বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য
বাংলাদেশের জাতীয় অর্জন (National Achievement of Bangladesh)
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
- ২০১৮ সালের ১২ মে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করা হয়।
- উৎক্ষেপন কেন্দ্র: যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার।
- প্রস্তুতকারক প্রতিষ্ঠান: থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি (ফ্রান্স)।
- উৎক্ষেপিত রকেট: স্পেসএক্সের “ফ্যালকন ৯”।
- স্যাটেলাইটটির ওজন: ৩.৭টন।
- স্যাটেলাইটটির মেয়াদ ধরা হয়েছে ১৫ বছর। মোট খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
- অরবিটাল স্লট কেনা হয়েছে রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে।
- বাংলাদেশের ভূ-কেন্দ্র: গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।
ভারতের সাথে ছিটমহল বিনিময়
- ছিটমহল বিনিময় কার্যকর হয়: ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে।
- বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো।
- ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো।
- বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্তি- ১৭,১৬০ একর জায়গা।
- ভারতের ভাগে অন্তর্ভুক্তি – ৭১১০ একর জায়গা।
ইউনেস্কো কর্তৃক ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি
- ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।
- স্বীকৃতি প্রদানের তারিখ: ৩০ অক্টোবর, ২০১৭।
- এই ভাষণটিসহ মোট ৭৭টি গুরুত্বপূর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়।
- “মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ)” ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে।
বাংলাদেশের সমুদ্রজয়
- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেয়- International Tribunal for the Law of the Sea (ITLOS)
- মিয়ানমারের বিরুদ্ধে রায় প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২০১২ সাল।
- ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে PCA (Permanent Court of Arbitration) রায় দেয় ৭ জুলাই, ২০১৪ সালে।
- জাতিসংঘের কনভেনশন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক সীমা হচ্ছে ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল।
পদ্মা সেতু
- পদ্মা সেতুর প্রকল্পের নাম- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
- পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয়- ২০১১ সালের ১১ জানুয়ারি।
- পদ্মা সেতুর কাজ শুরু হয়- ৭ ডিসেম্বর ২০১৪ সালে।
- মোট স্প্যান- ৪১টি।
- পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।
- সর্বশেষ স্প্যান বসানো হয়- ১০ ডিসেম্বর, ২০২০।
- পদ্মা সেতুর পিলার সংখ্যা- ৪২টি।
- রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে- দক্ষিণাঞ্চলের ২১টি জেলার।
মেট্রোরেল
- প্রকল্পের নাম- Dhaka Mass Rapid Transit Development Project (DMRDP)।
- বাস্তবায়নকারী সংস্থা- Dhaka Mass Transit Company Ltd।
- একনেকে অনুমোদন- ১৮ ডিসেম্বর, ২০১২।
- সরকারের সংশোধিত মেট্রোরেল সম্পর্কিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও এর আশপাশের এলাকা জুড়ে ১৩১ কিলোমিটার এলাকায় মেট্রোরেল সংযোগ স্থাপিত হবে। এরমধ্যে MRT- 6 প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে এবং বাকি প্রকল্পগুলো পরিকল্পনাধীন রয়েছে।
বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশ
ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান
ঐতিহ্য |
স্থানের নাম |
স্বীকৃতিকাল |
সোমপুর বিহার |
পাহাড়পুর, নওগাঁ |
১৯৮৫ সাল |
ষাট গম্বুজ মসজিদ |
বাগেরহাট |
১৯৮৫ সাল |
সুন্দরবন |
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট |
১৯৯৭ (৭৯৮ তম) |
এভারেস্ট বিজয়ে বাংলাদেশ
- প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মূসা ইব্রাহীম (২৩মে, ২০১০ সালে)।
- বাংলাদেশের হয়ে দুই বার এভারেস্টের চূড়ায় আরোহন করেছেন- এম এ মুহিত।
- প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন- নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)।
সামরিক ক্ষেত্রে অর্জন
- বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত সাবমেরিন দুটির নাম- “বিএনএস জয়যাত্রা” ও “বিএনএস নবযাত্রা”।
- সাবমেরিন থাকা দেশের মধ্যে বাংলাদেশ ৪১তম।
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি চট্টগ্রামে নির্মাণাধীন। এর নাম “বিএনএস শেখ হাসিনা”।
বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ১৯৭৪- ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন।
- ২০০৪- ২৬ মার্চ বিবিসি বাংলা সার্ভিসের শ্রোতা জরিপে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম স্থানে ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু কর্তৃক রচিত গ্রন্থসমূহ
- অসমাপ্ত আত্মজীবনী
- কারাগারের রোজনামচা
- আমার দেখা নয়া চীন
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থসমূহ
গ্রন্থের নাম |
লেখক |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
সিরাজ উদদীন আহমেদ |
বঙ্গবন্ধুর সহজ পাঠ |
ড. আতিউর রহমান |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি |
কামাল উদ্দিন হোসেন |
শেরে বাংলা এ. কে. ফজলুল হক
- “বাংলার বাঘ” ও “হক সাহেব” নামে পরিচিত।
- ১৯৫৪ সাল- পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী।
- ১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
- তাঁর সমাধি “তিন নেতার মাজার” নামে পরিচিত।
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
- ১৯২৪ সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন।
- ১৯৫৫-১৯৫৬ সাল পর্যন্ত পাকিস্তান আইনসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- ১৯৪৯ সালে মাওলানা ভাসানী ও সোহরাওয়ার্দী প্রচেষ্টায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- ১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের আহ্বায়ক ।
- ১৯৭৬ সালের ১৬মে মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ পরিচালিত হয়।
তাজউদ্দীন আহমদ
- তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১০ এপ্রিল, ১৯৭১- ১২ জানুয়ারি, ১৯৭২)
- ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
- এই দিনটি “জেলহত্যা দিবস” নামে পরিচিত।
বাংলাদেশের পুরস্কার ও সম্মাননা
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
বীরশ্রেষ্ঠ |
৭ জন |
বীর উত্তম |
৬৮ জন |
বীর বিক্রম |
১৭৫ জন |
বীর প্রতীক |
৪২৬ জন |
মোট |
৬৭৬ জন |
- ২০০১ সালে সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কবি শামসুর রাহমান।
- সর্বপ্রথম “জগত্তারিণী পদক” লাভ করেন- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৯২১ সালে)।
- বাংলা একাডেমি কর্তৃক ১৯৬০ সালে এই পুরস্কার চালু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ সালে এই পুরস্কার দেওয়া হয়নি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ
স্থাপত্য/ ভাস্কর্য |
স্থপতি |
অবস্থান |
জাতীয় সংসদ ভবন |
লুই আই কান |
শেরে বাংলা নগর, ঢাকা |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর |
লারোস |
কুর্মিটোলা, ঢাকা |
কেন্দ্রীয় শহীদ মিনার |
হামিদুর রহমান |
ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন |
কমলাপুর রেলস্টেশন |
বব বুই |
কমলাপুর, ঢাকা |
শাপলা চত্বর |
আজিজুল জলিল পাশা |
মতিঝিল, ঢাকা |
দোয়েল চত্বর |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ |
মোস্তফা হারুন কুদ্দুস হিলি |
মিরপুর, ঢাকা |
রাজারবাগ স্মৃতিসৌধ |
রাজারবাগ, ঢাকা |
অপরাজেয় বাংলা |
সৈয়দ আব্দুল্লাহ খালিদ |
কলাভবন, ঢাবি |
বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD)
- বাংলা একাডেমি
- আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট
- বাংলাদেশ শিশু একাডেমি
- চারুকলা ইন্সটিটিউট
- দুর্নীতি দমন কমিশন
বাংলাদেশের গণমাধ্যম
বাংলাদেশ বেতার
- ‘অল ইন্ডিয়া রেডিও’ নামে সর্বপ্রথম বেতারের সম্প্রচার কার্যক্রম শুরু হয়।
- বাংলাদেশ বেতার কেন্দ্রে প্রচারিত প্রথম নাটক- বুদ্ধদেব বসুর ‘কাঠ ঠোকরা’।
বাংলাদেশ টেলিভিশন
- বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র- ২টি (ঢাকা ও চট্টগ্রামে)।
- বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম- বিডি নিউজ।