10 Minute School
Log in

কারক ও বিভক্তি

বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারক ও বিভক্তি। চলো আজকে জেনে নেই কারক ও বিভক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

 

কারক কাকে বলে?

বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে।

 

কারকের প্রকারভেদ

  • কর্তৃকারক
  • কর্ম কারক
  • করণ কারক
  • সম্প্রদান কারক
  • অপাদান কারক
  • অধিকরণ কারক

 

কারক ও বিভক্তি

 

বিভক্তি কাকে বলে?

বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে।

  • যেমন: ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
  • বাক্যটিতে ছাদে (ছাদ+এ বিভক্তি), মা (মা+০ বিভক্তি)
  • শিশুকে (শিশু+কে বিভক্তি), চাঁদ (চাঁদ+০ বিভক্তি) ইত্যাদি পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে।

 

বাংলা শব্দ বিভক্তি

  • ০ শূন্য বিভক্তি (অথবা অ বিভক্তি), এ, (য়), তে (এ), কে, রে, র, এরা– এ কয়টিই খাঁটি বাংলা শব্দ বিভক্তি। 
  • এ ছাড়া বিভক্তিস্থানীয় কয়েকটি অব্যয় শব্দও কারক-সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত আছে।

 

বিভক্তির আকৃতি

একবচন এবং বহুবচন ভেদে বিভক্তির আকৃতিগত পার্থক্য দেখা যায়-

বিভক্তি একবচন বহুবচন
প্রথমা ০,অ,এ,(য়),তে রা, এরা, গুলো, গণ
দ্বিতীয়া কে, রে, এরে দিগে, দিগকে, দের
তৃতীয়া দ্বারা, দিয়া, কর্তৃক দের, দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক
চতুর্থী দ্বিতীয়ার মতো, জন্য, নিমিত্ত দ্বিতীয়ার মতো
পঞ্চমী হইতে, থেকে, চেয়ে, হতে দের হইতে, দিগের চেয়ে
ষষ্ঠী র, এর দিগের, দের, গুলির
সপ্তমী এ, (য়), তে, এতে দিগে, দিগেতে, গুলিতে

 

কারকের প্রকারভেদ

কর্তৃকারক

বাক্যস্থিত যে বিশেষ্য  বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে।

যেমন: মেয়েরা ফুল তোলে।

 

পোস্টার প্রেজেন্টেশন সুপার কোর্স

কোর্সটি করে যা শিখবেন:

  • যেকোনো বিষয় এর উপর কিভাবে পোস্টার তৈরি করতে হয়
  • আত্মবিশ্বাসের সাথে কিভাবে পোস্টার প্রেজেন্ট করতে হয়
  • QnA Session-এ Smartly উত্তর দেওয়ার টিপস
  • গ্রুপ ওয়ার্ক হিসেবে পোস্টার প্রেজেন্ট করার হ্যাকস
  •  

    কর্তৃকারকের প্রকারভেদ

    কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে।

    • মুখ্য কর্তা: যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য কর্তা।
    • প্রযোজক কর্তা: মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে।
    • প্রযোজ্য কর্তা: মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে।
    • ব্যতিহার কর্তা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে।

    বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে। 

    • কর্মবাচ্যের কর্তা (কর্মপদের প্রাধান্যসূচক বাক্যে): পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে।
    • ভাববাচ্যের কর্তা (ক্রিয়ার প্রাধান্যসূচক বাক্যে): আমার যাওয়া হবে না।
    • কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয়): বাঁশি বাজে।

    কর্মকারক

    যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার

    • মুখ্যকর্ম  
    • গৌণকর্ম

    সাধারণত মুখ্যকর্ম বস্তুবাচকগৌণকর্ম প্রাণিবাচক হয়ে থাকে।

    এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণকর্মে বিভক্তি যুক্ত হয় আর মুখ্যকর্মে হয় না।

    কর্মকারকের প্রকারভেদ

    কর্মকারক ৪ প্রকার:

    • সকর্মক ক্রিয়ার কর্ম
    • প্রযোজক ক্রিয়ার কর্ম
    • সমধাতুজ কর্ম
    • উদ্দেশ্য ও বিধেয়

    দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য। কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম।

    করণ কারক

    • করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
    • ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।

    সম্প্রদান কারক

    যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে।

    অপাদান কারক

    যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে।

    অপাদান কারকের উদাহরণ

    • বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে।
    • গৃহীত শুক্তি থেকে মুক্তো মেলে।
    • জাত জমি থেকে ফসল পাই।
    • বিরত পাপে বিরত হও।
    • দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
    • রক্ষিত বিপদ থেকে বাঁচাও।
    • আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু।
    • ভীত বাঘকে ভয় পায় না কে?

    অধিকরণ কারক

    ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ/য়/তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

    অধিকরণ কারক তিন প্রকার। যথা:

    • কালাধিকরণ: সময় বুঝালে কালাধিকরণ হবে। যেমন: প্রভাতে সূর্য উঠে।
    • ভাবাধিকরণ: যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
    • আধারাধিকরণ: আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত:

    ১. ঐকদেশিক আধারাধিকরণ: বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। উদাহরণ: পুকুরে মাছ আছে (পুকুরের যে কোনো একস্থানে)। সামীপ্য অর্থেও ঐকদেশিক আধারাধিকরণ হয়। উদাহরণ: ঘাটে নৌকা বাঁধা আছে (ঘাটের কাছে)।

    ২. অভিব্যাপক আধারাধিকরণ: উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন: তিলে তৈল আছে। (তিলের সারা অংশব্যাপী।)

    ৩. বৈষয়িক আধারাধিকরণ: বিষয় বিশেষে বা কোনো বিশেষগুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক আধারাধিকরণ হয়।যেমন: রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো।

     

    সম্বন্ধ পদ

    ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। যেমন: মতিনের ভাই বাড়ি যাবে। এখানে মতিনের সঙ্গে ভাই এর সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়ার সাথে সম্বন্ধ নাই।

    • সম্বন্ধ: রাজার রাজ্য, প্রজার জমি
    • জন্ম-জনক সম্বন্ধ: গাছের ফল, পুকুরের মাছ
    • কার্যকারণ সম্বন্ধ: অগ্নির উত্তাপ, রোগের কষ্ট
    • উপাদান সম্বন্ধ: রুপার থালা, সোনার বাটি
    • গুণ সম্বন্ধ: মধুর মিষ্টতা, নিমের তিক্ততা

    সম্বন্ধ পদের প্রকারভেদ

    • হেতু সম্বন্ধ: ধনের অহংকার, রূপের দেমাক
    • ব্যাপ্তি সম্বন্ধ: রোজার ছুটি, শরতের আকাশ
    • ক্রম সম্বন্ধ: পাঁচের পৃষ্ঠা, সতের ঘর
    • অংশ সম্বন্ধ: হাতির দাঁত, মাথার চুল
    • ব্যবসায় সম্বন্ধ: পাটের গুদাম, আদার ব্যাপারী
    • ভগ্নাংশ সম্বন্ধ: একের তিন, সাতের পাঁচ
    • কৃতি সম্বন্ধ: নজরুলের অগ্নিবীণা, মাইকেলের মেঘনাদবধ কাব্য
    • আধার- আধেয়: বাটির দুধ, শিশির ওষুধ
    • অভেদ সম্বন্ধ: জ্ঞানের আলোক, দুঃখের দহন
    • উপমান-উপমেয় সম্বন্ধ: ননীর পুতুল, লোহার শরীর
    • বিশেষণ সম্বন্ধ: সুখের দিন, যৌবনের চাঞ্চল্য
    • নির্ধারণ সম্বন্ধ: সবার সেরা, সবার ছোট

    কারক সম্বন্ধ:

    • কর্তৃ সম্বন্ধ: রাজার হুকুম।
    • কর্ম সম্বন্ধ:প্রভুর সেবা, সাধুর দর্শন
    • কারক সম্বন্ধ: চোখের দেখা, হাতের লাঠি
    • অপাদান সম্বন্ধ: বাঘের ভয়, বৃষ্টির পানি
    • অধিকরণ সম্বন্ধ: ক্ষেতের ধান, দেশের লোক

    সম্বোধন পদ

    • সম্বোধন শব্দটির অর্থ আহ্বান। যাকে সম্বোধন বা আহবান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। উদাহরণ: ওহে মাঝি, আমাকে পার করো। সুমন, এখানে এসো।
    • সম্বোধন পদ বাক্যের অংশ। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বোধন পদ কারক নয়।

     


    নতুন কারিকুলামে ৬ষ্ঠ-৯ম শ্রেণির পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:


    ৬ষ্ঠ-৯ম শ্রেণির ‘পোস্টার প্রেজেন্টেশনের দারুন সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে এখনই ভিজিট করুন এই ফ্রি কোর্সটিতেঃ 


    এডমিশন ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমাদের কোর্সসমূহঃ


    এছাড়াও ১০মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলো দেখতে ভিজিট করোঃ www.10minuteschool.com