10 Minute School
Log in

ক্রিয়ার কাল

বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগের জন্য ক্রিয়ার কাল বা tense জানা অত্যন্ত জরুরি অধ্যায়। এ আলোচনায় আমরা এই সম্পর্কে জানবো। শুরু করা যাক ক্রিয়াপদ বা verb কি তার আলোচনা দিয়ে।

ক্রিয়া পদ (Verb)

  • ক্রিয়ামূল অর্থাৎ ধাতুর সঙ্গে কাল ও পুরুষ জ্ঞাপক (ক্রিয়া) বিভক্তিযোগে ক্রিয়াপদ গঠিত হয়।
  • পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়। যেমন-  আমি যাই, তুমি যাও, আপনি যান, সে যায়, তিনি যান ইত্যাদি।
  • বচনভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না। যথা- আমি (বা আমরা) যাই, তুমি (বা তোমরা) যাও, আপনি (বা আপনারা) যান ইত্যাদি। 
  • সাধারণ, সম্ভ্রমাত্মক, তুচ্ছার্থকভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে-
পুরুষসাধারণসম্ভ্রমাত্মকতুচ্ছার্থক
উত্তমআমি যাই
মধ্যমতুমি যাও

 

তোমরা যাও

আপনি যান

 

আপনারা যান

তুই যা

 

তোরা যা

নামসে যায়

 

তারা যায়

তিনি যান

 

তাঁরা যান

এটা যায়

 

এগুলো যায়

ক্রিয়ার কাল তিন প্রকার। যথা:

১। বর্তমান কাল

২। অতীত কাল ও

৩। ভবিষ্যৎ কাল।

নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ

  • স্থায়ী সত্য প্রকাশে  – চার আর তিনে সাত হয়।
  • ঐতিহাসিক বর্তমান  – অতীত ঘটনার বর্ণনায় অনেক ক্ষেত্রে সাধারণ বর্তমান কালের ক্রিয়ার রূপ ব্যবহৃত হয়, একে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন: বাবুরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
  • যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যত কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। যেমন: বৃষ্টি যদি আসে, আমি বাড়ি চলে যাব।

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ( Special Use of Simple Present Tense)

  • অনুমতি প্রার্থনায় (ভবিষ্যত কালের অর্থে): এখন তবে আসি।
  • প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

ঘটমান বর্তমান কাল ( Continuous Present Tense)

  • যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বুঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: হাসান বই পড়ছে। নীলা গান গাইছে।
  • বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। উদাহরণ: বক্তা বললেন, ‘দেশ আজ বিপন্ন, দিকে দিকে আগুন জ্বলছে।’
  • ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে: চিন্তা করো না, কালই আসছি।

পুরাঘটিত বর্তমান কাল ( Present Perfect tense) 

  • ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন: এতক্ষণ আমি অঙ্ক করেছি। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

নিত্যবৃত্ত অতীত ( Past Perfect Continuous Tense)

  • অতীত কালের ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হলে তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন: আমি কাজটি করতাম। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।
  • কামনা প্রকাশে: আজ যদি সুমন আসত, কেমন মজা হত।
  • অসম্ভব কল্পনায়: সাতাশ হতো যদি একশ সাতাশ!

পুরাঘটিত অতীত ( Past Perfect tense)

  • অতীতে যে ক্রিয়া সংঘটিত হয়ে গেছে এবং যার পর আরও অনেক ঘটনা ঘটে গেছে তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন: সে বার তাকে সুস্থই দেখেছিলাম। 
  • অতীতে সংঘটিত ঘটনার নিশ্চিত বর্ণনায়: পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ সৈন্য মারা গিয়েছিল
  • অতীতে সংঘটিত ক্রিয়ার পরম্পরা বোঝাতে শেষ ক্রিয়াপদে পুরাঘটিত অতীত কালের প্রয়োগ হয়: বৃষ্টি শেষ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছেছিলাম

ঘটমান ভবিষ্যৎ ( Future Continuous Tense)

  • যে ক্রিয়া সম্ভবত ঘটে যে কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন: আপনারা পড়তে থাকবেন। 

পুরাঘটিত ভবিষ্যৎ ( Future Perfect Tense)

যে ক্রিয়া ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বুঝালে তাকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন: আমরা যাইয়া থাকিব।

  • ভবিষ্যৎ কালে কোনো ক্রিয়া সম্পন্ন করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বুঝালে ক্রিয়ার ভবিষ্যৎ অনুজ্ঞা হয়। যেমন: তুমি কাজটি করবে।