মানচিত্রে বাংলাদেশ | Bangladesh In Map
বাংলাদেশের অবস্থান (Location of Bangladesh)
 
 কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যানসার) বাংলাদেশের মাঝ দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গিয়েছে।
বাংলাদেশের আয়তন
- ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
 - ৫৬,৯৭৭ বর্গমাইল।
 - আয়তনের দিক থেকে বিশ্বে অবস্থান – ৯৪তম।
 - সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আয়তনে বাংলাদেশের অবস্থান- চতুর্থ।
 
বাংলাদেশের সীমান্ত
- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য- ৪৭১১ কি. মি.।
 - অর্থনৈতিক সমুদ্র সীমা – ২০০ নটিক্যাল মাইল (EEZ)।
 
সীমান্তবর্তী অঞ্চল
- উত্তরে-ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
 - পূর্বে-ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার।
 - পশ্চিমে-ভারতের পশ্চিমবঙ্গ।
 - দক্ষিণে -বঙ্গোপসাগর।
 - বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা – ৩২টি 
- ভারতের সাথে- ৩০টি
 - মিয়ানমারের সাথে- ৩টি
 - রাঙামাটি ভারত ও মিয়ানমার উভয় সীমান্তের সাথে সংযুক্ত।
 
 
সেভেন সিস্টার্স (Seven Sisters)
 
 ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো-
- আসাম,
 - মিজোরাম,
 - মেঘালয়
 - ত্রিপুরা
 - মণিপুর,
 - নাগাল্যান্ড
 - অরুণাচল
 
বিভাগ পরিচিতি
রংপুর বিভাগ
রংপুর বিভাগ ঘোষণা করা হয় ২৫ জানুয়ারি ২০১০ সালে।
যা রয়েছে রংপুর বিভাগে
- বুড়িমারী স্থলবন্দর।
 - বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারেজ’।
 - দেশের কৃষিভিত্তিক EPZ উত্তরা।
 - বাংলাদেশের উত্তরতম জায়গা বাংলাবান্ধা, তেঁতুলিয়া, পঞ্চগড়।
 - জাতীয় সংসদ: ১ নং আসন- পঞ্চগড়-১
 
রাজশাহী বিভাগ
যা রয়েছে রাজশাহী বিভাগে
- দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর- হিলি, দিনাজপুর।
 - বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হার্ডিঞ্জ অবস্থিত- পাবনা জেলায়।
 - বাংলাদেশের উষ্ণতম স্থান- নাটোরের লালপুর।
 - বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত- নাটোরের লালপুর।
 - বাংলাদেশের উষ্ণতম জেলা- রাজশাহী।
 - গো-চারণের বাথানভূমি আছে পাবনা ও সিরাজগঞ্জে।
 - বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল।
 - বাংলাদেশের পশ্চিমতম জায়গা মনাকশা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ খুলনা বিভাগ।
 
খুলনা বিভাগ
যা রয়েছে খুলনা বিভাগে
- মুজিবনগর পুরাতন নাম- বৈদ্যনাথতলা।
 - কুষ্টিয়া পুরাতন নাম- নদীয়া।
 - বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল।
 - বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা – যশোর।
 - বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা – যশোর (৬ ডিসেম্বর, ১৯৭১)।
 - মংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত- পশুর।
 - বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী – হাড়িয়াভাঙ্গা।
 - বাংলাদেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র – করমজল, সুন্দরবনে অবস্থিত।
 - সুন্দরবন, অবস্থিত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী জেলায়।
 - সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে UNESCO, ১৯৯৭ সালে।
 - সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় ২৯ মে, ১৯৯২ সালে।
 
ময়মনসিংহ বিভাগ
- বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ময়মনসিংহে।
 - বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট- ময়মনসিংহে।
 
ঢাকা বিভাগ
- ঢাকা বিভাগ ১৮২৯ সালে গঠিত হয়।
 - শিক্ষার হার : ৬২%।
 - ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর।
 
যা রয়েছে ঢাকা বিভাগে
- প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জ জেলাকে।
 - সবচেয়ে ছোট জেলা – নারায়ণগঞ্জ।
 - বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ।
 - গিয়াসউদ্দিন আজম শাহর মাজার, পানাম নগর ও বাংলাদেশ লোকশিল্প জাদুঘর – সোনারগাঁয়ে অবস্থিত।
 - আড়িয়াল বিল অবস্থিত মুন্সীগঞ্জে।
 - মুন্সীগঞ্জ-এর পুরাতন নাম বিক্রমপুর।
 - কুমিল্লা-এর পুরাতন নাম ত্রিপুরা।
 
বরিশাল বিভাগ
১৯৯৩ সালে তৎকালীন খুলনা বিভাগের ছয় জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়।
যা রয়েছে বরিশাল বিভাগে
- বাংলার ভেনিস ও শস্যভান্ডার হিসেবে পরিচিত- বরিশাল।
 - সাগর কন্যা নামে পরিচিত- কুয়াকাটা (পটুয়াখালি)।
 - সাগর দ্বীপ বলা হয়- ভোলা।
 - সবচেয়ে কম লোক বাস করে- বরিশাল বিভাগে।
 - বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর- পায়রা, পটুয়াখালী।
 
সিলেট বিভাগ
সিলেট বিভাগ গঠিত হয় ১ আগস্ট ১৯৯৫ সালে।
যা রয়েছে সিলেট বিভাগে
- মেঘনা বাংলাদেশে প্রবেশ করেছে – সিলেট দিয়ে।
 - ৩৬০ আউলিয়ার দেশ সিলেট।
 - বাংলাদেশে প্রথমবারের মতো ইউরেনিয়াম পাওয়া গেছে- মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে।
 - প্রথম ‘সাইবার সিটি’- সিলেট।
 - বাংলাদেশের প্রথম চা বাগান- সিলেটের মালনিছড়া।
 - সবচেয়ে বেশি চা বাগান আছে এবং উৎপাদন হয়- মৌলভীবাজারে।
 - বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট – শ্রীমঙ্গল, সিলেট।
 - বাংলাদেশের শীতলতম স্থান- শ্রীমঙ্গল।
 - বাংলাদেশের শীতলতম জেলা- সিলেট।
 - বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত- সিলেটের লালাখাল।
 - বাংলাদেশের শীতলতম স্থান- শ্রীমঙ্গল।
 - বাংলাদেশের শীতলতম জেলা- সিলেট।
 - বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত- সিলেটের লালাখাল।
 - টাঙ্গুয়ার হাওড় – সুনামগঞ্জে।
 - রামসার সাইট হিসেবে স্বীকৃত লাভ ২০ জানুয়ারি, ২০০০।
 - বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড ও হামহাম – মৌলভীবাজার জেলায় অবস্থিত।
 
চট্টগ্রাম বিভাগ
১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বর্তমানে চট্টগ্রাম বিভাগ ১১টি জেলা নিয়ে গঠিত।
যা রয়েছে চট্টগ্রাম বিভাগে
- বাংলাদেশের প্রথম ও একমাত্র ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবস্থিত – চট্টগ্রামের আগ্রাবাদে।
 - ১২ আউলিয়ার দেশ চট্টগ্রাম।
 - আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
 - বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি চট্টগ্রাম বিভাগে (৪৩%)।
 - বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রাম।
 - বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী- হালদা।
 - বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র – হালদা।
 - ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।
 - কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে খরস্রোতা কর্ণফুলী নদীর উপর অবস্থিত।
 - বাংলাদেশের সবচেয়ে বড় জেলা – রাঙ্গামাটি।
 - বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিনডং (বিজয়), উচ্চতা – ১২৩১ মিটার, অবস্থান – রুমা, বান্দরবান জেলায়।
 - সবচেয়ে কম লোক বাস করে – বান্দরবান জেলায়।
 - পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দৈর্ঘ্য – ১২০ কি. মি.।
 - বাংলাদেশে রাবার উৎপাদন হয় রামুতে (কক্সবাজার)।
 - শীতল পানির ঝর্ণা হিমছড়ি (কক্সবাজার)।
 - দেশের বায়ুবিদ্যুৎ কেন্দ্র – কক্সবাজারের কুতুবদিয়া।
 - বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী।
 - বাংলাদেশের পূর্বতম জায়গা আখাইনঠং, থানচি, বান্দরবান।
 - বাংলাদেশের দক্ষিণতম জায়গা ছেড়াদ্বীপ, টেকনাফ, কক্সবাজার।
 - উষ্ণ পানির ঝর্ণা সীতাকুণ্ড (চট্টগ্রাম)।