10 Minute School
Log in

এসএসসি রসায়ন সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৯ (SSC All Board Questions Solution 2019: Chemistry)

এসএসসিতে রসায়নে ভালো করার জন্য প্রতিটি অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি। কেমিস্ট্রির প্রশ্ন যদিও গণিত বা পদার্থবিজ্ঞানের মতো এতটা কঠিন হয় না। তবুও এ বিষয়টাতে অনেক সময় দিতে হয়। রসায়ন যত বেশি চর্চা করবে, তত ভালো করা সম্ভব। বিক্রিয়াগুলো বারবার লিখে চর্চা করতে হবে এবং ভালো করে বুঝতে চেষ্টা করতে হবে। 

পরীক্ষার আগে রসায়নের স্পেশাল ইকুয়েশন বা বিক্রিয়াগুলো দেখে যেতে হবে। সাধারণত শেষ সময়ে পুরো পড়া নতুন করে পড়ার সুযোগ হয় না। এই সময়ে মাথা ঠাণ্ডা করে প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়াশোনা করলে খুব কম সময়েই সিলেবাসের বেশিরভাগ অংশ তোমার আয়ত্ত্বে থাকা সম্ভব। 

তাই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে যাওয়া যায়। একদম শেষে এসে শুধু প্রশ্নগুলো দেখতে থাকবে, আর তথ্যগুলোতে চোখ বুলাবে। ফটোগ্রাফিক মেমরি কাজে লাগাবে, যাতে দেখলেই হয়ে যায়। অন্য সময়ের মত কষ্ট করে যেন পড়তে না হয়। কিন্তু বিগত সালের বোর্ড প্রশ্নগুলো কীভাবে জোগাড় করবে তা নিয়ে চিন্তা করছো?

তোমাদের জন্যই  টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “এসএসসি রসায়ন সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৯” স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC All Board Questions Solution 2019: Chemistry” ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে রসায়নের প্রতিটি টপিক থেকে আসা প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে। 

SSC All Board Questions Solution 2019 Chemistry

একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে পর্যায় সারণি, এসিড ক্ষার সমতা, খনিজ সম্পদ, রাসায়নিক বন্ধন, পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, আমাদের জীবনে রসায়ন, মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে আসা প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। এইসব অধ্যায় থেকে প্রতিবছরই একটা করে প্রশ্ন এসে থাকে। এই ফাইলে এসব প্রশ্নের সলিউশন চমৎকারভাবে রঙিন ছবিসহ গোছানো আছে। ছবি দিয়ে বোঝার কারণে তুমি পড়ার সময় খুব সহজে এগুলো ভিজ্যুয়ালাইজ করতে পারবে। এগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। 

আমাদের এই ফাইলে তুমি Chemistry থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!