Clauses
যে শব্দসমষ্টিতে কমপক্ষে একটি Subject ও একটি Finite Verb থাকে এবং নিজে একটি sentence গঠন করতে পারে বা একটি Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে Clause বলে।
Kinds of Clause
- Principal Clause or Independent Clause
- Subordinate Clause or Dependent Clause
- Coordinate Clause
1) Independent Clause or Principal Clause
যে Clause-এ একটি Subject এবং একটি Finite Verb থাকে এবং পৃথকভাবে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal বা Independent Clause বলে।
যেমন: Fatima takes care of her mother.
এখানে Sentence-এ একটি Subject “Fatima” এবং একটি Finite Verb “takes care” আছে। এবং Sentence-টি অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাই এই Clause বা বাক্যাংশ-কে Principalবা Independent Clause বলে।
2) Dependent or Subordinate Clause
যে Clause- এ একটি Subject এবং একটি Finite Verb থাকে কিন্তু Principal Clause এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে Subordinate বা Dependent Clause বলে
যেমন: I had a green pen which is lost.
এখানে, একটি Subject “Which” এবং একটি Finite Verb “Lose” থাকা সত্ত্বেও Principal Clause “I had a green pen” বাক্যাংশ ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাই এই বাক্যাংশকে Dependent Clause বা Subordinate Clause বলে।
Kinds of Subordinate Clause
Three types:
- Noun Clause
- Adjective Clause
- Adverb Clause
Noun Clause
যে Clause, Sentence-এ Noun-এর মত কাজ করে, তাকে Noun Clause বলে।
যেমন: The car we wanted to buy was sold.
এখানে, underlined অংশটুকু Sentence-এ Noun এর কাজ করছে, তাই এটি Noun Clause
Connectives of Noun Clause
Noun Clause , Sentence-এ তিন প্রকার Connective দ্বারা যুক্ত হতে পারে। যেমনঃ
1) Conjunction দ্বারা– That
2) Interrogative Pronoun দ্বারা– Who, what, etc.
3) Interrogative Adverb দ্বারা– How, where, if, why, etc.
Sentence এ Noun Clause এর অবস্থান
- Verb-এর Subject রূপে: Why he had not attended is unknown to all.
- Verb-এর Object রূপে: I asked if he lied.
- Object-এর Complement রূপে: Father asked me what I need.
Complement দুই প্রকার। যথা:
- Subjective Complement
- Objective Complement
- Subject-এর Complement রূপে: The concern is how we can solve the situation.
- Preposition-এর Object রূপে: We had no idea of this surprise plan.
- Noun বা It pronoun-এর Apposition রূপে: There is a rumour that he went abroad.
Adjective Clause
যে Clause কোনো sentence-এর Noun-কে Modify করে তাকে Adjective Clause বলে।
- Adjective Clause-এর পূর্বে Antecedent থাকে।
- Adjective Clause-এ কিছু Relative Pron
The forms of Relative Pronoun are:
Subject form | Object form | Possessive form | |
For Person | Who | Whom | Whose |
That | That | Which | |
For Object | Which | Whose | Of which |
That | That | – |
1) Adjective Clause with Relative Pronoun as subject: The policeman, who was on duty, rushed to the spot.
2) Adjective Clause with Relative Pronoun as Object: This is the dress that my mother gifted me.
3) Adjective Clause with Relative Pronoun as Object of Preposition: This is the movie about which I told you yesterday.
4) Adjective Clause with Relative Pronoun as Possessive: The girl whose shoe was stolen walked barefoot the whole way.
* ব্যক্তি, বস্তু ও প্রাণীর ক্ষেত্রে “Whose” ব্যবহার করা যায়।
** তবে বস্তু ও প্রাণীর ক্ষেত্রে “Whose” এর পরিবর্তে “of which” ও ব্যবহার করা যেতে পারে।
5) Adjective Clause with Relative Adverb: We guessed the place where they could go.
6) Adjective Clause with ‘But’ as Relative Pronoun: There is none but wishes to be successful.
7) Adjective Clause with “the same_as/that”: This is the same dress that I bought yesterday.
Defining Relative Clause: এই Clause এর পূর্বে Antecedent রূপে ব্যবহৃত Noun-এর সীমাকে সংকুচিত করে।
যেমন: The girl who danced on the stage is my sister.
Non-Defining Relative Clause: এই Clauseএর পূর্বে Antecedent রূপে ব্যবহৃত Noun-এর সীমাকে সংকুচিত করে না। বরং Sentence-কে দীর্ঘতর করতে ব্যবহৃত হয়।
যেমন:
Our leader, who is very honest, has joined the rally.
Cleft Sentence With Defining Clause
Structure: It+ Be verb + Noun/Pronoun + Definite Relative Clause.
যেমন: It was Jerry who mended the floor.
Adverb Clause
যে Clause Sentence-এ Verb-কে modify করে অর্থাৎ Adverb-এর কার্য সম্পন্ন করে তাকে Adverb Clause বলে। মাঝে মাঝে এটি Adjective ও Adverb-কেও Modify করে ।
Types of Adverb Clause
- Adverb Clause of time
- Adverb Clause of place
- Adverb Clause of reason
- Adverb Clause of manner
- Adverb Clause of condition
- Adverb Clause of degree
- Adverb Clause of result
- Adverb Clause of purpose
- Adverb Clause of concession
a) Adverb Clause of Time: এ Clause, Principal Clause-এর কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে।
Conjunction of time দিয়ে Clause শুরু হয়। যেমন: We went shopping after I came from school.
b) Adverb Clause of Place: এ Clause, Principal Clause-এর কার্য সম্পাদনের স্থান নির্দেশ করে।
Conjuction of place দ্বারা এ Clauseশুরু হয়। যেমন: Where, Wherever, whence ইত্যাদি। Example: You cannot park your car wherever you want.
c) Adverb Clause of Reason: এ Clause, Principal Clause-এর কার্য সম্পাদন হওয়া বা না হওয়ার কারণ নির্দেশ করে। এ Clause-গুলো যে সকল Conjunction দ্বারা শুরু হয় তা হলো As, since, for, because, that ইত্যাদি। যেমন: I like him because he is honest.
d) Adverb Clause of Manner: এ Clause, Principal Clause-এর কার্য কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে। As, like, how, however ইত্যাদি দ্বারা এ Clause শুরু হয়। যেমন: You cannot dance like your sister does.
e) Adverb Clause of Condition: এ Clause দ্বারা শর্ত আরোপ করা হয়। তাই এ clause If, whether, unless, but, for, otherwise, provided, suppose ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
f) Adverb Clause of Comparison: এ Clause দ্বারা দুইটি জিনিসের মধ্যে তুলনা প্রকাশ করে। এ Clause-এ than, as… as, so… as, the same … as, the ব্যবহৃত হয়। যেমন: Rimi is shorter than Lili.
g) Adverb Clause of Result: এ Clause Principal Clause-এর ফল প্রকাশ করে। That- conjunction দ্বারা Clause শুরু হয়। যেমন: Hasan is so tall that he cannot stand in a bus.
h) Adverb Clause of Purpose: এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে। এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।যেমন: Walk fast lest you should be late for the class.
i) Adverb Clause of Concession: এ Clause, Principal Clause-এর বক্তব্যের বিপরীতে ধারণা প্রকাশ করে। Though, although, even, even if ইত্যাদি Conjunction দ্বারা এই Clause শুরু হয়। যেমন: Though he is poor, he is honest.
3) Coordinate Clause
Co-ordinating Conjunction দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause যুক্ত হয়, তখন সেই Clause-কে Co-ordinate Clause বলে।
Coordinating Conjunction-গুলো হলো- And, Both… and, Also, Too, As well as, Not only… but also, Either… or, Neither… nor, Otherwise, Else, Or, But, Still, Yet, Nevertheless, However, Whereas, While, Only, Therefore, So, So then, Then.
যেমন: You must work hard or you can not succeed in life.
এখানে, দুইটি Clause ”You must work hard” এবং “You can not succeed in life” Coordinating Conjunction “or” দ্বারা যুক্ত, তাই তাদের Coordinate Clause বলে।