10 Minute School
Log in

Verbs

The Verbs

যে Parts of Speech দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে Verb বলে।

Verb-এর প্রকারভেদ

  • Principal Verb: যে Verb একাই অথবা সাহায্যকারী ক্রিয়ার সহিত ব্যবহৃত হতে পারে, তাকে Principal Verb বলে। যেমন: Mother scold her child for not eating.
  • Auxiliary Verb: যে Verb Principal Verb-কে Tense, Mood ও Voice গঠনে সাহায্য করে, তাকে Auxiliary Verb বলে। যেমন: We shall not laugh at the poor.
  • Primary Auxiliary: To be, To have, Do.
  • Modal Auxiliary: Shall, should, will, would, can, could, may, might, ought to, must, need, dare, used to.
  • Finite Verb: Subject (Nominative), Number, Tense অনুযায়ী যে Verb এর রূপ পরিবর্তন হয়, তাকে Finite Verb (সমাপিকা ক্রিয়া) বলে। যেমন: My mother cooked biryani yesterday.
  • Transitive: যে Verb-টি একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে Transitive Verb (সকর্মক ক্রিয়া) বলে। যেমন: Rahim wants. এই বাক্যের মাধ্যমে সম্পূর্ণ অর্থটি প্রকাশ পাচ্ছে না, প্রশ্ন রয়ে যাচ্ছে। সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য Object ব্যবহার করা প্রয়োজন।
  • Intransitive Verb-এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পাদন করালে তা Transitive রূপে ব্যবহার হয় এবং এদের  Causative Verb বলে।
Intransitive Use Transitive Use
Milk boils My sister boils an egg.
  • Intransitive: যে Verb অন্য কোনো Word এর সাহায্য ছাড়াই একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Intransitive Verb  (অকর্মক ক্রিয়া) বলে। যেমন: Dog barks. এই বাক্যের verb সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে।

Important Intransitive Verbs:

    • Verbs of Movement or Direction: Rise, Come, Go, Move, Jump, Boil, Fly, Get up, Dance, Float, Swim, Play.
    • Verbs of Sound: Laugh, Cry, Whistle. 
    • Verbs of Rest or Position: Lie, Sleep, Breath, Stop.
    • Others: Break, Open, Smoke.

Transitive Verb এর একটি বস্তুবাচক এবং একটি ব্যক্তিবাচক Object থাকলে, তা Transitive Verb with Double Object। যেমনঃ Tania lent me some money.

কিছু ক্ষেত্রে Transitive Verb Object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং তাদের Intransitive Verb বলে । যেমন:

Transitive use Intransitive use
Rahim walks slowly. The old man can not walk.

Transitive Verb Passive Voice-এর অর্থ প্রকাশ করলে Intransitive রূপে ব্যবহৃত হয় এবং তাকে Quasi-Passive Verb বলে। 

Transitive Use Intransitive Use
My father sells books. Rice sells cheap.

এরপরে একই Verb Object হিসেবে ব্যবহার হলে তাকে Transitive বলা হয় এবং Object-টিকে Cognate Object বলে।

Transitive Use Intransitive Use
I dreamt last night. I dreamt a good dream.

Transitive Verb-এর Subject এবং Object একই বস্তু বা ব্যক্তিকে হলে তাকে Reflexive Verb বলে। যেমন: You should treat yourself.

Transitive Verb-এর Subject এবং Object-এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া অর্থ প্রকাশ পেলে তা Reciprocal Verb। যেমন: They hated each other.

  • Verb of Incomplete Predication: Transitive Verb এর Object থাকা সত্বেও যখন Intransitive Verb অতিরিক্ত শব্দের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না; তখন তাকে Verb of  Incomplete Predication বলে।
  1. Transitive Verb of Incomplete Predication or Factitive Verb. Example – We named him Tiger.
  2. Intransitive Verb of Incomplete predication or Copulative Verb. ExampleThat boy looks handsome.
  • Non-finite Verb: Subject (Nominative), Number, Tense অনুযায়ী যে Verb-এর রূপ পরিবর্তন হয় না, তাকে Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) বলে। যেমন: They came to us running.
  • The Linking Verb: Intransitive Verb Subject ও Complement-এর মধ্যে Link তৈরি করলে তাকে Linking Verb বলে। যেমন: It is nice.
  • The Phrasal Verb: Intransitive Verb এর পূর্বে বা পরে Preposition যুক্ত হয়ে তা Transitive হলে এবং এর অর্থের পরিবর্তন হলে তাকে Group Verb / Phrasal Verb / Prepositional Verb বলে। 
Transitive use Intransitive use
The man asked. She asked for (খোঁজা) her son.

Modals:

Auxiliary Verb মূল Verb এর সাথে যুক্ত হয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাদের Modals বলে। যেমনঃ Can, Could, May, Might, Shall ইত্যাদি।

Modals-এর ব্যবহার

  • May/ Might
    • Permission বোঝাতে।
    • Possibility বোঝাতে।
    • Purpose বোঝাতে।
    • Wishes বোঝাতে।
  • Can
    • Ability বোঝাতে।
    • Permission বোঝাতে।
    • Suggestion বোঝাতে।
    • Request বোঝাতে।
  • Could
    • Polite request বোঝাতে।
    • Result বোঝাতে।
    • Past ability বোঝাতে।
    • Suggestion বোঝাতে।
  • Shall
    • Request for Advice / Order / Suggestions বোঝাতে 1st person-এর পর।
    • Command, Threat, Authoritative Order প্রকাশ করতে 2nd & 3rd Person-এর পর।
    • Intention & Determination বোঝাতে 2nd  & 3rd Person-এর পর।
  • Should
    • Obligation/duty বোঝাতে।
    • আশংকা বোঝাতে।
    • Assumption বোঝাতে।
  • Will/ Would
    • Determination বোঝাতে।
    • Intention বোঝাতে।
    • Polite request বোঝাতে।
    • Preference বোঝাতে like, love, hate, prefer, care-এর সাথে।
  • Must
    • Obligation বোঝাতে।
    • Logical Conclusion বোঝাতে।
    • Determination বোঝাতে।
    • Advice বোঝাতে।
  • Have to
    • Obligation বোঝাতে।
    • Advice বোঝাতে।
  • Need
    • Need Principal ও Auxiliary Verb রূপে ব্যবহৃত হয়।
    • Need Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হলে তাকে Semi-modals বলে।
    • Need যখন Modal হিসেবে ব্যবহৃত হলে তা Negative অর্থ প্রকাশ করে।
  • Dare
    • Dare Principal ও Auxiliary Verb রূপে ব্যবহৃত হয়।
    • Dare যখন Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হলে তাকে Semi-modals বলে।
  • Used to
    • অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে।
    • অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে।
  • Going to
    • Intention বোঝাতে।
    • Predict করতে।
  • Had Better
    • Unreal Past/Present/Future Tense-এর অর্থ প্রকাশে।
    • কোনো কিছু করা ভালো এমন ধারণা দিতে।