10 Minute School
Log in

বাংলা সাহিত্যিক পরিচিতি

বাংলা সাহিত্যের ইতিহাসে যুগে যুগে বহু বাংলা সাহিত্যিক( Bengali litterateur) এর পদচারণা ঘটেছে, যাদের হাত বিকশিত হয়েছে, বাংলা সাহিত্য।এমনি কিছু সাহিত্যিক এর পরিচিতি তুলে ধরা হলো।

মধ্যযুগের কবি(Bengali litterateur of medieval period)

আব্দুল হাকিম

  • জন্ম ১৬২০ খ্রিষ্টাব্দ, মৃত্যু ১৬৯০ খ্রিষ্টাব্দ।
  • তাঁর বিখ্যাত কবিতা ‘বঙ্গবাণী’ নেয়া হয়েছে ‘নূরনামা’ কাব্যগ্রন্থ থেকে।
  • বিখ্যাত পাঁচটি কাব্য – ইউসুফ জোলেখা, নূরনামা, দূরের মজলিশ, লালমোতি সয়ফুলমুলুক ও হানিফার লড়াই।

আলাওল

  • জন্ম ১৬০৭ খ্রিষ্টাব্দ (আনুমানিক), মৃত্যু ১৬৮০ খ্রিষ্টাব্দ।
  • আলাওলের ৭টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়- পদ্মাবতী (১৬৪৮), সয়ফুলমুলুক বদিউজ্জামান (১৬৬৯), সপ্তপয়কর (১৬৬৫), সিকান্দরনামা (১৬৭৩), তোহফা (১৬৬৪) বা তত্ত্বোপদেশ, রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতী ময়না ও লোর চন্দ্রানী (১৬৫৯)।
  • ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য পদ্মাবতী তাঁর শ্রেষ্ঠ রচনা।

কোরেশী মাগন ঠাকুর

  • জন্ম ১৬০০ খ্রিষ্টাব্দ (আনুমানিক), মৃত্যু ১৬৬০ খ্রিষ্টাব্দ।
  • রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ছিলেন।
  • তাঁর অন্যতম কাব্যগ্রন্থ “চন্দ্রাবতী” ।

কৃত্তিবাস ওঝা

  • তিনি বাল্মিকীর রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক।
  • মাইকেল মধুসূদন দত্ত তাঁর সম্পর্কে মন্তব্য করেছিলেন “কৃত্তিবাস কীর্তিবাস কবি, এ বঙ্গের অলঙ্কার”।
  • কৃত্তিবাসী রামায়ণকে বাঙালির জাতীয় কাব্য বলা হয়।

চণ্ডীদাস

  • তিনি চৈতন্যপূর্ব যুগের কবি।
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাকে “দুঃখের কবি” বলে আখ্যায়িত করেছেন।
  • তাঁকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।

চন্দ্রাবতী

  • তিনি মধ্যযুগের তিনজন প্রধান মহিলা কবির একজন।
  • তাঁর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
  • তাঁর রচিত কাব্য- মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ ইত্যাদি।

ভারতচন্দ্র রায়গুণাকর

  • নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
  • কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন তাঁর শ্রেষ্ঠ কীর্তি “অন্নদামঙ্গল কাব্য”।
  • তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ “সত্য নারায়ণের পাঁচালি”।

অতুল প্রসাদ সেন

  • তাঁর জীবনকাল ১৮৭১-১৯৩৪ খ্রিস্টাব্দ।
  • তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুংরি আমদানি করেন।
  • তাঁর “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা”। গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।

অমিয় চক্রবর্তী

  • তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন।
  • কবি ইয়েটস, জর্জ বার্নার্ড শ, আলবার্ট আইনস্টাইন, রবার্ট ফ্রস্ট, আলবার্ট সোয়ইটজারের সাথে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক ছিল।
  • তাঁর প্রকাশিত বিশেষ কাব্যগ্রন্থ- খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, অনিঃশেষ।

আখতারুজ্জামান ইলিয়াস

  • তাঁর রচিত উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা
  • ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম

আধুনিক যুগের লেখক-সাহিত্যিক (Bengali litterateur of Modern period)

আব্দুল্লাহ আল-মুতী

  • তাঁর প্রকাশিত প্রথম বই- এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫)
  • তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- আবিষ্কারের নেশায় (১৯৬৯), বিজ্ঞান ও মানুষ (১৯৭৫), সাগরের রহস্যপুরী (১৯৭৬), তারার দেশের হাতছানি (১৯৮৪), বিজ্ঞানের বিস্ময় (১৯৮৬), শিক্ষা ও বিজ্ঞান: নতুন দিগন্ত (১৯৯১), মহাকাশে কী ঘটছে (১৯৯৭)।
  • তিনি দেশের প্রধান প্রধান প্রায় সব পুরস্কারই লাভ করেন। যেমন: বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি।

আল মাহমুদ

  • তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ  “সোনালী কাবিন”।
  • কাব্যগ্রন্থ: লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া ইত্যাদি।
  • উপন্যাস: ডাহুকী, উপমহাদেশ, আগুনের মেয়ে, চেহারার চতুরঙ্গ ইত্যাদি।

আহমদ ছফা

  • তিনি  “উত্থান পর্ব” পত্রিকার সম্পাদক ছিলেন।
  • উপন্যাস গ্রন্থ- সূর্য তুমি সাথী, ওঙ্কার, একজন আলী কেনানের উত্থান পতন, মরণ বিলাস, গাভী বিত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ।
  • প্রবন্ধ গ্রন্থ- জাগ্রত বাংলাদেশ, বাঙালি মুসলমানের মন, সিপাহি যুদ্ধের ইতিহাস, শতবর্ষের ফেরারী: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, যদ্যপি আমার গুরু।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  • সংস্কৃত কলেজ থেকে তাঁকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়, তাঁর পৈতৃক পদবী বন্দোপাধ্যায়।
  • তিনি বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দেন।
  • তাঁর রচিত ব্যাকরণ গ্রন্থ “ব্যাকরণ কৌমুদী”।

কাজী নজরুল ইসলাম

  • তাঁর মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ হয়। এগুলো হলো-   বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
  • প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ “বিষের বাঁশি” ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর  “বসন্ত” গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন।
  • তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ  “অগ্নিবীণা”, উপন্যাস  “বাঁধন-হারা”।
  • তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধ  “তুর্কমহিলার ঘোমটা খোলা”, প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ  “যুগবাণী”।
  • তাঁর প্রথম প্রকাশিত রচনা “বাউন্ডেলের আত্মকাহিনী”। এটি একইসাথে তাঁর প্রথম প্রকাশিত গল্প।
  • জেলে বসে তিনি লিখেছিলেন “রাজবন্দীর জবানবন্দী”।

জসীম উদদীন

  • তাঁর ছাত্রাবস্থায় ‘কবর’ কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।
  • ‘কবর’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ  ‘রাখালী’-এর কবিতা।
  • তাঁর বিখ্যাত গাথাকাব্য- নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, মা যে জননী কান্দে।
  • তাঁর রচিত ভ্রমণকাহিনী- চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়।
  • নকশী কাঁথার মাঠ কাব্যটি ইংরেজিতে ই. এম. মিলফোর্ড  ‘Field of the Embroidery Quilt’ নামে অনুবাদ করেন।

বঙ্কিমচন্দ্র  চট্টোপাধ্যায়

  • তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম “দুর্গেশনন্দিনী”। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
  • সামাজিক সমস্যার আলোকে তাঁর রচিত উপন্যাসগুলোর নাম: বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল।
  • ‘রজনী’ তার লেখা মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস।
  • আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম – এই তিনটিকে তাঁর ত্রয়ী উপন্যাস বলা হয়।
  • তাঁর ছদ্মনাম কমলাকান্ত।

মাইকেল মধুসূদন দত্ত

  • তাঁর রচিত প্রহসনগুলোর নাম- একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
  • তাঁর রচিত অমর মহাকাব্যের নাম-  “মেঘনাদবধ কাব্য”।
  • তিনি হোমারের ইলিয়াড এর উপাখ্যান অবলম্বন করে বাংলা গদ্যে  “হেক্টরবধ” রচনা করেন।
  • বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতাবলী এবং সনেট রচনায় তার কৃতিত্ব প্রথম।
  • তাঁর রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থের নাম  Captive Ladie

রবীন্দ্রনাথ ঠাকুর

  • তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘কবি-কাহিনী’।
  • প্রথম প্রকাশিত নাটকের নাম ‘বাল্মীকি প্রতিভা’।
  • তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরাণীর হাট
  • প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিনী।
  • তাঁকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়।
  • ১৯১০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় গীতাঞ্জলি কাব্য।
  • গীতাঞ্জলির অনুবাদ Song Offerings নামে প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে। যার ভূমিকা লেখেন ইংরেজ কবি W. B. Yeats।
  • ১৯১৩ সালের নভেম্বর মাসে তিনি নোবেল পুরস্কার পান।
  • ২০০৪ সালের ২৪ মার্চ দিবাগত রাতে শান্তিনিকেতন থেকে তার নোবেল পদক চুরি হয়ে যায়।
  • ব্রিটিশ সরকার তাকে ১৯১৫ সালের ৩ জুন নাইটহুড উপাধি উপাধি প্রদান করেন; যা তিনি ১৯১৯ সালের এপ্রিলে বর্জন করেন।

শামসুর রহমান

  • মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।
  • কবিতা: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে ইত্যাদি।