নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ (Gymnosperms And Angiosperms)
নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ (Gymnosperms And Angiosperms)
আমরা জানি, ফল তৈরি হয় গর্ভাশয় থেকে এবং বীজ তৈরি হয় ডিম্বক থেকে। যদি গর্ভাশয় না থাকে, ফল তৈরি হবে না।
অতএব, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো (Characteristic Features of Gymnosperms):
১। উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পারোফাইট অসমরেণুপ্রসূ (heterosporous) অর্থাৎ, মাইক্রোস্পারে ও মেগাস্পারোফিল (পুং ও স্ত্রী স্পারো) তৈরি করে।
২। রেণুপত্র অর্থাৎ, স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ (cone) তৈরি করে।
৩। মেগাস্পারোফিল-এ (স্ত্রীরেণুপত্র) কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই।
৪। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়।
৫। ডিম্বক মেগাস্পারোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে।
৬। গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।
৭। ফল সৃষ্টি হয় না বলে বীজ (নিষিক্ত ডিম্বক) নগ্ন অবস্থায় থাকে।
৮। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্ৰম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।
৯। জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না।
১০। সকলেই বায়ু পরাগী।
১১। জীবনচক্রে অসমআকৃতির (heteromorphic) জনুক্রম বিদ্যমান।
১২। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়।
১৩। Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য।
একটি নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ:
Cycas
শ্রেণীবিন্যাস (Classification):
Kingdom |
Plantae |
Division |
Cycadophyta |
Class |
Cycadopsida |
Order |
Cycadales |
Family |
Cycadaceae |
Genus |
Cycas |
গঠন বৈশিষ্ট্য (Structure features):
অন্যান্য বীজযুক্ত উদ্ভিদের ন্যায় Cycas উদ্ভিদটিও স্পোরোফাইট। স্পোরোফাইটটি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। Cycas-এর কাণ্ড খাড়া, সাধারণত অশাখ, স্থূল, বেলনাকার (cylindrical)। কাণ্ডগাত্র স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ। কাণ্ড ৮ হতে ১৪ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। কোনো কোনো প্রজাতি, যেমন- C. media আরো উচু হতে পারে। সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষমুকুল ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হয়। পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে।
প্রতিটি পাতা পক্ষল যৌগিক। কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিলাকারে সাজানো। কচিপাতা ফার্নের ন্যায়। কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাসযুক্ত (circinate vernation)। Cycas উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র (foliage leaves) ছাড়া আরও এক প্রকার বাদামি বর্ণের রোমশ শল্কপত্র (scale leave) আছে। সুতরাং, পাতা দু’ধরনের। শল্কপত্রগুলো–যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। পাম উদ্ভিদ এবং ফার্ন-এর পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিলসম্পন্ন বলে অনেক সময় Cycas কে পামফার্ন বলা হয়। যৌগপত্রের প্রতিটি পত্রকখণ্ড গাঢ় সবুজ বর্ণের, মসৃণ, চর্মবৎ, রেখাকার হতে লেন্স আকৃতির। পত্রকখণ্ডে একটিমাত্র মধ্যশিরা (midrib) থাকে, কোনো প্রকার শিরা (vein) বা উপশিরা (veinlet) স্পষ্ট নয়। পত্রকখণ্ডের সংখ্যা এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে ভিন্নতর হয়।
মূল (Root):
প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। তবে ইহা স্বল্পস্থায়ী কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়।
ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতির এসব মূলকে কোরালয়েড মূল (coralloid root) বা রুট টিউবারকল (root tubercle) বলে। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaera ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর বলে।
জীবন্ত জীবাশ্ম (Living fossil):
বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীত কালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্টের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল।