10 Minute School
Log in

Annelida (অ্যানিলিডা) বা অঙ্গুরীমালা

Phylum – 6 : Annelida (অ্যানিলিডা) বা অঙ্গুরীমালা

[ annelus = little ring, ছোট আংটি + ida = form, আকৃতি ]

পর্ব Annelida-র বৈশিষ্ট্য

  1. দেহ লম্বা নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম এপিথেলিয়াম নিঃসৃত পাতলা কিউটিকলে-এ আবৃত এবং প্রকৃত সিলোম যুক্ত।
  2. প্রকৃত খন্ডকায়ন উপস্থিত আংটির মত অনেকগুলো এরকম খন্ডক নিয়ে দেহ গঠিত। এদের চলন অঙ্গ কাইটিনময় সিটি (setae) বা পেশল প্যারাপোডিয়া (parapodia)। annelida
  3. দেহের প্রায় প্রতিটি খণ্ডকে অবস্থিত নেফ্রিডিয়া (nephridia) নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে ।
  4. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ (closed) প্রকৃতির, রক্তবর্ণ লাল। রক্তরসে হিমোগ্লোবিন অথবা ক্লোরোক্রুয়োরিন দ্রবীভূত অবস্থায় থাকে ।
  5. পৌষ্টিকনালি নলাকার ও সম্পূর্ণ; মুখ ও পায়ুছিদ্র সমন্বিত।
  6. পরোক্ষ পরিস্ফুটন এর  ক্ষেত্রে সাঁতারু ট্রোকোফোর (trocophore) নামক লার্ভার বিকাশ ঘটে।
annelida-example

পর্বটি ৩টি শ্রেণীতে বিভক্ত :

Class-1 : Polychaeta (যেমন- নেরিস)

Class-2 : Oligochaeta (যেমন- কেঁচো)

Class-3 : Hirudinea (যেমন- জোঁক)