10 Minute School
Log in

বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জাতীয় অর্জন (National Achievement of Bangladesh)

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

  • ২০১৮ সালের ১২ মে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করা হয়।
  • উৎক্ষেপন কেন্দ্র: যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার।
  • প্রস্তুতকারক প্রতিষ্ঠান: থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি (ফ্রান্স)।
  • উৎক্ষেপিত রকেট: স্পেসএক্সের “ফ্যালকন ৯”।
  • স্যাটেলাইটটির ওজন: ৩.৭টন।
  • স্যাটেলাইটটির মেয়াদ ধরা হয়েছে ১৫ বছর। মোট খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
  • অরবিটাল স্লট কেনা হয়েছে রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে।
  • বাংলাদেশের ভূ-কেন্দ্র: গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।

ভারতের সাথে ছিটমহল বিনিময়

  • ছিটমহল বিনিময় কার্যকর হয়: ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে।
  • বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো।
  • ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো।
  • বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্তি- ১৭,১৬০ একর জায়গা।
  • ভারতের ভাগে অন্তর্ভুক্তি – ৭১১০ একর জায়গা।

ইউনেস্কো কর্তৃক ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি

  • ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।
  • স্বীকৃতি প্রদানের তারিখ: ৩০ অক্টোবর, ২০১৭।
  • এই ভাষণটিসহ মোট ৭৭টি গুরুত্বপূর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়।
  • “মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ)” ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে।

বাংলাদেশের সমুদ্রজয়

  • সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেয়- International Tribunal for the Law of the Sea (ITLOS)
  • মিয়ানমারের বিরুদ্ধে রায় প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২০১২ সাল।
  • ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে PCA (Permanent Court of Arbitration) রায় দেয় ৭ জুলাই, ২০১৪ সালে।
  • জাতিসংঘের কনভেনশন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক সীমা হচ্ছে ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল।

পদ্মা সেতু

  • পদ্মা সেতুর প্রকল্পের নাম- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিলোমিটার।
  • সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয়- ২০১১ সালের ১১ জানুয়ারি।
  • পদ্মা সেতুর কাজ শুরু হয়- ৭ ডিসেম্বর ২০১৪ সালে।
  • মোট স্প্যান- ৪১টি।
  • পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।
  • সর্বশেষ স্প্যান বসানো হয়- ১০ ডিসেম্বর, ২০২০।
  • পদ্মা সেতুর পিলার সংখ্যা- ৪২টি।
  • রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে- দক্ষিণাঞ্চলের ২১টি জেলার।

মেট্রোরেল

  • প্রকল্পের নাম- Dhaka Mass Rapid Transit Development Project (DMRDP)।
  • বাস্তবায়নকারী সংস্থা- Dhaka Mass Transit Company Ltd।
  • একনেকে অনুমোদন- ১৮ ডিসেম্বর, ২০১২।
  • সরকারের সংশোধিত মেট্রোরেল সম্পর্কিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও এর আশপাশের এলাকা জুড়ে ১৩১ কিলোমিটার এলাকায় মেট্রোরেল সংযোগ স্থাপিত হবে। এরমধ্যে MRT- 6 প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে এবং বাকি প্রকল্পগুলো পরিকল্পনাধীন রয়েছে।

বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশ

ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান

ঐতিহ্য স্থানের নাম স্বীকৃতিকাল
সোমপুর বিহার পাহাড়পুর, নওগাঁ ১৯৮৫ সাল
ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট ১৯৮৫ সাল
সুন্দরবন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট ১৯৯৭ (৭৯৮ তম)

এভারেস্ট বিজয়ে বাংলাদেশ

  • প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মূসা ইব্রাহীম (২৩মে, ২০১০ সালে)। 
  • বাংলাদেশের হয়ে দুই বার এভারেস্টের চূড়ায় আরোহন করেছেন- এম এ মুহিত।
  • প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন- নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)।

সামরিক ক্ষেত্রে অর্জন

  • বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত সাবমেরিন দুটির নাম- “বিএনএস জয়যাত্রা” ও “বিএনএস নবযাত্রা”।
  • সাবমেরিন থাকা দেশের মধ্যে বাংলাদেশ ৪১তম।
  • দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি চট্টগ্রামে নির্মাণাধীন। এর নাম “বিএনএস শেখ হাসিনা”। 

বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

  • ১৯৭৪- ২৫ সেপ্টেম্বর  জাতিসংঘের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন।
  • ২০০৪- ২৬ মার্চ বিবিসি বাংলা সার্ভিসের শ্রোতা জরিপে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম স্থানে ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু কর্তৃক রচিত গ্রন্থসমূহ

  • অসমাপ্ত আত্মজীবনী
  • কারাগারের রোজনামচা
  • আমার দেখা নয়া চীন

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থসমূহ 

গ্রন্থের নাম লেখক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজ উদদীন আহমেদ
বঙ্গবন্ধুর সহজ পাঠ ড. আতিউর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি কামাল উদ্দিন হোসেন

শেরে বাংলা এ. কে. ফজলুল হক

  • “বাংলার বাঘ” ও “হক সাহেব” নামে পরিচিত।
  • ১৯৫৪ সাল- পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী।
  • ১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
  • তাঁর সমাধি “তিন নেতার মাজার” নামে পরিচিত।

হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী

  • ১৯২৪ সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন।
  • ১৯৫৫-১৯৫৬ সাল পর্যন্ত পাকিস্তান আইনসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন। 

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

  • ১৯৪৯ সালে মাওলানা ভাসানী ও সোহরাওয়ার্দী প্রচেষ্টায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
  • ১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের আহ্বায়ক ।
  • ১৯৭৬ সালের ১৬মে  মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ পরিচালিত হয়।

তাজউদ্দীন আহমদ

  • তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১০ এপ্রিল, ১৯৭১- ১২ জানুয়ারি, ১৯৭২)
  • ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
  • এই দিনটি “জেলহত্যা দিবস” নামে পরিচিত।  

বাংলাদেশের পুরস্কার ও সম্মাননা

স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 

বীরশ্রেষ্ঠ ৭ জন
বীর উত্তম ৬৮ জন
বীর বিক্রম ১৭৫ জন
বীর প্রতীক ৪২৬ জন
মোট ৬৭৬ জন
  • ২০০১ সালে সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কবি শামসুর রাহমান।
  • সর্বপ্রথম “জগত্তারিণী পদক” লাভ করেন- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৯২১ সালে)।
  • বাংলা একাডেমি কর্তৃক ১৯৬০ সালে এই পুরস্কার চালু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ সালে এই পুরস্কার দেওয়া হয়নি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ

স্থাপত্য/ ভাস্কর্য স্থপতি অবস্থান
জাতীয় সংসদ ভবন লুই আই কান শেরে বাংলা নগর, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লারোস  কুর্মিটোলা, ঢাকা
কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন
কমলাপুর রেলস্টেশন বব বুই কমলাপুর, ঢাকা
শাপলা চত্বর  আজিজুল জলিল পাশা মতিঝিল, ঢাকা
দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মোস্তফা হারুন কুদ্দুস হিলি মিরপুর, ঢাকা
রাজারবাগ স্মৃতিসৌধ রাজারবাগ, ঢাকা
অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালিদ কলাভবন, ঢাবি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ

  1. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD)
  2. বাংলা একাডেমি
  3. আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট
  4. বাংলাদেশ শিশু একাডেমি
  5. চারুকলা ইন্সটিটিউট
  6. দুর্নীতি দমন কমিশন

বাংলাদেশের গণমাধ্যম

বাংলাদেশ বেতার

  • অল ইন্ডিয়া রেডিও’ নামে সর্বপ্রথম  বেতারের সম্প্রচার কার্যক্রম শুরু হয়।
  • বাংলাদেশ বেতার কেন্দ্রে প্রচারিত প্রথম নাটক- বুদ্ধদেব বসুর ‘কাঠ ঠোকরা’। 

বাংলাদেশ টেলিভিশন

  • বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র- ২টি (ঢাকা ও চট্টগ্রামে)।
  • বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম- বিডি নিউজ।