আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা | International Economic Organization
ব্রেটন উডস সম্মেলন (১৯৪৪)
১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ ও বিশ্বব্যাংক।
World Bank:
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সদস্য সংখ্যা: ১৮৯।
- সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি. , যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংকের দুইটি অংশ- IBRD ও IDA।
IDA | নিম্নআয়ের উন্নয়নশীল দেশগুলোতে সবচেয়ে সস্তা ঋণ দিয়ে থাকে বিশ্ব ব্যাংক এই সংস্থার মাধ্যমে। তাদের এই ঋণকে বলা হয় Soft Loan window. |
IBRD | এটি মধ্যম আয়ের দেশ উন্নয়নশীল দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা দেয়। |
International Finance Corporation
- প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে।
- সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সদস্য সংখ্যা: ১৮৫।
- আইএফসি মূলত বিভিন্ন দেশের প্রাইভেট সেক্টরে আর্থিক বিনিয়োগ ও সহায়তা করে থাকে।
International Centre for Settlement of Investment Disputes
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- সদর দপ্তর – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংক গ্রুপের এই সংস্থাটি বিনিয়োগ সংক্রান্ত কোনো বিরোধের মীমাংসা এবং নিষ্পত্তি সাধন করে থাকে।
Multilateral Investment Guarantee Agency
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে।
- সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সদস্য সংখ্যা: ১৮১।
- মিগা রাজনৈতিক ঝুঁকির ইন্সুরেন্স দিয়ে থাকে।
- এই ইন্সুরেন্সের মাধ্যমেই বিভিন্ন উন্নত দেশ বা প্রতিষ্ঠানকে উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ ও ব্যবসা করতে উৎসাহিত করা হয়।
International Monetary Fund
- প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
- সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সদস্য সংখ্যা: ১৯০।
- জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।
United Nations Conference on Trade and Development
জাতিসংঘের অন্যান্য অর্থনৈতিক বিষয়ক সংস্থা
UNCTAD- United Nations Conference on Trade and Development
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৪ সাল।
- সদস্য সংখ্যা- ১৯৫।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- উন্নয়নশীল দেশগুলো যাতে কার্যকরীভাবে এবং ন্যায্যভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে পারে সে জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে এই সংস্থাটি।
- বর্তমানে ৮০টি দেশে ২১৮টি প্রজেক্ট চালু রয়েছে।
G7
- জি-৭ , গ্রুপ অফ সেভেন।
- প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সাল।
- সদর দপ্তর- নেই।
- সদস্য সংখ্যা- ৭।
- জি-৭ এর সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালি, কানাডা, জার্মানি, ফ্রান্স।
- জি- ৭ বা গ্রুপ অফ ৭ হচ্ছে শিল্পোন্নত ৭ টি দেশের একটি সংগঠন। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। এরা বৈশ্বিক সম্পদের শতকরা ৬৪ ভাগের প্রতিনিধি।
G20
- জি-২০, গ্রুপ অফ টুয়েন্টি।
- প্রতিষ্ঠাকাল- ১৯৯৯ সাল।
- সদস্য সংখ্যা- ২০ (১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- জি-২০ বা গ্রুপ অফ ২০ হলো বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন।
- উদ্দেশ্য- বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রীকরণ করা। বর্তমানে ইতালি জি-২০ এর সভাপতিত্বের দায়িত্ব পালন করছে।
G77
- জি-৭৭, গ্রুপ অফ ৭৭।
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৪।
- সদর দপ্তর- নেই।
- সদস্য সংখ্যা: ১৩৪।
- জি-৭৭ হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংগঠন। প্রতিষ্ঠার সময় ৭৭টি দেশ ছিলো বলেই এর নামকরণ করা হয়েছে জি-৭৭। তবে বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৭ নয়, ১৩৪টি উন্নয়নশীল দেশ।
BRICS
- BRICS- Brazil, Russian, India, China, South Africa
- প্রতিষ্ঠাকাল- ২০০৯।
- সদস্য সংখ্যা- ৫।
- ব্রিকসে অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর উল্লেখযোগ্য প্রভাব। পাঁচটি রাষ্ট্রই জি-২০-এর সদস্য। ২০১৩ সালের তথ্যানুসারে বৈশ্বিক জিডিপির ২৭% ব্রিকসের সদস্য দেশ প্রতিনিধিত্ব করে।
European Free Trade Association
- প্রতিষ্ঠাকাল- ১৯৬০।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা- ৪।
- EFTA হলো আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড এই চারটি দেশ নিয়ে গঠিত একটি মুক্ত ও একক বাজার অর্থনৈতিক অঞ্চল। EFTA পণ্যদ্রব্যে বিশ্বের নবম বৃহত্তম বাজার।
Asian Pacific Economic Cooperation
- প্রতিষ্ঠাকাল- ১৯৮৯ সাল।
- সদর দপ্তর- সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা- ২১।
- এপেক এর উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে পারস্পরিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি। প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে বাজারভিত্তিক অর্থনীতিকে আরো জোরদার করার লক্ষ্যে কাজ করে।
South Asian Association for Regional Cooperation
- প্রতিষ্ঠাকাল- ১৯৮৫ সাল।
- সদর দপ্তর- কাঠমান্ডু, নেপাল।
- সদস্য সংখ্যা- ৮।
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এই আঞ্চলিক সংস্থাটি গঠিত হয়।
- SAPTA- South Asian Preferential Trading Agreement। চুক্তি স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল, ১৯৯৩ সালে এবং কার্যকর হয় ৭ ডিসেম্বর, ১৯৯৫ সালে। সার্কভুক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে সেটিই হচ্ছে সাপটা।
- SAFTA- South Asian Free Trade Area চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি, ২০০৪ সালে এবং কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে। লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য সৃষ্টি।
Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Cooperation
- প্রতিষ্ঠাকাল- ৬ জুন, ১৯৯৭।
- সদস্য সংখ্যা- ৭।
- সদর দপ্তর- ঢাকা।
- সদস্য রাষ্ট্র- বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
- বিমসটেক এর উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।
Asian Development Bank
- প্রতিষ্ঠিতাকাল- ১৯৬৬।
- সদর দপ্তর- ম্যানিলা, ফিলিপাইন।
- সদস্য সংখ্যা: ৬৮।
- বিশ্বব্যাংকের প্রায় সমরূপ ধাঁচে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ব্যাংকের সর্বোচ্চ নীতি-নির্ধারক হিসেবে ১২ সদস্যের বোর্ড অব গভর্নর রয়েছে। এদের মধ্যে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ৮ জন এবং বহিঃবিশ্ব থেকে ৪ জন অন্তর্ভুক্ত হয়।
Islamic Development Bank
- প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সাল।
- সদর দপ্তর- জেদ্দা, সৌদি আরব।
- সদস্য সংখ্যা: ৫৭।
- ব্যাংকটির সদস্য হওয়ার মূল শর্ত হলো সদস্যপদপ্রার্থী দেশটিকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য হতে হবে। ব্যাংকটি বিনা সুদে ঋণ প্রদান করে থাকে।
African Development Bank
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৪ সাল।
- সদর দপ্তর- আবিদজান, আইভরি কোস্ট।
- সদস্য সংখ্যা- ৮০।
- আফ্রিকান অঞ্চলের দারিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে এই ব্যাংক পাবলিক ও প্রাইভেট বিভিন্ন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করে। এই ব্যাংকের সাথে আফ্রিকার ৫৪টি দেশের পাশাপাশি আফ্রিকার বাইরেরও ২৬টি দেশ যুক্ত আছে।