10 Minute School
Log in

তথ্য ও যোগাযোগ ব্যবস্থা

বাংলাদেশের ডাকব্যবস্থা (Postal System of Bangladesh)

  • আরবদের অনুকরণে ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন সুলতান কুতুবউদ্দীন আইবেক।
  • শের শাহ ‘রানার’ এর প্রচলন বাদ দিয়ে ভারতবর্ষে শুধুমাত্র ঘোড়ার ডাক প্রচলন করেন।
  • শেরশাহ ১,৭০০টি ডাকঘর নির্মাণ করেন এবং ঘোড়াসহ প্রায় ৩,৪০০ জন বার্তাবাহক নিযুক্ত করেন।
  • উপমহাদেশে ডাক সার্ভিস বা জিপিও চালু করা হয় ১৭৭৪ সালে। এর উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস
  • বাংলাদেশের মুজিবনগর সরকার ডাকটিকিট প্রকাশ করেছিল ১৯৭১ সালে ২৬ জুলাই।
  • মুজিবনগর সরকারের প্রাথমিক ডাকটিকেটের ডিজাইন করেছিলেন বিমান মল্লিক
  • মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত ডাকটিকিট ছিল ৮টি।
  • স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটের মূল্যমান ছিল ২০ পয়সা।
  • স্বাধীনতার পরের ডাকটিকেটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ।
  • বাংলাদেশের ডাক বিভাগের নিয়ন্ত্রণে ‘নগদ’ নামক একটি ডিজিটাল আর্থিক সেবা চালু করে ২০১৮ সালে।

বিশ্ব ডাক ব্যবস্থা (World Postal System)

  • বিশ্বের প্রথম ডাকটিকেটের নাম পেনি ব্ল্যাক। পেনি ব্ল্যাক ডাকটিকেট প্রকাশিত হয় ১লা মে, ১৮৪০ সালে, যুক্তরাজ্যে। পেনি ব্ল্যাক ডাকটিকেটে রাণী ভিক্টোরিয়ার ছবি ছিল।
  • ১৮৩৫ সালে রোল্যান্ড হিল আধুনিক পোস্ট অফিসের ধারণা দিয়ে ‘পোস্ট অফিস রিফর্ম’ প্রকাশ করেন। তাকে আধুনিক পোস্ট অফিস ধারণার প্রবক্তা বলা হয়।
  • গ্রেট ব্রিটেনের ডাকটিকেটে দেশের নাম লিখা থাকে না।
  • জাপানের ডাকটিকেটে নাম লেখা থাকে নিপ্পন
  • বিশ্বে এয়ার মেইল চালু করা হয় ১৯১১ সালে। এয়ার মেইল সার্ভিস চালু হয় কানাডাতে। রুট ছিল মন্ট্রিল থেকে টরন্টো।
  • পোস্টকার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৮৬৯ সালে

বাংলাদেশের টেলিযোগাযোগ (Telecommunication in Bangladesh)

  • বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ৪ জানুয়ারি ১৯৯০ সালে রংপুরের মিঠাপুকুরে।
  • ঢাকায় প্রথম সেলুলার টেলিফোন চালু হয় ৮ আগস্ট, ১৯৯৩।
  • বাংলাদেশ টিএন্ডটি চারটি অঞ্চলে বিভক্ত। এগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা।
  • “বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)-কে “বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)”-এ পরিণত করা হয় ২০০৮ সালের ১লা জুলাই।
  • বাংলাদেশের ইন্টারনেট কান্ট্রি কোড .bd ১৯৯৯ সালে চালু হয়।
  • বাংলাদেশের সাথে টেলিযোগাযোগ সম্পর্ক নাই ইসরায়েল-এর।
  • বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বায়োমেট্রিক পদ্ধিতে সিমকার্ড নিবন্ধন শুরু করে বাংলাদেশ।
  • বাংলাদেশের সরকারি সেলুলার ফোন অপারেটর টেলিটক।
  • বাংলাদেশের প্রথম বেসরকারি সেলুলার ফোন অপারেটর সিটিসেল।

টেলিযোগাযোগ সম্পর্কিত শব্দ সংক্ষেপ

BTCL: Bangladesh Telecommunication Company Limited

BTRC: Bangladesh Telecommunication Regulatory Commission.

GSM: Global System for Mobile Communication.

MMS: Multimedia Message Service.

SMS: Short Message Service.

SIM: Subscriber Identity Module

বাংলাদেশের সাবমেরিন ক্যাবল সম্পর্কিত কিছু তথ্য

  • বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড সি-মি-উই ৪ এবং সি-মি-উই ৫ নামক দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য।
  • বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় ২১ মে ২০০৬।
  • বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 5 এ যুক্ত হয় ১০ সেপ্টেম্বর ২০১৭।
  • সি-মি-উই ৪ এর জন্য বিএসসিসিএল-এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে।
  • সি-মি-উই ৫ এর জন্য বিএসসিসিএল-এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে কুয়াকাটাতে।

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা

রেল যোগাযোগ

  • ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় দর্শনা হতে কুষ্টিয়া পর্যন্ত।
  • স্বাধীনতার পর ১৯৮৬ সালে রেল দপ্তর আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে।
  • বাংলাদেশের রেলওয়ে কারখানা ৬টি। সবচেয়ে বড় রেল কারখানা সৈয়দপুরে।
  • দেশের বৃহত্তম রেলস্টেশন কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই
  • দ্বিতীয় বৃহত্তম রেল সেতু ভৈরব সেতু

বাংলাদেশ নৌ যোগাযোগ

  • বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন এর সদর দপ্তর ঢাকায়।
  • বাংলাদেশে সারাবছর নৌচলাচল উপযোগী পথ প্রায় ৫৪০০ কিলোমিটার।
  • বাংলাদেশে মোট অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে ৮৪০০ কিলোমিটার।
  • ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অবস্থিত চট্টগ্রামে।
  • বাংলাদেশ মেরিন একাডেমি অবস্থিত জলদিয়া, চট্টগ্রামে।
  • বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা।
  • জাতীয় পতাকাবাহী প্রথম জাহাজ হলো ‘বাংলার দূত’।
  • বাংলাদেশ ৪১ তম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়।

বাংলাদেশ বিমান যোগাযোগ

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয় ৪ জানুয়ারি ১৯৭২ সালে।
  • ৪ মার্চ, ১৯৭২ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় ঢাকা- লন্ডন-ঢাকা রুটে।
  • দেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গলকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয় ১৯৯৫ সালে।
  • বেসামরিক বিমান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ৩টি আন্তর্জাতিক ও ১২টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।
  • আন্তর্জাতিক তিনটি বিমানবন্দর- হযরত শাহজালাল(রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
  • দেশের প্রধানতম আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় ১৯৮০ সালে, এর নতুন নামকরণ করা হয় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর (২৩ ফেব্রুয়ারি, ২০১০)।
  • বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা। ডিজাইনার কামরুল হাসান।
  • বাংলাদেশ বিমানের স্লোগান “আকাশে শান্তির নীড়”
  • বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থা নাম এরো বেঙ্গল এয়ারলাইন্স।

বাংলাদেশের সড়ক যোগাযোগ

  • দেশে মোট যাত্রী পরিবহনের প্রায় ৭০% এবং পণ্য পরিবহনের প্রায় ৬০% সড়ক পথে পরিচালিত হয়।
  • বাংলাদেশের মোট সড়কের দৈর্ঘ্য ২১,৫৯৫.৪৯৩ কিমি।
  • রাঙ্গামাটি জেলা শহরে রিক্সা চলাচল করে না।
  • ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর তত্ত্বাবধানে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কি.মি. মেট্রোরেল নির্মাণাধীন রয়েছে। মেট্রোরেলে ১৬টি স্টেশন থাকবে।
  • দেশের প্রথম ৮ লেনের সড়ক যাত্রাবাড়ি থেকে কাঁচপুরের ৭ কি.মি. সড়ক। এটি উদ্বোধন করা হয় ১৩ আগস্ট,২০১৬ সালে।
  • কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮০ কি.মি.।

বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু 

সেতু যে নদীর উপর নির্মিত অবস্থান
খান জাহান আলী (রঃ) রূপসা খুলনা- বাগেরহাট
আব্দুর রব সেরনিয়াবাত সেতু কীর্তনখোলা বরিশাল
কীন সেতু সুরমা সিলেট
শাহ আমানত সেতু কর্ণফুলী চট্টগ্রাম
শেখ হাসিনা ধরলা সেতু ধরলা কুড়িগ্রাম-লালমনিরহাট

বঙ্গবন্ধু সেতু

যমুনা নদীর উপর নির্মিত বাংলাদেশের বৃহত্তম সড়ক ও রেলসেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি। পিলারের সংখ্যা ৫০টি। স্প্যানের সংখ্যা ৪৯টি। লেন ৪টি। পাইলের সংখ্যা ১২১। এর আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।

পদ্মা সেতু

  • মাওয়া (মুন্সিগঞ্জ) – জাজিরা (শরীয়তপুর) পয়েন্টে নির্মাণাধীন পদ্মা সেতু হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু।
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬.১৫ কিমি। প্রস্থ ১৮.১০ মিটার এবং লেন হবে ৪টি।
  • পদ্মা সেতুর পিলারের সংখ্যা ৪২, স্প্যানের সংখ্যা ৪১। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০মিটার। সব মিলিয়ে পাইলের সংখ্যা ২৯৪।
  • ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী শাসন ও মূল সেতু কাজের উদ্বোধন করেন।
  • ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর মধ্য দিয়ে স্প্যান বসানোর কার্যক্রম শুরু করা হয়। ৪১ তম তথা শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে।
  • পদ্মা সেতু ঢাকার সাথে ২১টি জেলাকে যুক্ত করবে।

বিভিন্ন দেশের বিমান সংস্থা

দেশ বিমান সংস্থা
বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ালাইন্স লিমিটেড
ইন্দোনেশিয়া গারুদা
সৌদি আরব সাউদিয়া
স্পেন ইবিরিয়া
নেদারল্যান্ডস রয়্যাল ডাচ এয়ারলাইন্স
জার্মানি লুফথানসা
গ্রিস অলিম্পিক এয়ার
ডেনমার্ক স্ক্যান্ডেনেভিয়ান এয়ারলাইন্স সিস্টেম
সুইজারল্যান্ড সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স
ফিনল্যান্ড ফিন এয়ার
রাশিয়া এরোফ্ল্যাট
যুক্তরাষ্ট্র  আমেরিকান এয়ারলাইন্স
পোল্যান্ড এল.ও.টি (LOT) 
যুক্তরাজ্য ব্রিটিশ এয়ারওয়েজ
অস্ট্রেলিয়া কান্টাস

বিশ্বের পরিবহণ ব্যবস্থা 

ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে (রাশিয়া)
  • বিশ্বের দীর্ঘতম রেলপথ।
  • ট্রান্স সাইবেরিয়ান একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে।
  • মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে।
কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
  • ক্ষেত্রফলের দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ এয়ারপোর্ট। এর ক্ষেত্রফল ৭৭৬ বর্গকিমি।
  • এটি সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত।
  • উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র এই এয়ারপোর্ট এয়ারবেইজ হিসেবে ব্যবহার করেছিল।
ক্যামডো বাংদা বিমানবন্দর (তিব্বত)
  • বিশ্বের সবচেয়ে লম্বা রানওয়ে এই বিমানবন্দরের।
  • রানওয়ের দৈর্ঘ্য ৫৫০০ মিটার। 
ইংলিশ চ্যানেল
  • ইংলিশ চ্যানেল ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনকে পৃথক করেছে। উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।
  • ফরাসিরা একে লা মঁশ নামে ডাকেন। লা মঁশ অর্থ কোটের হাতা। এর দৈর্ঘ্য ৫৬০কিমি।
  • ১৯৮০-র দশকের মাঝামাঝিতে এসে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে যোগাযোগের জন্য টানেলের খননকাজ শুরু হয়।
  • ১৯৯৪ সালে কাজটি সমাপ্ত হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
  • এই টানেলের নাম – চ্যানলে বা ইউরো টানেল বা চ্যানেল টানেল। টানেলের দৈর্ঘ্য ৫০.৪৫ কি.মি.।
গথার্ড বেস টানেল
  • বিশ্বের দীর্ঘতম রেল এবং গভীরতম যানবাহন চলাচলের সুড়ঙ্গ।
  • সইজারল্যান্ডের আল্পস পর্বতমালার মধ্য দিয়ে এই টানেল বা সুড়ঙ্গটি গিয়েছে।
  • সুড়ঙ্গটি ১ জুন ২০১৬ সালে খোলা হয় এবং ১১ ডিসেম্বর ২০১৬ সালে সম্পূর্ণ পরিষেবা শুরু হয়।
দানিয়ং কুনসান গ্রান্ড সেট (চীন)
  • বিশ্বের দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য ১৬৪.৮ কিমি।
  • সেতুটি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সাংহাই এবং নানজিং-এর মধ্যবর্তী রেল লাইনে অবস্থিত।

আরো কিছু তথ্য

  • বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমান বন্দর।
  • ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্ট নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
  • হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
  • ACARS এর পূর্ণরূপ হলো Aircraft Communications Addressing and Reporting System।
  • এয়ারব্রান্ড রেডিও ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এয়ারক্রাফট কিংবা ভূ-কেন্দ্রের তথ্য আদানপ্রদানের ডিজিটাল পদ্ধতিই হলো ACARS.

সমুদ্র আইন ও আদালত

  • ITLOS এর পূর্ণ রুপ International Tribunal for the Law of the Sea.
  • সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত ১৯৮২ সালের ১০ ডিসেম্বর “সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন” এ স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। ২১ জন বিচারক নিয়ে এটি গঠিত।
  • ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ ও মিয়ানমার এর সমুদ্রসীমা মামলার রায় দেওয়া হয় ITLOS এ।
  • স্থায়ী সালিশি আদালতে ৭ জুলাই ২০১৪ বাংলাদেশ ও ভারত এর সমুদ্রসীমা মামলার রায় ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশ পায় ৮ জুলাই। এর সদর দপ্তর জার্মানীর হামবার্গ শহরে।
দেশ বন্দর দেশ বন্দর
হংকং হংকং স্কটল্যান্ড গ্লাসগো
মায়ানমার আকিয়াব, ইয়াঙ্গুন ফ্রান্স মার্শেই
ইরান বন্দর আব্বাস পোল্যান্ড ডানজিগ
মরক্কো ক্যাসাব্লাঙ্কা লিবিয়া বেনগাজী
ফিলিপাইন ম্যানিলা, দাভাও সিটি কানাডা মন্ট্রিল, কুইবেক
ইয়েমেন এডেন অস্ট্রেলিয়া ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন, ডারউইন
পর্তুগাল লিসবন নিউজিল্যান্ড ওয়েলিংটন, অকল্যান্ড