Parts of Speech (পদ): কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে Part of Speech বলে।
- যথা : Mouri went to university. এখানে Mouri / went / to / university
এখানে প্রত্যেকটি word এক একটি Parts Of Speech.
Parts of speech সর্বমোট ৮ টি। যথা-
- Noun
- Pronoun
- Adjective
- Adverb
- Verb
- Preposition
- Conjunction
- Interjection
Noun | মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম। |
Pronoun | Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দ। |
Adjective | Noun বা Pronoun কে describe বা modify করে। |
Verb | কোন কাজ ঘটা বা হওয়া। |
Adverb | Verb, Adjectives বা অন্য একটি Adverb কে describe বা modify করে। |
Preposition | Noun বা Pronoun এর পূর্বে বসে অন্য একটি শব্দকে modify করে বাক্য গঠন করে। |
Conjunction | Words, Phrases এবং Clauses সংযুক্ত করে। |
Interjection | অনুভূতির প্রকাশ করে। |
Parts Of Speech: Noun
- Hair, advice, money এই noun-গুলো সর্বদা singular তাই শেষে s/es যুক্ত হয় না।
- জোড়া হিসেবে থাকা শব্দগুলো সর্বদা Plural হয় অর্থাৎ এগুলোর শেষে s/es যুক্ত হয়। যেমন – Scissors, spectacles, trousers, socks, gloves etc.
- Collective Noun সাধারণত singular হয়। যেমন – Team, group of students (যেহেতু অনেক ব্যক্তি থাকলেও team একটি ই হয়)।
- Noun দিয়ে যদি দৈর্ঘ্য, পরিমাপ, টাকা, ওজন বা সংখ্যা নির্দেশিত হয় তাহলে একের অধিক সংখ্যার ক্ষেত্রেও noun এর শেষে s/es যুক্ত হয় না। যেমন – Foot, meter, pair, score, dozen, heard, year, hundred, thousand, million etc.
- Jury, public, team, committee, government, audience ইত্যাদি শব্দ যখন collective থাকবে তখন singular আর যখন divided থাকবে তখন plural হবে।
- বাক্যের শুরুতে “One” থাকলে পরর্বতীতে “one’s” ব্যবহার করা হয়।।
- Either or, neither nor and ‘or’ যুক্ত বাক্যে pronoun এর usage singular হয়।
- জীবিত ব্যক্তির ক্ষেত্রে “whose” এবং জীবনহীন বস্তুর ক্ষেত্রে “which” ব্যবহার করা হয়।
- Non – countable noun গণনা করা যায়না। যেমন – milk, water.
- Countable noun গণনা করা যায়। যেমন – Glass of milk, a glass of water.
- “পরিমাণে বেশি” বুঝাতে Non – countable and countable noun এর ক্ষেত্রে যথাক্রমে “much” এবং “many” ব্যবহার করা হয়৷ তবে “more” উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
- “পরিমাণে কম” বুঝাতে Non – countable and countable noun এর ক্ষেত্রে যথাক্রমে “less” এবং “fewer” ব্যবহার করা হয়৷
Parts Of Speech: Pronoun
- Person pronoun এর রুপ দুইটি। Subjective ( I, he, she etc) এবং Objective ( Him, her, me etc)
- My, our, his, her = Possessive adjective.
- Mine, our, his (unchangeable), hers = Possessive pronoun.
- Who = Subject pronoun and whom = objects pronoun.
Reflexive pronoun:
Subject and object যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাকেReflexive pronoun বলে। (myself, himself, yourself) এটি preposition এর object হিসেবে ব্যবহৃত হয়৷
Relative pronoun:
Conjunction এর ন্যায় ব্যবহৃত pronoun হলো Relative pronoun. (Who/which/that)
- ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে singular and plural উভয় ক্ষেত্রেই That ব্যবহার করা হয়। এছাড়া, superlative degree এর ক্ষেত্রে ও ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে that ব্যবহৃত হয়।
- Who ব্যক্তির পরিবর্তে এবং which বস্তুর পরিবর্তে বসে দুইটি clause যুক্ত করে।
- Who/which/what interrogative pronoun হিসেবে ও ব্যবহৃত হয়।
- One/any/each one indefinite pronoun তাই নির্দিষ্ট কাউকে বা কোনো বস্তুকে নির্দেশ করে না।
Parts Of Speech: Adjective
- Adjective মূলত কোনো ব্যক্তি বা বস্তুর quality বা quantity নির্দেশ করে।
- Numerical adjectives: বস্তু বা ব্যক্তির সংখ্যা নির্দেশক। ( one, few, many, several, one third etc)
- Demonstrative adjectives: noun এর আগে বসে adjective এর কাজ করা pronoun ( this, that, these, such etc)
- Interrogative adjectives: noun এর আগে বসে adjective এর কাজ করা প্রশ্নবোধক pronoun ( what, which, who, whose etc)
- Adjective phrase: Noun কে signify করার মত phrase যা sentence থেকে বাদ দিলেও আলাদাভাবে sentence এর অর্থ প্রকাশ করে।
Parts Of Speech: Adverb
Adverb মূলত verb or adjective বা Noun/pronoun ব্যতীত অন্য সকল parts of speech কে modify করে। Such as,
- Adverb modifies adjective
The girl is very honest; honest= adverb; modifies very= adjective
- Adverb modifies adverb
He did his work quite well; adverb= quite, modifies adverb well
- Adverb modifies prepostion
He put the umbrella just over my head; adverb= just, modifies preposition=over
Kinds of Adverbs
Adverb of
- Time = The train arrived late/ I was unwell last week
- Place = The house is painted green inside/ He works here
- Manner =She answered politely/ The wind blows gently
- Number = He often comes here/ I have never seen her
- Degree = The mango almost ripe/ We are a bit busy today
- Cause & effect = He was weak so he couldn’t win the race
- Assertion = Indeed, my father is a good man/I would certainly do the task
Interrogative adverbs of
- Time = When did he come?
- Place = Where are you going?
- Manner = How did you finish the homework
- Number = How many of you were at the beach
- Degree = How far did you try?
- Cause & effect = Why are you late?
Parts Of Speech: Verb
- Finite & Non Finite verb
- Principal & Auxiliary verb
- Transitive & Intransitive verb
- Modal & Linking verb
Finite & Non Finite verb
Finite verbs: Number or person এর change হলে verb form change হয়।
Non-finite verbs: Number or person এর change হলেও verb form change হয় না।
Principal & Auxiliary verb
Principle verbs: Main verb and can stand alone in a sentence. Such as, write, cry, read, etc.
Auxiliary verb: Helping verbs that support the main verb. Such as, am, is, are.
Transitive & Intransitive verb
Transitive verb: এক বা একাধিক object গ্রহণ করে।
Intransitive verb: object গ্রহণ করে না।
Modal & Linking verb
Modal verbs: কোনো কিছুর নিশ্চয়তা, সম্ভাবনা বা অনিশ্চয়তা বুঝাতে modal verbs ব্যবহৃত হয়। এটি subject or number অঅনুযায়ী change হয় না।
Linking verb: Subject কে অন্য word এর সাথে যুক্ত করে যেন subject সম্পর্কে information পাওয়া যায়৷ Visible action দেখা যায় না।
* Sense verb-গুলো linking verb হিসেবে কাজ করে৷ যেমন – look, smell, appear, sound, etc.
Parts Of Speech: Proposition
Noun বা Pronoun এর পূর্বে বসে অন্য শব্দের সাথে noun or pronoun সম্পর্ক নির্দেশ করে।
Simple = on, in, at, by
Complex = along with, by dint of, because of
Simple Preposition : On/ In/ At
Day/Date | On | The meeting was held on Monday |
Month | In | He was born in March |
Year | In | I was in a hospital last year |
Time | At | I will see you at 5 pm |
For | used to express how long something is/was going on or continues | My father has been living here for months |
During | used to say when something has happened/happens | It must have rained during the night |
Over | to mean something/someone more than in age or speed | My grandfather is now over ninety |
Above | in case of measurements or temperature or height | The temperature is three degrees above zero |
Across | often used to mean the other side of something, like river/border/bridge, etc. | His house is just across the border |
Since/ For | Point of time – Since Period of time- for |
He has been here since Friday last. I haven’t seen my brother for a long time. |
Between/Among | দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে among ব্যবহার করা হয়- | Mr. Karim divided the food between his two sons I found my pen among all my academic files |
Parts Of Speech: Conjunction
দুটি clause এর মধ্যে cause and effect সম্পর্ক স্থাপন করে।
Sub-ordinate conjunction
এক বা একাধিক sub-ordinate clause-কে principle clause-এর সাথে যুক্ত করে because, if, whether, since, before, that, as, when.
Example:
- As he was ill, he couldn’t join the meeting
- We must work hard so that we can succeed in life
Correlative conjunction
There are some conjunctions that go in pairs- both…and/ either….or/ though….yet.
Example:
- Though he is rich, yet he is unhappy
- He was both wise and good
As/ Because | কোনো কাজের কারণ বুঝায় | I couldn’t attend the class because I was ill, or, As I was ill, I couldn’t attend the class |
That/ so that | কোনো কাজের উদ্দেশ্য বা ফলাফল প্রকাশ করে | I am so tired that I can’t go in I am glad that he has come |
Although/Though | যদিও বা তথাপি অর্থে | Although he is rich, he is unhappy Though he is rich, he is unhappy |
If/ Whether | indirect speech এ হ্যাঁ বা না-বোধক প্রশ্ন বুঝায় | He said,” Do you like apples?” Or He asked me if/whether I liked apples. |
While( যখন)/ When(ততক্ষণ) | সময় বুঝায় | While there is life, there is hope. He saw me when I came |
Parts Of Speech: Interjection
- মনের তীব্র আকস্মিক ভাব প্রকাশ করে- Hurrah! Alas! Ah! Bravo!
- Sentence থেকে আলাদা করলেও মূল sentence এর কোনো change আসে না।
– Hurrah! We have won the match
– Alas! The man is no more
নতুন কারিকুলামে ৬ষ্ঠ-৯ম শ্রেণির পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:
৬ষ্ঠ-৯ম শ্রেণির ‘পোস্টার প্রেজেন্টেশনের দারুন সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে এখনই ভিজিট করুন এই ফ্রি কোর্সটিতেঃ
ইংরেজিতে নিজেকে দক্ষ করে তুলতে আজই ভিজিট ১০ মিনিট স্কুলের এই কোর্সগুলোঃ
- English Grammar Fundamentals [Free]
- Academic English Grammar [Free]
- HSC Grammar Foundation Course [Free]
- ঘরে বসে English Grammar
- ঘরে বসে Spoken English
এছাড়াও ১০মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলো দেখতে ভিজিট করোঃ www.10minuteschool.com