ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স (Singular and Non-singular Matrix)
যদি কোনো বর্গ ম্যাট্রিক্স A এর নির্ণায়ক A বা det(A)=0 হয় তবে A কে ব্যতিক্রমী ম্যাট্রিক্স (Singular Matrix) বলে। আবার যদি নির্ণায়ক Aবা det(A)≠0 হয় তবে A ম্যাট্রিক্সকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স (Non-singular Matrix) বলে।
উদাহরণ:A=[71448]এবং [510613]
এখানে ∣A∣=∣∣71448∣∣=56−56=0সুতরাং A হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স।
এবং ∣B∣=∣∣510613∣∣=65−60=5=0সুতরাং B হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স।
বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স (Inverse matrix of a square matrix)
দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্সের সমান হয় তবে এদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ যদি কোনো বর্গ ম্যাট্রিক্স A এর জন্য একটি একই ক্ৰমের বর্গ ম্যাট্রিক্স B থাকে যেন AB=BA=I হয়, (যেখানে I হলো একক বা অভেদক ম্যাট্রিক্স) তবে B ম্যাট্রিক্সকে A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে।
A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে A−1 দ্বারা প্রকাশ করা হয়।
অপরপক্ষে A ম্যাট্রিক্সকেও B ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে।
উল্লেখ্য যে, শুধু অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান।
এবং BA=[2345][2−5232−1]=[−5+62−5+2154−46−5]=[1001]
এখানে AB=BA=I
সুতরাং, A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স B এবং B ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স A অর্থাৎ A = B’ এবং B=A।
দ্রষ্টব্য: দুই ক্ৰমের বর্গাকার ম্যাট্রিক্স : [acbd]এর বিপরীত ম্যাট্রিক্স ad−bc1[d−c−ba]
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স (Adjoint matrix)
যদি কোন বর্গ ম্যাট্রিক্স A=(aij)n×snএবং Cij, A ম্যাট্রিক্সের উপাদানের সহগুণক হয় তবে A ম্যাট্রিক্সের উপাদানগুলোর অনুরূপ সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে A ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স (Adjoint matrix) বলে। ইহাকে adj(A) দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ