10 Minute School
Log in

বানান ও ভাষাগত যৌক্তিক বিচার

শুদ্ধ বানান

ভুল বানান শুদ্ধ বানান
অধঃগতি অধোগতি
Indweling Indwelling
Achivement Achievement
কুসংষ্কার কুসংস্কার
নিশিথীনি নিশীথিনী
আকাঙ্খা আকাঙ্ক্ষা
সূচিস্মিতা শুচিস্মিতা
মূমুর্ষু মুমূর্ষু
মুর্হুর্মূহু মুহুর্মুহু
Sunami Tsunami
Superceed Supersede
Mispell Misspell
আহব্বায়ক আহবায়ক
স্বায়ত্ত্বশাসন স্বায়ত্তশাসন
মরিচীকা মরীচিকা

বর্ণ সংক্রান্ত সামর্থ্য

১। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় চ এর অবস্থান ৬ষ্ঠ।

আবার ইংরেজি বর্ণমালায় G এর অবস্থান সপ্তম। 

তাই চ*G= ৬*৭= ৪২

২। বাংলা বর্ণমালা: ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ ।

৩। PARIS

৪। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

J থেকে D পর্যন্ত পার্থক্য ৫ টি বর্ণের।

K থেকে F পর্যন্ত পার্থক্য ৪ টি বর্ণের।

P থেকে M পর্যন্ত পার্থক্য ২ টি বর্ণের।

T থেকে R পর্যন্ত পার্থক্য ১ টি বর্ণের।

সুতরাং, শূন্যস্থানে হবে MI, কারণ, M থেকে I পর্যন্ত পার্থক্য ৩ টি বর্ণের।

৫। 

গ ঘ ঙ 

জ ঝ ঞ 

ড ঢ ণ 

দ ধ ন 

প ফ ব ভ ম 

য র ল শ ষ 

স হ ড় ঢ় য় 

ৎ ং ঃ ঁ ।

৬। Strand কারণ ডিকশনারিতে বর্ণানুক্রমে সাজানো থাকে।

৭। Bakery কারণ ডিকশনারিতে বর্ণানুক্রমে সাজানো থাকে।

৮। পর্যায়ক্রমে শুরু এবং শেষের বর্ণ জোড় বাঁধছে।

সমার্থক ও বিপরীতার্থক শব্দ

সমার্থক শব্দ

অম্বর- আকাশ

বামেতর- ডান

অনীক- সৈনিক

Officialese- Language used in offices

Denounce, condemn- নিন্দা

Recalcitrant- অবাধ্য

Compliant- অনুবর্তী

Equivocal- pending · confused · problematic

Precedence- প্রাধান্য, Priority

বাগধারা

মণিকাঞ্চন যোগ – সোনায় সোহাগা

আম দুধে মেশা- ভালো সম্পর্ক

আদায় কাঁচকলায়- শত্রুতা

বিপরীত শব্দ

তাপ- শৈত্য

Recalcitrant- Compliant

Equivocal- Clear

ভাষাগত যৌক্তিক বিচার

ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন

১। শব্দঃ কর্ণ; আলোঃ চক্ষু

২। কারণ পিতল সংকর ধাতু

৩। At দিয়ে এখানে ম্যাথমেটিকস এর জগতে ভালো বুঝায়, কিন্তু in দিয়ে তুলনামূলক ছোট পরিসরে বা ক্লাসের সকলের মাঝে বুঝায়।

৪। কারণ সৌজন্যবোধ আমাদের মানবীয় বা চারিত্রিক গুণাবলির অংশ।

৫। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি!

৬। বিভিন্ন রকমের খাদ্য উপাদান মিলিয়ে সুষমখাদ্য তৈরি হয়। তাই নির্বাচন করা এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে আপনি কোনগুলোকে নির্বাচিত করছেন।

৭। উদঘাটন করা, অর্থাৎ খুঁজে বের করা।

৮। Cosmology অর্থ- মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান।

৯। Ambiguous শব্দটির বাংলা প্রতিশব্দঃ 1. দ্ব্যর্থক

  1. অস্পষ্ট
  2. সন্দেহজনক
  3. অনির্ধারিত
  4. দ্ব্যর্থ
  5. অনির্দিষ্ট
  6. অনিশ্চিত
  7. দ্ব্যর্থযুক্ত
  8. উভয়ার্থ
  9. সন্দেহপূর্ণ
  10. দ্ব্যর্থবোধক
  11. দুর্বোধ্য
  12. দ্ব্যর্থব্যঞ্জক
  13. রহস্যময়

১০। কাবাডি খালি হাতে খেলা হয়, কোনো সরঞ্জাম লাগেনা।

সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়ঃ

১। বৃদ্ধ দম্পতি- ২ জন

আরো দুই দম্পতি- ৪ জন 

দুই দম্পতির ২ জন করে সন্তান- ৪ জন।

আমি- ১ জন

২। খ, গ, চ এরা ভাই-বোন, তাই খ এর ছেলে ক এর মামা হলো চ।

৩। feeblest অর্থ দূর্বলতম। B সবচেয়ে দূর্বল, প্রদত্ত শর্তানুসারে।

৪। ক, খ এবং গ এর চেয়ে বড় তার মানে এটা নিশ্চিত নয় যে খ ও গ সমান বা ছোটবড়।

৫। আমার চাচার একমাত্র বড়ভাই হবে আমার বাবা। 

 

সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাসঃ

১। 

A B C D E F G H  I  J  K L M 

N O P Q R S T U V W X Y Z

শুরু ও শেষ থেকে বর্ণমালার সাংখ্যিক/পর্যায়ক্রমিক অবস্থান হিসাব করুন।

২। ১মটির মতই। সাংখ্যিক অবস্থান ও দুই বর্ণের মাঝে কয়টি বর্ণের গ্যাপ রয়েছে, সেটাই ক্লু।

৩, ৪। ২য়টির মতই।

৫। P- 2

A-1

L- 3

E- 4

R- 5

T- 9

H- 0

So, PEARL = 24153

৬। পেন্সিলকে শার্পনার বলা হয়, তাই লিখতে গেলে বাচ্চারা শার্পনার নামক বস্তু দিয়ে লিখবে।

 

সাদৃশ্যঃ

১। কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে।

২। তোতলানোর সাথে বক্তৃতার সম্পর্ক হলে বধির এর সাথে শ্রবণক্ষমতার সম্পর্ক হবে।

৩। পারিবারিক প্রতিবন্ধকতা দরিদ্রতার কারণ হতে পারে। 

৪। ফিল্ম।

৫। কাঁচ পালিশ করলে সুন্দর হয়, তেমনি পোশাক ইস্ত্রি করলে!

৬। ব্যর্থতা হতাশা আনে।

৭। অপচয় করলে অভাব বাড়ে, সঞ্চয় করলে উদ্বৃত্ত বাড়ে।

৮। প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরুটা অক্ষর দিয়েই হয়। 

৯। দিনাজপুর সাঁওতালদের আদিনিবাস।

১০। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।

 

সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যঃ  

১। সহপাঠী হিসেবে তাকে খারাপ দিক গুলো আগে বুঝিয়ে বলা প্রয়োজন।

২। উর্ধ্বতন কর্মকর্তা বন্ধুত্বপূর্ণভাবে বুঝিয়ে বললে সেই সহকর্মী নিজেকে শুধরাতে পারবেন, আবার আপনার সাথেও সম্পর্ক খারাপ হবেনা।

৩। তাকে লাইব্রেরির নিয়ম সম্পর্কে জানিয়ে থামতে বলতে হবে।

৪। মাদকদ্রব্যের ক্ষতিকারক দিক সম্পর্কে তাকে ভালোভাবে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করাই এক্ষেত্রে সর্বোত্তম।

৫। তৃতীয় ব্যক্তির কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবার পরিবর্তে সরাসরি কথা বলে ঘটনা যাচাই করা সর্বোত্তম পন্থা।