10 Minute School
Log in

এসএসসি উচ্চতর গণিত সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬ (SSC All Board Question Solution 2016: Higher Math)

এসএসসি পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এলো বলে। তোমার চোখে তুখোড় সব ছাত্ররা সব পড়ে উল্টে ফেলছে বলেই তুমি ভাবছো। আর বাকি একমাত্র তোমারই মনে হচ্ছে ‘কিছুই পারি না’। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে পরীক্ষার আগে আগে এরকম মনোভাব উঁকি দিয়ে থাকে। আর পরীক্ষার ঠিক আগমুহূর্তে শিক্ষার্থীদের মাঝে একটি অদ্ভুত ব্যাপার দেখা যায়। তা হলো পারা প্রশ্নের উত্তরও ভুল লিখে ফেলা। 

বিশেষ করে হায়ার ম্যাথে। উচ্চতর গণিতের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো প্র‍্যাকটিস। অধ্যায়ভিত্তিক বেশিরভাগ ম্যাথই বারবার সলভ করতে হবে। ধরা যাক ত্রিকোণমিতির কথা, অনেকগুলো ফর্মুলা আছে। ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে যাতে প্রয়োজনে তাড়াতাড়ি ম্যাথে ইমপ্লিমেন্ট করা যায়। 

সম্পাদ্যর জন্য বারবার অংকন করে এবং উপপাদ্যর জন্য প্রমাণগুলো ভালো করে বুঝতে হবে। এরজন্য বিগত সালগুলোর বোর্ড প্রশ্ন সময় ধরে প্র‍্যাকটিস করতে হবে। প্রতিদিন যাচাই করতে হবে নিজেকে যে আগের দিনের থেকে কতটা নির্ভুলভাবে কম সময়ে প্রশ্নপত্র সমাধান করা যায়।

বিগত সালের প্রশ্নগুলো দেখে তুমিও কিন্তু প্রশ্নের প্যাটার্ন বুঝে নিতে পারো। সেজন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “এসএসসি উচ্চতর গণিত সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬” স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC All Board Question Solution 2016: Higher Math” ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে হায়ার ম্যাথের প্রতিটি টপিক থেকে আসা প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে। 

SSC All Board Question Solution 2016 Higher Math

একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে জ্যামিতি, ত্রিকোণমিতি, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিপদী বিস্তৃতি, সম্ভাবনা, বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সমীকরণ, ভেক্টর, সেট ও ফাংশন থেকে আসা প্রশ্নগুলো সলভ করতে হয়। এইসব অনুশীলন থেকে প্রতিবছরই একটা করে প্রশ্ন এসে থাকে। এই ফাইলে এসব প্রশ্নের সলিউশন চমৎকারভাবে গোছানো আছে। এগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। 

আমাদের এই ফাইলে তুমি Higher Math থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!