10 Minute School
Log in

ইন্টারনেট (Internet)

আন্তর্জাল বা Internet

  • আন্তর্জাল বা ইন্টারনেট (Internet) হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবংযেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।
  • ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক (interconnected network) এর সংক্ষিপ্ত রূপ।

ইন্টারনেট এর ইতিহাস ( History of Internet)

  • ১৯৬০ইং সালে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি বা আরপা (ARPA) পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে।
  • ১৯৬২ইং সালে MIT এর জন্যে Global Network এর প্রস্তাব করা হয়, যার ফলে DARPA (Defense Advanced Research Projects Agency) Global Network এর তৈরির জন্য কাজ শুরু করে।
  • ১৯৬৯ইং সালে ইন্টারনেট প্রথম চালু হয়। তবে ১৯৯৪ ইং সালে ‘ইন্টারনেট’ শব্দটি প্রথম ব্যবহার করা হয়। 
  • ১৯৬৯ইং সালে DARPA পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে।
  • প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই Network আরপানেট নামে পরিচিত ছিল।

এতে প্রাথমিকভাবে যুক্ত

  1. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
  2. ইউনিভার্সিটি অফ ক্যালিফোরনিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস
  3. ইউনিভার্সিটি অফ ক্যালিফোরনিয়া অ্যাট স্যান্টা বারবারা
  4. ইউনিভার্সিটি অফ ইউটাহ

Internet সম্পর্কিত আরও কিছু তথ্য

  • ১৯৮৩ইং সালে সারা বিশ্বের জন্য ওপেন করা হয়।
  • বাংলাদেশে ১৯৯৬ সালে প্রথম ইন্টারনেট চালু করা হয়।

ISP

  • ISP এর পূর্ণরূপ হল Internet Service Provider. ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সমূহ আইএসপি নামে পরিচিত।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)

  • সংক্ষিপ্তরূপ “দি ওয়েব”।
  • ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার।
  • WWW হল ইন্টারনেট দিয়ে দেখার যোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভান্ডার।
  • ১৯৮৯ সালের মার্চে ইংরেজ পদার্থবিদ টিম বার্নাস লি এর প্রস্তাবনা থেকেই WWW এর উৎপত্তি।
  • ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়ায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত।
  • ওয়েব পেজ তৈরিতে HTML (Hyperlink Text Markup Language) নামক এক ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়।
  • একে ইন্টারনেট এর মাল্টিমিডিয়াও বলা হয়।

ইন্টারনেট প্রটোকল (Internet Protocol) 

  • প্রটোকল হচ্ছে কিছু নিয়মের সমষ্টি।
  • দুটি ডিভাইস বা সিস্টেম যখন ডেটা আদানপ্রদান করে তখন তাদের এই নিয়ম মানতে হয়।
  • প্রত্যেকটা রিকোয়েস্ট আর উত্তরের ফরম্যাটও প্রটোকলের মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া থাকে।

টিসিপি / আইপি

  • ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইংরেজি: Transmission Control Protocol বা সংক্ষেপে টিসিপি,
  • টিসিপি নির্ভরতার সাথে বাইট স্ট্রিম পরিবহন করতে পারে, যে কারণে এটি ফাইল ট্রান্সফার ও ই-মেইলের মত কাজে বিশেষভাবে উপযোগী।
  • এটি ইন্টারনেট প্রোটোকল স্যুটের এতই গুরুত্বপূর্ণ অংশ যে, পুরো স্যুট-টিকেই একত্রে TCP/IP বলা হয়।
  • এটি ট্রান্সপোর্ট লেয়ার এ থাকে। ওয়েব ব্রাউজার গুলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
  • এর সার্ভারগুলোর সাথে সংযোগ স্থাপনের সময় TCP ব্যবহার করে।
  • ই-মেইল পাঠাতে এবং এক স্থান হতে অন্য স্থানে ফাইল স্থানান্তর করার সময় ব্যবহার করা হয়।
  • সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে কত আকারের মেসেজ বাইট যাবে এবং কী হারে যাবে তাও এই প্রটোকল নির্ধারণ করে।
  • যেসব অ্যাপ্লিকেশনের TCP এর মত নিরাপদ সংযোগের প্রয়োজন হয়না, সেসব অ্যাপ্লিকেশন TCP এর বদলে সংযোগ বিহীন ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বা UDP ব্যবহার করে 

ইমেইল

  • ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা
  • ১৯৭১ (RFC 561) খ্রিষ্টাব্দে তদানীন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।
  • কোনো ইমেইল ঠিকানায় User Identity এবং Domain Name এর মাঝে অবশ্যই @ চিহ্নটি থাকবে।
  • ই-মেইলগুলো প্রথমে বিনিময় হত এফটিপি (ফাইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে।
  • এখন এসএমটিপি (সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে বিনিময় করা হয়।
  • এসএমটিপি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে(RFC 821)।

একটি ই-মেইল বার্তা তিনটি অংশ নিয়ে গঠিত-

  1. বার্তার খাম বা
  2. মোড়ক
  3. বার্তার হেডার বা মূল বার্তা
  • হেডার মেইল নিয়ন্ত্রণের তথ্য বহন করে,
  • উৎপত্তিগতভাবে বার্তায় লেখা হল যোগাযোগের মাধ্যম কিন্তু ই-মেইল এখন মাল্টিমিডিয়াও পাঠাতে পারে এবং এটাচমেন্ট (সংযুক্তি) সংযুক্ত করতে পারে।
  • আরএফসি RFC (Request for Comments) ২০৪৫ থেকে ২০৪৯ এ পাঠানোর একটি প্রক্রিয়া।
  • আরএফসি কে এমআইএমই MIME (Multipurpose Internet Mail Extensions) বলে যার অর্থ হল মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন।

সাধারণত ইমেইলে ৩ ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়:

  1. pop3 (Post Office Protocol Version 3)
  2. smtp (Simple Mail Transfer Protocol)
  3. imap (Internet Message Access Protocol)
  • এর মধ্যে pop3 সবচেয়ে বহুল ব্যবহৃত।

ওয়েবপেইজ বা সাইট

  • ইন্টারনেট আমাদের দিচ্ছে নানা প্রান্তের বিভিন্ন তথ্য, আর এ তথ্যের বাহক হিসাবে কাজ করে ওয়েবপেইজ বা ওয়েবসাইট।
  • ওয়েবসাইট সাধারণত HTML (Hypertext Markup Language(HTML), CSS (Cascading Style Sheets), JavaScript ইত্যদি বেসিক ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
  • ওয়েবপেজ এর জন্য নিদিষ্ট কোনো নাম বা ডোমেইন রাখা হয়।
  • URL (Uniform Resource Locator) এর সাহায্যে ওয়েবসাইট এর ঠিকানা নির্ধারিত হয়ে থাকে।
  • HTTP, HTTPs (secured) শুরুতে mailto or ftp ও থাকতে পারে।
  • .com (commercial), .edu (educational), .org (organisation) এগুলো হচ্ছে ডোমেইন নেম।
  • বাংলাদেশে ইন্টারনেট ৬ জুন ১৯৯৬ইং সালে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (ISN) এর মাধ্যমে শুরু হয়।

কম্পিউটার নেটওয়ার্ক( Computer network)

কম্পিউটার নেটওয়ার্ক মূলত ৪ ধরনের হতে পারে।

  1. Personal Area Network (PAN)
  2. Local Area Network (LAN)
  3. Metropolitan Area Network (MAN)
  4. Wide Area Network (WAN)