অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য | Territorial features
পৃথিবীর অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য | Territorial Features of The World
পৃথিবীর ভূ-ত্বক
- পৃথিবীর বহিরাবরণকে বলা হয় ভূ-ত্বক, ভূ-পৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূ-ত্বক।
- ভূ-পৃষ্ঠের নিকটতম স্তর হলো ট্রপোস্ফিয়ার।
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম স্ট্রাটোস্ফিয়ার।
- ওজোন স্তর অবস্থিত স্ট্রাটোস্ফিয়ার মণ্ডলে।
- বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হলো এক্সোস্ফিয়ার।
ভূত্বকের প্রধান উপাদানসমূহ
- ভূ-ত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন
ভূ-ত্বকে অবস্থিত উপাদানসমূহের পরিমাণ
- অক্সিজেন ৪৬.৬%
- সিলিকন ২৭.৭%
- অ্যালুমিনিয়াম ৮.১%
- আয়রন ৫.১%
- ক্যালসিয়াম ৩.৭%
- সোডিয়াম ২.৮%
- পটাসিয়াম ২.৬%
- ম্যাগনেসিয়াম ২.১%
- ভূত্বকের পুরুত্ব খুবই কম, গড় ২০ কি.মি.
- পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধাতু রয়েছে- অ্যালুমিনিয়াম ধাতু (Al)
- চুনাপাথর পরিবর্তিত হয়ে পরিণত হয় মার্বেলে।
মালভূমি
- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো মালভূমি।
দ্রাঘিমাংশ
- গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলা হয়।
- প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় ৪ মিনিট।
দ্রাঘিমা রেখা
- যে নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না সেটি হচ্ছে দ্রাঘিমা রেখা।
- মানমন্দিরের পূর্বে গেলে সময় যোগ করতে হয় আর পশ্চিমে গেলে সময় বিয়োগ করতে হয়।
- বাংলাদেশের স্থানীয় সময় নির্ধারণের জন্য গ্রিনিচ প্রমাণ সময়ের সঙ্গে ৬ ঘণ্টা যোগ করা হয়।
প্রতিপাদ স্থান
- যে কোনো দুটি প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা।
- ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
আহ্নিক গতি
- দিন-রাত্রি সংগঠিত হয়,সমুদ্রস্রোত ও জোয়ার-ভাটা সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে।
- পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
অনুসূর
- ১-৩ জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয়। পৃথিবী ও সূর্যের এ অবস্থানকে অনুসূর বলে।
ভূত্বকের উপাদানসমূহ
- সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা।
- সবচেয়ে নরম খনিজ হলো টেলক (Caesium)।
- বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি ওজোস ডেল স্যালাডো (উচ্চতা ৬৮৯৩ মিটার) যার অবস্থান চিলি ও আর্জেন্টিনাতে।
- ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালা আল্পস।
- সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপে কাজ করার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির ডুবোজাহাজ হলো ব্যথিস্কোপ।
পৃথিবীর জলাশয় (WATER BODIES OF THE EARTH)
জলাশয়
- পৃথিবীর তলদেশে প্রাকৃতিক জলের পাশাপাশি পৃথিবীর ভূত্বকের উপরের স্তরে জলের আধারকে জলাশয় বলে।
মহাসাগর
- পৃথিবীতে মোট মহাসাগর ৫টি।
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
- গ্রেট ব্যারিয়ার রীফ অবস্থিত প্রশান্ত মহাসাগরে।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর।
- আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর দক্ষিণ মহাসাগর।
সাগর
- মহাসাগরের চেয়ে আয়তনে ছোট জলরাশিকে বলে সাগর।
- পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীনা সাগর।
- বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর।
- ‘ডেড সি’ বা মৃত সাগর অবস্থিত জর্ডানে।
উপসাগর
- তিন দিক স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে বলে উপসাগর।
- পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর।
হ্রদ
- চারদিকে স্থল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে বলে হ্রদ।
- পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, অবস্থান – ইউরেশিয়া।
- পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ।
- সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই পাঁচটি হ্রদকে একত্রে বলে গ্রেট লেকস। অবস্থিত উত্তর আমেরিকায়।
উপদ্বীপ
- জলাভূমি বেষ্টিত একটি ভূ-খণ্ড যা একটি সরু ভূ-খণ্ডের মাধ্যমে মূল ভূ-খণ্ডের সাথে যুক্ত থাকে তাকে বলে উপদ্বীপ।
নদী
- পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ।
- ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ।
- নীলনদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে।
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন।
- পৃথিবীর বৃহত্তম (প্রশস্ততম) নদী হলো আমাজন।
- আমাজান পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে।
- ভলগা নদী অবস্থিত রাশিয়ায়।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম দজলা ও ফোরাত।
দ্বীপ
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ।
- জাপানের রাজধানী টোকিও অবস্থিত হনসু দ্বীপে (জাপান সাগরে)।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত লুজন দ্বীপে।
- বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরু।
- ওয়েস্ট ইন্ডিজ কয়েকটি দ্বীপসমষ্টির নাম যার অবস্থান ক্যারিবিয়ান সাগরে।
বিরোধপূর্ণ দ্বীপ
- আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত, যা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে।
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ- কুড়িল দ্বীপ ও শাখালিন দ্বীপ।
স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ দুটি দেশ নিয়ে গঠিত-
- নরওয়ে
- সুইডেন
- শ্রীলংকার মুসলমান অধ্যুষিত একটি দ্বীপ মান্নার দ্বীপ।
- ইতালি ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ।
- সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে।
- উত্তমাশা অন্তরীপ- দক্ষিণ আফ্রিকা গার্দাফুই অন্তরীপ সোমালিয়ার অগ্রভাগে।
- বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ।
নদী তীরবর্তী শহরসমূহ
- হাডসন নদী তীরবর্তী শহর নিউইয়র্ক।
- টেমস নদী তীরবর্তী শহর লন্ডন।
- টিবার নদী তীরবর্তী শহর রোম।
- সিন নদী তীরবর্তী শহর প্যারিস।
প্রণালী
প্রণালী | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
পক প্রণালী | ভারত – শ্রীলংকা | ভারত মহাসাগর – আরব সাগর |
বেরিং প্রণালী | এশিয়া – আমেরিকা | চুকচি সাগর – বেরিং সাগর |
জিব্রাল্টার প্রণালী | আফ্রিকা – ইউরোপ | উত্তর আটলান্টিক – ভূমধ্যসাগর |
বসফরাস প্রণালী | এশিয়া – ইউরোপ | মরমর সাগর – কৃষ্ণ সাগর |
দার্দানেলিস প্রণালী | এশিয়া – ইউরোপ | ইজিয়ান সাগর – মর্মর সাগর |
বাব-আল মান্দেব প্রণালী | এশিয়া – আফ্রিকা | এডেন – লোহিত সাগর |
ইংলিশ চ্যানেল | ফ্রান্স – ইংল্যান্ড | আটলান্টিক – উত্তর সাগর |
হরমুজ প্রণালী | ইরান – সংযুক্ত আরব আমিরাত | পারস্য উপসাগর – ওমান উপসাগর |
ফরমোজা প্রণালী | তাইওয়ান – চীন | পূর্ব চীন সাগর – টংকিং সাগর |
মালাক্কা প্রণালী | সুমাত্রা – মালয়েশিয়া | আন্দামান সাগর – জাভা সাগর |