ক্রিয়ার কাল
বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগের জন্য ক্রিয়ার কাল বা tense জানা অত্যন্ত জরুরি অধ্যায়। এ আলোচনায় আমরা এই সম্পর্কে জানবো। শুরু করা যাক ক্রিয়াপদ বা verb কি তার আলোচনা দিয়ে।
ক্রিয়া পদ (Verb)
- ক্রিয়ামূল অর্থাৎ ধাতুর সঙ্গে কাল ও পুরুষ জ্ঞাপক (ক্রিয়া) বিভক্তিযোগে ক্রিয়াপদ গঠিত হয়।
- পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়। যেমন- আমি যাই, তুমি যাও, আপনি যান, সে যায়, তিনি যান ইত্যাদি।
- বচনভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না। যথা- আমি (বা আমরা) যাই, তুমি (বা তোমরা) যাও, আপনি (বা আপনারা) যান ইত্যাদি।
- সাধারণ, সম্ভ্রমাত্মক, তুচ্ছার্থকভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে-
পুরুষ | সাধারণ | সম্ভ্রমাত্মক | তুচ্ছার্থক |
উত্তম | আমি যাই | — | — |
মধ্যম | তুমি যাও
তোমরা যাও | আপনি যান
আপনারা যান | তুই যা
তোরা যা |
নাম | সে যায়
তারা যায় | তিনি যান
তাঁরা যান | এটা যায়
এগুলো যায় |
ক্রিয়ার কাল তিন প্রকার। যথা:
১। বর্তমান কাল
২। অতীত কাল ও
৩। ভবিষ্যৎ কাল।
নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ
- স্থায়ী সত্য প্রকাশে – চার আর তিনে সাত হয়।
- ঐতিহাসিক বর্তমান – অতীত ঘটনার বর্ণনায় অনেক ক্ষেত্রে সাধারণ বর্তমান কালের ক্রিয়ার রূপ ব্যবহৃত হয়, একে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন: বাবুরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যত কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। যেমন: বৃষ্টি যদি আসে, আমি বাড়ি চলে যাব।
সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ( Special Use of Simple Present Tense)
- অনুমতি প্রার্থনায় (ভবিষ্যত কালের অর্থে): এখন তবে আসি।
- প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
ঘটমান বর্তমান কাল ( Continuous Present Tense)
- যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বুঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: হাসান বই পড়ছে। নীলা গান গাইছে।
- বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। উদাহরণ: বক্তা বললেন, ‘দেশ আজ বিপন্ন, দিকে দিকে আগুন জ্বলছে।’
- ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে: চিন্তা করো না, কালই আসছি।
পুরাঘটিত বর্তমান কাল ( Present Perfect tense)
- ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন: এতক্ষণ আমি অঙ্ক করেছি। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
নিত্যবৃত্ত অতীত ( Past Perfect Continuous Tense)
- অতীত কালের ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হলে তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন: আমি কাজটি করতাম। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।
- কামনা প্রকাশে: আজ যদি সুমন আসত, কেমন মজা হত।
- অসম্ভব কল্পনায়: সাতাশ হতো যদি একশ সাতাশ!
পুরাঘটিত অতীত ( Past Perfect tense)
- অতীতে যে ক্রিয়া সংঘটিত হয়ে গেছে এবং যার পর আরও অনেক ঘটনা ঘটে গেছে তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন: সে বার তাকে সুস্থই দেখেছিলাম।
- অতীতে সংঘটিত ঘটনার নিশ্চিত বর্ণনায়: পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ সৈন্য মারা গিয়েছিল।
- অতীতে সংঘটিত ক্রিয়ার পরম্পরা বোঝাতে শেষ ক্রিয়াপদে পুরাঘটিত অতীত কালের প্রয়োগ হয়: বৃষ্টি শেষ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
ঘটমান ভবিষ্যৎ ( Future Continuous Tense)
- যে ক্রিয়া সম্ভবত ঘটে যে কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন: আপনারা পড়তে থাকবেন।
পুরাঘটিত ভবিষ্যৎ ( Future Perfect Tense)
যে ক্রিয়া ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বুঝালে তাকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন: আমরা যাইয়া থাকিব।
- ভবিষ্যৎ কালে কোনো ক্রিয়া সম্পন্ন করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বুঝালে ক্রিয়ার ভবিষ্যৎ অনুজ্ঞা হয়। যেমন: তুমি কাজটি করবে।