বৃহদন্ত্রের কাজ (Functions of Large Intestine)
- এর দৈর্ঘ্য প্রায় ১.৫ মিটার।
- এটি তিন অংশে বিভক্ত।
- জেজুনাম সংলগ্ন স্ফীত গোল অংশটি সিকাম (caecum), মধ্যবর্তী ইউ আকৃতির বড় অংশটি কোলন (colon) এবং পশ্চাতের পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশটি মলাশয় (recium)
- সিকামের সাথে একটি বর্ধমানের থলি যুক্ত থাকে, এর নাম অ্যাপেন্ডিক্স (appendix)।
- কোলনের আবার ৪ টি অংশ রয়েছে।-
- (১) ঊর্ধ্বমুখী কোলন (ascending colon),
- (২) অনুপ্রস্থ কোলন (transverse colon),
- (৩) নিম্নমুখী কোলন (descending colon)
- (৪) সিগময়েড কোলন (sigmoid colon)
বৃহদন্ত্রের কাজ (Functions of Large Intestine)
বৃহদন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া (প্রায় ৫০০ প্রজাতির) মিথোজীবী হিসেবে বাস করে। এরা খাদ্যের অপাচ্য অংশের গাজন ও পচন ঘটায়। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন K ও B12 টুয়েলভ এর ফলিক এসিড উৎপন্ন করে। ক্ষুদ্রান্ত্র থেকে আগত পরিপাক-বর্জ্যে অবস্থিত পানির প্রায় ৭০-৮০% অভিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্রে শোষিত হয়ে কঠিন আকার ধারণ করে। কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফলিক এসিড, ভিটামিন-B এবং K বৃহদন্ত্রে শোষিত হয়। বৃহদন্ত্রের মিউকোসা স্তরে অবস্থিত গবলেট কোষ (goblet cell) মিউকাস ক্ষরণ করে বৃহদন্ত্রের অভ্যন্তর ভাগকে পিচ্ছিল রাখে। দৈনিক প্রায় ৩৫০ গ্রাম তরল মণ্ড (chyle) বৃহদন্ত্রের প্রবেশ করে। মন্ড থেকে শোষণের মাধ্যমে প্রায় ১৩৫ গ্রাম আর্দ্র মল (faeces) উৎপন্ন হয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়।
মলত্যাগ
যে প্রক্রিয়ায় অপাচ্য খাদ্য মলরূপে দেহের বাইরে নির্গত হয় তাকে মলত্যাগ বা ডেফিকেশন বা ইজেসসন (egestion) বলে। খাদ্যের অপাচ্য, অশোষিত ও দেহে পুষ্টিমূল্যহীন বস্তুকে রাফেজ বলে। বৃহদন্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত মিউকাস লুব্রিক্যান্ট (lubricant) এর মতো কাজ করে ফলে মল নির্গমন সহজ হয়। মল বৃহদন্ত্রে কয়েক ঘণ্টা অবস্থান করে। এ সময়ের ভিতর ব্যাকটেরিয়ার সংক্রমণে ফলে বিভিন্ন সালফারঘটিত গ্যাস (যেমন- হাইড্রোজেন সালফার) উৎপন্ন হয় এবং মল দুর্গন্ধযুক্ত হয়।