তথ্য ও যোগাযোগ ব্যবস্থা
বাংলাদেশের ডাকব্যবস্থা (Postal System of Bangladesh)
- আরবদের অনুকরণে ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন সুলতান কুতুবউদ্দীন আইবেক।
- শের শাহ ‘রানার’ এর প্রচলন বাদ দিয়ে ভারতবর্ষে শুধুমাত্র ঘোড়ার ডাক প্রচলন করেন।
- শেরশাহ ১,৭০০টি ডাকঘর নির্মাণ করেন এবং ঘোড়াসহ প্রায় ৩,৪০০ জন বার্তাবাহক নিযুক্ত করেন।
- উপমহাদেশে ডাক সার্ভিস বা জিপিও চালু করা হয় ১৭৭৪ সালে। এর উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস।
- বাংলাদেশের মুজিবনগর সরকার ডাকটিকিট প্রকাশ করেছিল ১৯৭১ সালে ২৬ জুলাই।
- মুজিবনগর সরকারের প্রাথমিক ডাকটিকেটের ডিজাইন করেছিলেন বিমান মল্লিক।
- মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত ডাকটিকিট ছিল ৮টি।
- স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটের মূল্যমান ছিল ২০ পয়সা।
- স্বাধীনতার পরের ডাকটিকেটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ।
- বাংলাদেশের ডাক বিভাগের নিয়ন্ত্রণে ‘নগদ’ নামক একটি ডিজিটাল আর্থিক সেবা চালু করে ২০১৮ সালে।
বিশ্ব ডাক ব্যবস্থা (World Postal System)
- বিশ্বের প্রথম ডাকটিকেটের নাম পেনি ব্ল্যাক। পেনি ব্ল্যাক ডাকটিকেট প্রকাশিত হয় ১লা মে, ১৮৪০ সালে, যুক্তরাজ্যে। পেনি ব্ল্যাক ডাকটিকেটে রাণী ভিক্টোরিয়ার ছবি ছিল।
- ১৮৩৫ সালে রোল্যান্ড হিল আধুনিক পোস্ট অফিসের ধারণা দিয়ে ‘পোস্ট অফিস রিফর্ম’ প্রকাশ করেন। তাকে আধুনিক পোস্ট অফিস ধারণার প্রবক্তা বলা হয়।
- গ্রেট ব্রিটেনের ডাকটিকেটে দেশের নাম লিখা থাকে না।
- জাপানের ডাকটিকেটে নাম লেখা থাকে নিপ্পন।
- বিশ্বে এয়ার মেইল চালু করা হয় ১৯১১ সালে। এয়ার মেইল সার্ভিস চালু হয় কানাডাতে। রুট ছিল মন্ট্রিল থেকে টরন্টো।
- পোস্টকার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৮৬৯ সালে
বাংলাদেশের টেলিযোগাযোগ (Telecommunication in Bangladesh)
- বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ৪ জানুয়ারি ১৯৯০ সালে রংপুরের মিঠাপুকুরে।
- ঢাকায় প্রথম সেলুলার টেলিফোন চালু হয় ৮ আগস্ট, ১৯৯৩।
- বাংলাদেশ টিএন্ডটি চারটি অঞ্চলে বিভক্ত। এগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা।
- “বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)-কে “বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)”-এ পরিণত করা হয় ২০০৮ সালের ১লা জুলাই।
- বাংলাদেশের ইন্টারনেট কান্ট্রি কোড .bd ১৯৯৯ সালে চালু হয়।
- বাংলাদেশের সাথে টেলিযোগাযোগ সম্পর্ক নাই ইসরায়েল-এর।
- বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বায়োমেট্রিক পদ্ধিতে সিমকার্ড নিবন্ধন শুরু করে বাংলাদেশ।
- বাংলাদেশের সরকারি সেলুলার ফোন অপারেটর টেলিটক।
- বাংলাদেশের প্রথম বেসরকারি সেলুলার ফোন অপারেটর সিটিসেল।
টেলিযোগাযোগ সম্পর্কিত শব্দ সংক্ষেপ
BTCL: Bangladesh Telecommunication Company Limited
BTRC: Bangladesh Telecommunication Regulatory Commission.
GSM: Global System for Mobile Communication.
MMS: Multimedia Message Service.
SMS: Short Message Service.
SIM: Subscriber Identity Module
বাংলাদেশের সাবমেরিন ক্যাবল সম্পর্কিত কিছু তথ্য
- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড সি-মি-উই ৪ এবং সি-মি-উই ৫ নামক দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য।
- বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় ২১ মে ২০০৬।
- বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 5 এ যুক্ত হয় ১০ সেপ্টেম্বর ২০১৭।
- সি-মি-উই ৪ এর জন্য বিএসসিসিএল-এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে।
- সি-মি-উই ৫ এর জন্য বিএসসিসিএল-এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে কুয়াকাটাতে।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা
রেল যোগাযোগ
- ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় দর্শনা হতে কুষ্টিয়া পর্যন্ত।
- স্বাধীনতার পর ১৯৮৬ সালে রেল দপ্তর আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে।
- বাংলাদেশের রেলওয়ে কারখানা ৬টি। সবচেয়ে বড় রেল কারখানা সৈয়দপুরে।
- দেশের বৃহত্তম রেলস্টেশন কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই।
- দ্বিতীয় বৃহত্তম রেল সেতু ভৈরব সেতু।
বাংলাদেশ নৌ যোগাযোগ
- বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন এর সদর দপ্তর ঢাকায়।
- বাংলাদেশে সারাবছর নৌচলাচল উপযোগী পথ প্রায় ৫৪০০ কিলোমিটার।
- বাংলাদেশে মোট অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে ৮৪০০ কিলোমিটার।
- ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অবস্থিত চট্টগ্রামে।
- বাংলাদেশ মেরিন একাডেমি অবস্থিত জলদিয়া, চট্টগ্রামে।
- বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা।
- জাতীয় পতাকাবাহী প্রথম জাহাজ হলো ‘বাংলার দূত’।
- বাংলাদেশ ৪১ তম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়।
বাংলাদেশ বিমান যোগাযোগ
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয় ৪ জানুয়ারি ১৯৭২ সালে।
- ৪ মার্চ, ১৯৭২ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় ঢাকা- লন্ডন-ঢাকা রুটে।
- দেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গলকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয় ১৯৯৫ সালে।
- বেসামরিক বিমান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ৩টি আন্তর্জাতিক ও ১২টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।
- আন্তর্জাতিক তিনটি বিমানবন্দর- হযরত শাহজালাল(রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
- দেশের প্রধানতম আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় ১৯৮০ সালে, এর নতুন নামকরণ করা হয় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর (২৩ ফেব্রুয়ারি, ২০১০)।
- বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা। ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশ বিমানের স্লোগান “আকাশে শান্তির নীড়”।
- বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থা নাম এরো বেঙ্গল এয়ারলাইন্স।
বাংলাদেশের সড়ক যোগাযোগ
- দেশে মোট যাত্রী পরিবহনের প্রায় ৭০% এবং পণ্য পরিবহনের প্রায় ৬০% সড়ক পথে পরিচালিত হয়।
- বাংলাদেশের মোট সড়কের দৈর্ঘ্য ২১,৫৯৫.৪৯৩ কিমি।
- রাঙ্গামাটি জেলা শহরে রিক্সা চলাচল করে না।
- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর তত্ত্বাবধানে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কি.মি. মেট্রোরেল নির্মাণাধীন রয়েছে। মেট্রোরেলে ১৬টি স্টেশন থাকবে।
- দেশের প্রথম ৮ লেনের সড়ক যাত্রাবাড়ি থেকে কাঁচপুরের ৭ কি.মি. সড়ক। এটি উদ্বোধন করা হয় ১৩ আগস্ট,২০১৬ সালে।
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮০ কি.মি.।
বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু
সেতু | যে নদীর উপর নির্মিত | অবস্থান |
খান জাহান আলী (রঃ) | রূপসা | খুলনা- বাগেরহাট |
আব্দুর রব সেরনিয়াবাত সেতু | কীর্তনখোলা | বরিশাল |
কীন সেতু | সুরমা | সিলেট |
শাহ আমানত সেতু | কর্ণফুলী | চট্টগ্রাম |
শেখ হাসিনা ধরলা সেতু | ধরলা | কুড়িগ্রাম-লালমনিরহাট |
বঙ্গবন্ধু সেতু
যমুনা নদীর উপর নির্মিত বাংলাদেশের বৃহত্তম সড়ক ও রেলসেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি। পিলারের সংখ্যা ৫০টি। স্প্যানের সংখ্যা ৪৯টি। লেন ৪টি। পাইলের সংখ্যা ১২১। এর আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।
পদ্মা সেতু
- মাওয়া (মুন্সিগঞ্জ) – জাজিরা (শরীয়তপুর) পয়েন্টে নির্মাণাধীন পদ্মা সেতু হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬.১৫ কিমি। প্রস্থ ১৮.১০ মিটার এবং লেন হবে ৪টি।
- পদ্মা সেতুর পিলারের সংখ্যা ৪২, স্প্যানের সংখ্যা ৪১। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০মিটার। সব মিলিয়ে পাইলের সংখ্যা ২৯৪।
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী শাসন ও মূল সেতু কাজের উদ্বোধন করেন।
- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর মধ্য দিয়ে স্প্যান বসানোর কার্যক্রম শুরু করা হয়। ৪১ তম তথা শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে।
- পদ্মা সেতু ঢাকার সাথে ২১টি জেলাকে যুক্ত করবে।
বিভিন্ন দেশের বিমান সংস্থা
দেশ | বিমান সংস্থা |
বাংলাদেশ | বিমান বাংলাদেশ এয়ালাইন্স লিমিটেড |
ইন্দোনেশিয়া | গারুদা |
সৌদি আরব | সাউদিয়া |
স্পেন | ইবিরিয়া |
নেদারল্যান্ডস | রয়্যাল ডাচ এয়ারলাইন্স |
জার্মানি | লুফথানসা |
গ্রিস | অলিম্পিক এয়ার |
ডেনমার্ক | স্ক্যান্ডেনেভিয়ান এয়ারলাইন্স সিস্টেম |
সুইজারল্যান্ড | সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স |
ফিনল্যান্ড | ফিন এয়ার |
রাশিয়া | এরোফ্ল্যাট |
যুক্তরাষ্ট্র | আমেরিকান এয়ারলাইন্স |
পোল্যান্ড | এল.ও.টি (LOT) |
যুক্তরাজ্য | ব্রিটিশ এয়ারওয়েজ |
অস্ট্রেলিয়া | কান্টাস |
বিশ্বের পরিবহণ ব্যবস্থা
ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে (রাশিয়া) |
|
কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট |
|
ক্যামডো বাংদা বিমানবন্দর (তিব্বত) |
|
ইংলিশ চ্যানেল |
|
গথার্ড বেস টানেল |
|
দানিয়ং কুনসান গ্রান্ড সেট (চীন) |
|
আরো কিছু তথ্য
- বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমান বন্দর।
- ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্ট নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
- হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- ACARS এর পূর্ণরূপ হলো Aircraft Communications Addressing and Reporting System।
- এয়ারব্রান্ড রেডিও ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এয়ারক্রাফট কিংবা ভূ-কেন্দ্রের তথ্য আদানপ্রদানের ডিজিটাল পদ্ধতিই হলো ACARS.
সমুদ্র আইন ও আদালত
- ITLOS এর পূর্ণ রুপ International Tribunal for the Law of the Sea.
- সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত ১৯৮২ সালের ১০ ডিসেম্বর “সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন” এ স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। ২১ জন বিচারক নিয়ে এটি গঠিত।
- ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ ও মিয়ানমার এর সমুদ্রসীমা মামলার রায় দেওয়া হয় ITLOS এ।
- স্থায়ী সালিশি আদালতে ৭ জুলাই ২০১৪ বাংলাদেশ ও ভারত এর সমুদ্রসীমা মামলার রায় ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশ পায় ৮ জুলাই। এর সদর দপ্তর জার্মানীর হামবার্গ শহরে।
দেশ | বন্দর | দেশ | বন্দর |
হংকং | হংকং | স্কটল্যান্ড | গ্লাসগো |
মায়ানমার | আকিয়াব, ইয়াঙ্গুন | ফ্রান্স | মার্শেই |
ইরান | বন্দর আব্বাস | পোল্যান্ড | ডানজিগ |
মরক্কো | ক্যাসাব্লাঙ্কা | লিবিয়া | বেনগাজী |
ফিলিপাইন | ম্যানিলা, দাভাও সিটি | কানাডা | মন্ট্রিল, কুইবেক |
ইয়েমেন | এডেন | অস্ট্রেলিয়া | ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন, ডারউইন |
পর্তুগাল | লিসবন | নিউজিল্যান্ড | ওয়েলিংটন, অকল্যান্ড |