10 Minute School
Log in

আর্দ্রতামাপক যন্ত্র ও আর্দ্রতা নির্ণয়

আর্দ্রতামাপক যন্ত্র ও আর্দ্রতা নির্ণয় (Hygrometers and Determination of Humidity)

১। সিক্ত ও শুষ্ক বালব আর্দ্রতাপমাপক যন্ত্র (Wet and dry bulb hygrometer),

২। শিশিরাঙ্ক আর্দ্রতাপমাপক যন্ত্র (Dewpoint hygrometer),

৩। রাসায়নিক আর্দ্রতামাপক যন্ত্র (Chemical hygrometer) এবং

৪। কেশ আর্দ্রতামাপক যন্ত্র (Hair hygrometer)

সিক্ত ও শুষ্ক বাল্‌ব আর্দ্রতামাপক যন্ত্র বা মেসনের আর্দ্রতামাপক যন্ত্র (Wet and dry bulb hygrometer or Mason’s hygrometer)

যন্ত্রের বর্ণনা (Description of the instrument) : এ যন্ত্রে একই রকম দুটি পারদ থার্মোমিটার আছে যেগুলো পাশাপাশি উল্লম্বভাবে একটি কাঠের ফ্রেমের সাথে লাগানো থাকে। একটি থার্মোমিটার বায়ুমন্ডলের তাপমাত্রা প্রদান করে, অন্যটির বালবে মসলিনের বা লিনেনের সলতে জড়ানো থাকে এবং এ সলতে একটি পাত্রে রাখা পানির মধ্যে ডুবানো থাকে। পানি মসলিন বা লিনেন বেয়ে উপরে ওঠে এবং থার্মোমিটারের বাল্‌বকে সব সময় ভিজা রাখে (চিত্র: ১০.১২)।

মসলিন বা লিনেন থেকে পানি বাষ্পায়িত হয় ফলে সিক্ত বাল্‌ব থার্মোমিটার শুষ্ক বাল্‌ব থার্মোমিটারের চেয়ে কম তাপমাত্রা নির্দেশ করে। এ দু তাপমাত্রার পার্থক্য বায়ুমন্ডলের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। বায়ুমন্ডলের আর্দ্রতা কম হলে বাষ্পায়ন দ্রুত হয়, ফলে দু তাপমাত্রার পার্থক্য বেশি হয়, অপরপক্ষে আর্দ্রতা বেশি হলে তাপমাত্রা পার্থক্য কম হয়। আর যদি বায়ুমন্ডল জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তবে কোনো বাষ্পায়ন হয় না ফলে উভয় থার্মোমিটারের পাঠ একই হয়।

Wet and dry bulb hygrometer or Mason’s hygrometer

পরীক্ষা (Experiment) : যে স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে সেই স্থানে যন্ত্রটিকে রেখে এর থার্মোমিটার দুটির পাঠ নেয়া হয়। এরপর গ্লেসিয়ারের উৎপাদকের সাহায্যে শিশিরাঙ্ক বের করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। মনে করা যাক, শুষ্ক ও সিক্ত বাল্‌ব থার্মোমিটারে নির্দেশিত তাপমাত্রা যথাক্রমে \theta_{1}\theta_{2} এবং ঐ সময়ের শিশিরাঙ্ক । তাহলে গ্লেসিয়ারের সূত্রানুসারে,

\begin{array}{l} \theta_{1}-\theta=G\left(\theta_{1}-\theta_{2}\right) \\ \text { বা, } \theta=\theta_{1}-G\left(\theta_{1}-\theta_{2}\right) \end{array}

…    …    …  (10.36)

এ সমীকরণ থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়, এখানে G হচ্ছে \theta_{1}{ }^{\circ} \mathrm{C} তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক (সারণি ১০.২ দ্রষ্টব্য)। শিশিরাঙ্ক পাওয়া গেলে রেনোর তালিকা থেকে শিশিরাঙ্কে (\theta) সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ f, বায়ুর তাপমাত্রায় \left(\theta_{1}\right) সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ F নির্ণয় করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়।

\text { সুতরাং, } \quad R=\frac{f}{F} \times 100 \%

সতর্কতা (Caution)

১। সুবেদী থার্মোমিটার ব্যবহার করা হয়।

২। থার্মোমিটার দুটির পারদস্তম্ভ স্থির অবস্থানে এলে পাঠ নেয়া হয়।

৩। মসলিন বা লিনেনের সলতে যাতে থার্মোমিটারের বালবকে আবৃত রাখে সে দিকে লক্ষ্য রাখা হয়।

৪। সলতের নিচের প্রান্ত যাতে পাত্রের পানিতে ডুবে থাকে সে দিকে লক্ষ্য রাখা হয়।

সারণি-১০.২ : বিভিন্ন তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক

শুষ্ক বালবের তাপমাত্রা(°C) গ্লেসিয়ারের উৎপাদক(G) শুষ্ক বালবের তাপমাত্রা(°C) গ্লেসিয়ারের উৎপাদক(G) শুষ্ক বালবের তাপমাত্রা(°C) গ্লেসিয়ারের উৎপাদক(G)
4 7.82 19 1.81 34 1.61
5 7.28 20 1.79 35 1.60
6 6.62 21 1.77 36 1.59
7 5.77 22 1.75 37 1.58
8 4.92 23 1.74 38 1.57
9 4.04 24 1.72 39 1.56
10 2.06 25 1.70 40 1.55
11 2.02 26 1.69 41 1.54
12 1.99 27 1.68 42 1.53
13 1.95 28 1.67 45 1.52
14 1.92 29 1.66 46 1.51
15 1.90 30 1.65 47 1.50
16 1.87 31 1.64 48 1.49
17 1.85 32 1.63 49 1.48
18 1.83 33 1.62 50 1.47