10 Minute School
Log in

অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য | Territorial features

পৃথিবীর অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য | Territorial Features of The World

পৃথিবীর ভূ-ত্বক

  • পৃথিবীর বহিরাবরণকে বলা হয় ভূ-ত্বক, ভূ-পৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূ-ত্বক।
  • ভূ-পৃষ্ঠের নিকটতম স্তর হলো ট্রপোস্ফিয়ার।
  • বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম স্ট্রাটোস্ফিয়ার। 
  • ওজোন স্তর অবস্থিত স্ট্রাটোস্ফিয়ার মণ্ডলে।
  • বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হলো এক্সোস্ফিয়ার।

ভূত্বকের প্রধান উপাদানসমূহ 

  • ভূ-ত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন

ভূ-ত্বকে অবস্থিত উপাদানসমূহের পরিমাণ

  • অক্সিজেন ৪৬.৬%
  • সিলিকন ২৭.৭%
  • অ্যালুমিনিয়াম ৮.১%
  • আয়রন ৫.১%
  • ক্যালসিয়াম ৩.৭%
  • সোডিয়াম ২.৮%
  • পটাসিয়াম ২.৬%
  • ম্যাগনেসিয়াম ২.১%
  • ভূত্বকের পুরুত্ব খুবই কম, গড় ২০ কি.মি.
  • পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধাতু রয়েছে- অ্যালুমিনিয়াম ধাতু (Al) 
  • চুনাপাথর পরিবর্তিত হয়ে পরিণত হয় মার্বেলে।

মালভূমি

  • পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো মালভূমি।

দ্রাঘিমাংশ

  • গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলা হয়। 
  • প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় ৪ মিনিট।

দ্রাঘিমা রেখা

  • যে নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না সেটি হচ্ছে দ্রাঘিমা রেখা।
  • মানমন্দিরের পূর্বে গেলে সময় যোগ করতে হয় আর পশ্চিমে গেলে সময় বিয়োগ করতে হয়।
  • বাংলাদেশের স্থানীয় সময় নির্ধারণের জন্য গ্রিনিচ প্রমাণ সময়ের সঙ্গে ৬ ঘণ্টা যোগ করা হয়।

প্রতিপাদ স্থান

  • যে কোনো দুটি প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা।
  • ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।

আহ্নিক গতি

  • দিন-রাত্রি সংগঠিত হয়,সমুদ্রস্রোত ও জোয়ার-ভাটা সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে।
  • পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। 

অনুসূর

  • ১-৩ জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয়। পৃথিবী ও সূর্যের এ অবস্থানকে অনুসূর বলে।

ভূত্বকের উপাদানসমূহ

  • সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা।
  • সবচেয়ে নরম খনিজ হলো টেলক (Caesium)।
  • বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি ওজোস ডেল স্যালাডো (উচ্চতা ৬৮৯৩ মিটার) যার অবস্থান চিলি ও আর্জেন্টিনাতে।
  • ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালা আল্পস।
  • সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপে কাজ করার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির ডুবোজাহাজ হলো ব্যথিস্কোপ।

পৃথিবীর জলাশয় (WATER BODIES OF THE EARTH)

জলাশয়

  • পৃথিবীর তলদেশে প্রাকৃতিক জলের পাশাপাশি পৃথিবীর ভূত্বকের উপরের স্তরে জলের আধারকে জলাশয় বলে। 

মহাসাগর

  • পৃথিবীতে মোট মহাসাগর ৫টি।
  • পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
  • পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
  • গ্রেট ব্যারিয়ার রীফ অবস্থিত প্রশান্ত মহাসাগরে।
  • পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর।
  • আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর দক্ষিণ মহাসাগর।

সাগর

  • মহাসাগরের চেয়ে আয়তনে ছোট জলরাশিকে বলে সাগর।
  • পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীনা সাগর।
  • বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর।
  • ‘ডেড সি’ বা মৃত সাগর অবস্থিত জর্ডানে।

উপসাগর

  • তিন দিক স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে বলে উপসাগর।
  • পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর।

হ্রদ

  • চারদিকে স্থল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে বলে হ্রদ।
  • পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, অবস্থান – ইউরেশিয়া।
  • পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ।
  • সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই পাঁচটি হ্রদকে একত্রে বলে গ্রেট লেকস। অবস্থিত উত্তর আমেরিকায়।

উপদ্বীপ

  • জলাভূমি বেষ্টিত একটি ভূ-খণ্ড যা একটি সরু ভূ-খণ্ডের মাধ্যমে মূল ভূ-খণ্ডের সাথে যুক্ত থাকে তাকে বলে উপদ্বীপ।

নদী

  • পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ।
  • ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ।
  • নীলনদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে।
  • পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন।
  • পৃথিবীর বৃহত্তম (প্রশস্ততম) নদী হলো আমাজন।
  • আমাজান পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে।
  • ভলগা নদী অবস্থিত রাশিয়ায়।
  • টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম দজলা ও ফোরাত।

দ্বীপ

  • পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ।
  • জাপানের রাজধানী টোকিও অবস্থিত হনসু দ্বীপে (জাপান সাগরে)।
  • ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত লুজন দ্বীপে।
  • বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরু।
  • ওয়েস্ট ইন্ডিজ কয়েকটি দ্বীপসমষ্টির নাম যার অবস্থান ক্যারিবিয়ান সাগরে।

বিরোধপূর্ণ দ্বীপ

  • আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত, যা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে।
  • রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ- কুড়িল দ্বীপ ও শাখালিন দ্বীপ।

স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ দুটি দেশ নিয়ে গঠিত- 

  1. নরওয়ে 
  2.  সুইডেন
  • শ্রীলংকার মুসলমান অধ্যুষিত একটি দ্বীপ মান্নার দ্বীপ।
  • ইতালি ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ।
  • সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে। 
  • উত্তমাশা অন্তরীপ- দক্ষিণ আফ্রিকা গার্দাফুই অন্তরীপ সোমালিয়ার অগ্রভাগে।
  • বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ।

নদী তীরবর্তী শহরসমূহ

  1. হাডসন নদী তীরবর্তী শহর নিউইয়র্ক।
  2. টেমস নদী তীরবর্তী শহর লন্ডন।
  3. টিবার নদী তীরবর্তী শহর রোম।
  4. সিন নদী তীরবর্তী শহর প্যারিস।

 প্রণালী

প্রণালী পৃথক করেছে সংযুক্ত করেছে
পক প্রণালী ভারত – শ্রীলংকা ভারত মহাসাগর – আরব সাগর
বেরিং প্রণালী এশিয়া – আমেরিকা চুকচি সাগর – বেরিং সাগর
জিব্রাল্টার প্রণালী আফ্রিকা – ইউরোপ উত্তর আটলান্টিক – ভূমধ্যসাগর
বসফরাস প্রণালী এশিয়া – ইউরোপ মরমর সাগর – কৃষ্ণ সাগর
দার্দানেলিস প্রণালী এশিয়া – ইউরোপ ইজিয়ান সাগর – মর্মর সাগর
বাব-আল মান্দেব প্রণালী এশিয়া – আফ্রিকা এডেন – লোহিত সাগর
ইংলিশ চ্যানেল ফ্রান্স – ইংল্যান্ড আটলান্টিক – উত্তর সাগর
হরমুজ প্রণালী ইরান – সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগর – ওমান উপসাগর
ফরমোজা প্রণালী তাইওয়ান – চীন পূর্ব চীন সাগর – টংকিং সাগর
মালাক্কা প্রণালী সুমাত্রা – মালয়েশিয়া আন্দামান সাগর – জাভা সাগর