10 Minute School
Log in

Bangla Language and Literature

ব্যাকরণ অংশে ১৫টি প্রশ্ন এবং সাহিত্য অংশে ২০টি প্রশ্নসহ মোট ৩৫ নম্বর বাংলার জন্য বরাদ্দ। তাই বুঝতেই পারছেন, বিসিএস পরীক্ষার জন্য বাংলা সাহিত্য অংশটি মোটেও হেলাফেলার বিষয় না। বিশেষ করে বাংলা ব্যাকরণ কিছুটা কঠিন ধাঁচের। এর মধ্যে আপনি কিছু নিয়ম বুঝবেন, সহজে মনেও রাখতে পারবেন। আবার কিছু নিয়ম আপনি বুঝবেন না। এখন যা বুঝবেন না সেগুলো কীভাবে মনে রাখবেন?

 

বাংলা সাহিত্যে ভালো করতে হলে দরকার সুপরকল্পিত প্রস্তুতি। বিসিএসে বাংলা সাহিত্য বিষয়ে ভালো করতে গেলে আপনাকে ধাপে ধাপে প্রস্তুতি নিতে হবে।

 

বিসিএসের বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশের সম্পূর্ণ সিলেবাস ঘরে বসে শেষ করতে, পাশাপাশি চাকরিযুদ্ধে এগিয়ে থাকতে টেন মিনিট স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছে বিসিএস স্টাডি ম্যাটেরিয়াল! স্টাডি ম্যাটেরিয়ালের নোট ও গাইড এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় ভালো করার সঠিক দিকনির্দেশনা পান।

 

সন্ধি, উপসর্গ, সমাস, নত্ব-বিধান ও ষত্ব- বিধান, সমার্থক ও বিপরীত শব্দ, প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, প্রাচীন যুগ, মধ্যযুগ, বিখ্যাত সাহিত্যকর্মসহ বাংলার প্রতিটি অংশের বেসিক ক্লিয়ার করতে আপনাকে সাহায্য করবে আমাদের নোট ও গাইডগুলো। সেই সাথে ম্যাটেরিয়ালগুলোতে থাকছে প্রতিটি বিষয়ের কোন কোন অংশ বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, প্রশ্নের ব্যাখ্যা, এমসিকিউ ইত্যাদি।

 

বাংলায় আপনার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে চাইলে এখনই স্টাডি ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে পড়াশোনা শুরু করে দিন এবং সম্পূর্ণ করুন আপনার প্রস্তুতি!