanation : x²+y²=(\frac{1}{2}){(x+y)²+(x-y)²}=\frac{1}{2}*(8²+6²)=50
80. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-
২১ এবং ২২ ২২ এবং ২৩ ২৩ এবং ২৪ ২৪ এবং ২৫
Explanation : দুইটি পুর্ণ ক্রমিক সংখ্যার বর্গের ব্যবধান হলো সংখ্যাদ্বয়ের যোগফল। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ২৩ ও ২৪ যোগ করে ৪৭ পাওয়া যায়।
81. ৭২ সংখ্যাটির মােট ভাজক আছে—
৯টি ১০টি ১১টি ১২টি
Explanation : ৭২ সংখ্যাটির ভাজকগুলো হলো ১,২,৩,৪,৬,৮,৯,১২,১৮,২৪,৩৬,৭২=১২টি
82. ক এবং খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি পারবে—
২৫ দিনে ৩০ দিনে ৩৫ দিনে ৪০ দিনে
Explanation : খ একা কাজ সম্পন্ন করলে সময় mn/m-n=২০*১২/২০-১২=৩০ দিন।
83. যদি P একটি মৌলিক সংখ্যা হয় তবে P–
একটি স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা
Explanation : পূর্নবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সে একটি অমূলদ সংখ্যা।
84. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-
Explanation : ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ৪৩,৪৭,৫৩,৫৯=৪টি
85. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যােগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখ্যাটি কত?
৫৩ ৬৩ ৩৬ ৩৬৫
Explanation : “সংখ্যাটি ক হলে ক/২ + ৬ = ২ক/৩
৪ক-৩ক=৩৬
বা, ক=৩৬
86. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
১০ ঘণ্টা ৫ ঘণ্টা ৬ ঘণ্টা ৮ ঘণ্টা
Explanation : “স্রোতের অনুকূলে লঞ্চ+স্রোতের বেগ =১৮+৬=২৪ কি.মি
৪৮ কি.মি যেতে সময় লাগে ৪৮/২৪=২ ঘন্টা
স্রোতের প্রতিকূলে লঞ্চ-স্রোতের বেগ =১৮-৬=১২কি.মি
৪৮ কি.মি আসতে সময় লাগবে ৪৮/১২=৪ ঘন্টা
মোট সময় লাগবে ৪+২=৬ ঘন্টা
87. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-
৫ দিনে ৪ দিনে ৬ দিনে ৩ দিনে
Explanation : “১২ জনে ৭২০ টাকা আয় করে ৩ দিনে
৯ জনে ৭২০ টাকা আয় করে ৩*১২/৯=৪ দিনে
88. টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ?
৫০% ৩০% ৩৩% ৩১%
Explanation : শতকরা লাভ=[(ক্রয় সংখ্যা-বিক্রয় সংখ্যা)*১০০]/বিক্রয় সংখ্যা=[(৩-২)*১০০]/২=৫০%
89. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
২ লিটার ৪ লিটার ৬ লিটার ১০ লিটার
Explanation : “অনুপাতদ্বয়ের বিয়োগফল ৫-১=৪
দুধের পরিমাণ ৪ লিটার বেশি হয় পানি ১ লিটার হয়
দুধের পরিমাণ ৮ লিটার বেশি হয় পানি (১*৮)/৪=২ লিটার হয়
90. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স –
৯ বছর ১৪ বছর ১৫ বছর ১৮ বছর
Explanation : “পিতা+মাতা+পুত্রের বয়স=(৩৬*৩)=১০৮ বছর
পিতা+মাতা বয়স =(৪৫*২)=৯০ বছর
পুত্রের বয়স=১৮ বছর
91. ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ———- ধারাটির দশম পদ—
৪৫ ৫৫ ৬২ ৬৫
Explanation : “সিরিজের সংখ্যাগুলোর সাথে যথাক্রমে ২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ যোগে সংখ্যাগুলো পাওয়া যায়
অতএব সপ্তম সংখ্যা হবে ২৮
অষ্টম সংখ্যা হবে ৩৬
নবম সংখ্যা হবে ৪৫
দশম সংখ্যা হবে ৫৫
92. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত___
২২/৭ ২৫/৯ প্রায় ৫
Explanation : বৃত্তের ব্যাস 2r হলে, পরিধি 2πr পরিধি ও ব্যাসের অনুপাত হবে 2πr/2r=π =22/7
93. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
খনির ভিতর পাহাড়ের উপর মেরু অঞ্চলে বিষুব অঞ্চলে
Explanation : বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি
94. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
জ্বালানি বাষ্প ক্লোরােফ্লোরাে কার্বন কার্বনডাই-অক্সাইড মিথেন
Explanation : জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে- কার্বনডাই-অক্সাইড
95. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলাে—
শাজিমাটি চুনাপাথর জিপশাম বালি
Explanation : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলাে— বালি
96. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ ___
৫ কি.মি. ১০ কি.মি. ২৭ কি.গ্রাম ১০ নিউটন
Explanation : সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ ১০ নিউটন
97. মানুষের ক্রোমোেজামের সংখ্যা কত?
২৫ জোড়া ২৬ জোড়া ২৩ জোড়া ২৪ জোড়া
Explanation : মানুষের ক্রোমোেজামের সংখ্যা ২৩ জোড়া
98. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
টিএসপি সবুজ সার পটাশ ইউরিয়া
Explanation : নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়
99. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম-
শেলী ডলি মলি নেলী
Explanation : Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম- ডলি
100. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কিসের খনিজ প্রকল্প কাজ চলছে?
কঠিন শিলা কয়লা চুনাপাথর কাদামাটি
Explanation : দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কয়লা খনিজ প্রকল্প কাজ চলছে