মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ (Equation of Parabola Passing through origin)
পরাবৃত্ত (Parabola) : মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ (Equation of Parabola Passing through origin):
ধরি, পরাবৃত্তের উপকেন্দ্র S, নিয়ামকরেখা M Z M^{\prime}।
M Z M^{\prime} এর উপর S Z লম্ব টানি এবং S Z কে A বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি।
তাহলে, A পরাবৃত্তের মূলবিন্দু এবং শীর্ষ বিন্দু।
Z S X পরাবৃত্তটির অক্ষরেখা।
ধরি, পরাবৃত্তের উপর যেকোনো চলমান বিন্দু P(x, y) এবং Z A=A S=a ।
P হতে নিয়ামকের ওপর P M ও A X এর ওপর P N লম্ব অঙ্কন করি। S, P যোগ করি।∴ পরাবৃত্তের \therefore ফোকাস S(a, 0)
পরাবৃত্তের সংজ্ঞানুসারে পাই, \frac{S P}{P M}=e=1
\begin{array}{l} \Rightarrow S P=P M \\ \Rightarrow S P=Z N \\ \Rightarrow S P=A Z+A N \\ \Rightarrow S P=a+x \end{array}\Rightarrow S P^{2}=(a+x)^{2}
\Rightarrow(x-a)^{2}+(y-0)^{2}=(a+x)^{2}
\Rightarrow y^{2}=(x+a)^{2}-(x-a)^{2}
\therefore y^{2}=4 a x
এই সমীকরণ হলো পরাবৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ (Standard Equation)।
পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন: y^{2}=4 a x (Graphic the parabola y^{2}=4 a x
মনে করি, y^{2}=4 a x ; a>0 পরাবৃত্তের উপকেন্দ্র S এবং নিয়ামকরেখা MM’
নিয়ামকের উপর SZ লম্ব আঁকি।
এবং SZ কে A বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি।
\therefore S Z = A Z
সংজ্ঞানুসারে, \frac{S A}{A Z}=1
অঙ্কন:
১) পরাবৃত্তের ওপর A একটি বিন্দু বর্ধিত A S এর উপর যেকোনো বিন্দু N নিই ও Z S \perp P P^{\prime} আঁকি।
২) S কে কেন্দ্র করে Z N এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন তা P N P^{\prime} কে P ও P^{\prime} বিন্দুতে ছেদ করে।
৩) এখন, নিয়ামকের ওপর P M ও P^{\prime} M^{\prime} লম্ব আঁকি। ফলে, S P=Z N=P M
/therefore সংজ্ঞানুসারে পরাবৃত্তের ওপর P একটি বিন্দু।
৪) একইভাবে, A S এর ওপর N_1, N_2…… ইত্যাদি বিন্দু দিয়ে পরাবৃত্তের ওপর Q, Q^{\prime} ; R, R^{\prime} ইত্যাদি বিন্দু পাওয়া যায়।
৫) এই বিন্দুগুলি একটি সুষম বক্ররেখা দ্বারা যোগ করলে একটি পরাবৃত্তের লেখচিত্র পাওয়া যায়।
পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য (Length of the epicenter perpendicular to the parabola):
y^{2}=4 a xপরাবৃত্তের,
উপকেন্দ্র S, নিয়ামক MZM’,
শীর্ষবিন্দু A, অক্ষ ZS এবং
উপকেন্দ্রিক লম্ব LSL’ ।
তাহলে, S এর স্থানাঙ্ক (a, 0)
LM ⊥ MM’ হলে,
SL = LM= ZS =AZ + AS
= a + a= 2a
∴LL‘= SL + SL
=2a + 2a= 4a
∴ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য = |4a|
পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য =2× উপকেন্দ্র হতে নিয়ামকরেখার লম্ব দূরত্ব
=4× শীর্ষবিন্দু ও ফোকাসের দূরত্ব
=4× শীর্ষবিন্দু হতে নিয়ামকরেখার লম্ব দূরত্ব
পরাবৃত্তের শীর্ষবিন্দু ও উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামকরেখার সমীকরণ: (y^{2}=4 a x) (The vertex of the parabola, Coordinates of the epicenter, Equilibrium of the control line)
মনে করি,y^{2}=4 a x ; a>0 পরাবৃত্তের উপকেন্দ্র S এবং নিয়ামকরেখা MZM’। MZM’ এর উপর SZ লম্ব টানি এবং SZ কে A বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। তাহলে A পরাবৃত্তের শীর্ষবিন্দু। ধরি, XAX’ ও YAY’ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ।
তাহলে শীর্ষবিন্দু A এর স্থানাঙ্ক (0,0)
AS = a হলে ZA = a হবে।
∴পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক S(a, 0) এবং নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক Z (-a, 0)। y অক্ষের সমান্তরাল ও Z(-a, 0) বিন্দুগামী নিয়ামকরেখা MZM’ এর সমীকরণ
x=-a
⇒x+a=0
পরাবৃত্তের শীর্ষবিন্দু \boldsymbol{\alpha}, \boldsymbol{\beta} এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল হলে এর সাধারণ সমীকরণ (\boldsymbol{y}-\boldsymbol{\beta})^{2}=4 \boldsymbol{a}(\boldsymbol{x}-\boldsymbol{\alpha})
মনে করি, পরাবৃত্তের শীর্ষবিন্দু A (α,β) এবং ZA = AS = a
পরাবৃত্তটির অক্ষরেখা x অক্ষের সমান্তরাল।
∴ পরাবৃত্তটির ফোকাস S (α+a, β) এবং নিয়ামক রেখার পাদবিন্দু Z(α-a, β)
∴ নিয়ামকরেখার সমীকরণ x = α – a
⇒ x – α + a = 0
∴ পরাবৃত্তের সমীকরণ: \{x-(\alpha+a)\}^{2}+(y-\beta)^{2}=(x-\alpha+a)^{2}
\Rightarrow\{x-(\alpha+a)\}^{2}+(y-\beta)^{2}=\{x-(\alpha-a)\}^{2}(\Rightarrow(y-\beta)^{2}=\{x-(\alpha-a)\}^{2}-\{x-(\alpha+a)\}^{2}
\Rightarrow(y-\beta)^{2}=(x-a+a+x-a-a)(x-a+a-x+a+a)
\Rightarrow(y-\beta)^{2}=2(x-\alpha) \cdot 2 a \therefore(y-\beta)^{2}=4 a(x-\alpha)প্রদত্ত শর্তানুযায়ী ইহাই পরাবৃত্তের সমীকরণ।
এখন, (y-\beta)^{2}=4 a(x-\alpha)
\Rightarrow y^{2}-2 \beta y+\beta^{2}=4 a x-4 a \alpha\Rightarrow 4 a x=y^{2}-2 \beta y+\beta^{2}+4 a \alpha
\Rightarrow x=\frac{1}{4 a} y^{2}+\left(\frac{-\beta}{2 a}\right) y+\frac{\beta^{2}+4 a \alpha}{4 a}∴ x অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ
অনুরূপভাবে, পরাবৃত্তের শীর্ষবিন্দু (α,β) এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে এর সাধারণ সমীকরণ x=a y^{2}+b y+c
∴ y অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ y=a x^{2}+b x+c
\bf y^{2} = 4ax পরাবৃত্তে y = mx+c সরলরেখাটি স্পর্শক হওয়ার শর্ত
মনে করি, y^{2}=4 a x \ldots \ldots(i)
পরাবৃত্তের উপর P একটি বিন্দু এবং PQ যেকোনো একটি ছেদক জ্যা। Q বিন্দু ক্রমশ P বিন্দুর দিকে অগ্রসর হয়ে P বিন্দুর উপর সমাপতিত হলে ছেদকটি P বিন্দুতে উক্ত পরাবৃত্তের একটি স্পর্শক হবে।
মনে করি, PQ ছেদকের সমীকরণ
y=mx+c……(ii)
(i) ও (ii) নং সমীকরণ হতে পাই,
(m x+c)^{2}=4 a xm^{2} x^{2}+2(m c-2 a) x+c^{2}=0
PQ ছেদক (i) নং পরাবৃত্তের স্পর্শক হবে যদি (iii) নং সমীকরণের মূলদ্বয় সমান হয়।
কিন্তু মূলদ্বয় সমান হলে এর পৃথায়ক শূন্য হবে, অর্থাৎ 4(m c-2 a)^{2}-4 m^{2} c^{2}=0
\Rightarrow 4 m^{2} c^{2}-4.2 . m c .2 a+4.4 a^{2}-4 m^{2} c^{2}=0 \Rightarrow 16 a^{2}-16 m c a=0\\ \Rightarrow a^{2}-m c a=0 \Rightarrow a-m c=0 \Rightarrow m c=a \therefore c=\frac{a}{m}∴y = mx + c রেখা y^{2}=4 a x পরাবৃত্তকে স্পর্শ করবে যদি c=\frac{a}{m} হয়।
(iii) নং সমীকরণে c=\frac{a}{m} বসিয়ে পাই,
m^{2} x^{2}+2\left(m \cdot \frac{a}{m}-2 a\right) x+\left(\frac{a}{m}\right)^{2}=0 \Rightarrow\left(m x-\frac{a}{m}\right)^{2}=0 \Rightarrow m x=\frac{a}{m} \therefore x=\frac{a}{m^{2}}∴y=mx+c
\Rightarrow y=m\left(\frac{a}{m^{2}}\right)+\frac{a}{m}\Rightarrow\frac{a}{m}+\frac{a}{m}=\frac{2 a}{m}
∴ স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক \left(\frac{a}{m^{2}}, \frac{2 a}{m}\right)
∴y=mx+c সরলরেখাটি y^{2}=4 a x পরাবৃত্তকে স্পর্শ করলে c=\frac{a}{m} হবে। অতএব, m এর (m≠0) সকল মানের জন্য y=m x+\frac{a}{m} সরলরেখাটি y^{2}=4 a x পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ প্রকাশ করে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক \left(\frac{a}{m^{2}}, \frac{2 a}{m}\right)।
তদ্রূপ, x^{2}=4 a y পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ y=m x-a m^{2}। যেখানে, c=-a m^{2} এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক =\left(2 a m, a m^{2}\right)
সমস্যা (Problem): দেখাও যে, lx+my+n=0 সরলরেখাটি y^{2}=4 a x পরাবৃত্তকে স্পর্শ করবে যদি l n=a m^{2} হয়। [রা.’০৫; কু.’০৫]
সমধান (Solution): দেওয়া আছে, lx + my + n = 0
⇒ my= -l x -n
\Rightarrow y=-\frac{l x}{m}-\frac{n}{m}এবার, y=-\frac{b x}{m}-\frac{n}{m} সরলরেখাটি y^{2}=4 a x পরাবৃত্তকে স্পর্শ করার ক্ষেত্রে, y=-\frac{l x}{m}-\frac{n}{m} \cos y=m x+cএর সাথে তুলনা করে পাই,
m=-\frac{l}{m} \text { এবং } c=-\frac{n}{m}আমরা জানি, c=\frac{a}{m}
\Rightarrow-\frac{n}{m}=\frac{a}{-\frac{l}{m}} \Rightarrow-\frac{n}{m}=-\frac{a m}{l}\Rightarrow l n=a m^{2} (দেখানো হলো)
অথবা, প্রদত্ত পরাবৃত্ত y^{2}=4 a x
x=\frac{y^{2}}{4 a} \ldots \ldots(i)
এবং সরলরেখা lx + my + n = 0……(ii)
(i) নং হতে প্রাপ্ত x এর মান (ii) নং এ বসিয়ে পাই,
l \cdot \frac{y^{2}}{4 a}+m y+n=0\Rightarrow \frac{l y^{2}}{4 a} \times 4 a+m y \times 4 a+n \times 4 a=0 [উভয়পক্ষকে 4a দ্বারা গুণ করে]
\Rightarrow l y^{2}+4 \text { may }+4 n a=0……(iii)
যা y এর একটি দ্বিঘাত সমীকরণ।
∴(iii) নং সমীকরণ থেকে y এর দুটি মান পাওয়া যাবে।
(ii) নং রেখটি (i) নং পরাবৃত্তকে স্পর্শ করবে যদি y এর মান দুইটি সমান হয়। অর্থাৎ (iii) নং সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক শূন্য হয়। (iii) নং সমীকরণ থেকে b^{2}-4 a c=0 এর সাথে তুলনা করে পাই,
(4 m a)^{2}-4 . \text { L. } 4 n a=0 \Rightarrow 16 m^{2} a^{2}-16 n a l=0 \Rightarrow m^{2} a-n l=0\therefore \ln =a m^{2} (দেখানো হলো)