10 Minute School
Log in

Voice Change

ক্রিয়ার প্রকাশভঙ্গিকে Voice বলে। Verb-এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা তাকে দিয়ে কাজ করানাে হয় তাকে Voice বলে। Voice Change-এর মাধ্যমে বোঝা যায় যে কোন বাক্যের subject কাজটি করেছে করেছে,করবে নাকি কাজটি subject দ্বারা করা হয়েছে,হচ্ছে, হবে।

Types of Voices

দুই প্রকারের Voice আছে। এগুলো হলো-

  • Active Voice
  • Passive Voice

 

Active Voice:

যে sentence-এ ‍ subject নিজে সক্রিয়ভাবে বা active ভাবে কাজটি করে সেই sentence-এ verb-এর active voice হয়।

Passive Voice:

যে sentence-এ subject নিজে সক্রিয়ভাবে বা active ভাবে কাজটি করে না কিন্তু object-এর কাজটি তার দ্বারা করা হয়, ওই sentence-এ verb-এর passive voice হয়।

Example:

Voice Change

Active to Passive Voice Change
Structure: sub+ to-be verb/ to-have verb…+ verb past participle

Active voice

They built this house in 1930

Passive voice

This house was built by them in 1930

 

Voice Change: Present Tense

  • Present Indefinite Tense-এর ক্ষেত্রে active to passive Voice Change এর rule- am/is/are + verb past participle

Active: He writes a novel.

Passive: A novel is written by him

 

  • Present Continuous Tense-এর ক্ষেত্রে active to passive Voice Change -এর rule- 

am being/is being/are being+ verb past participle

Active: My mother is carrying a bag

Passive: A bag is being carried by my mother

 

 

Voice Change: Past Tense

  • Past Indefinite Tense-এর ক্ষেত্রে active to passive Voice Change -এর rule-
  • was/were + verb past participle

Active: He gave me a book

Passive: A book was given to me by him

 

  • Past Continuous Tense-এর ক্ষেত্রে  active to passive Voice Change এর rule-

was being/were being + verb past participle

Active: He was doing his homework

Passive: His homework was being done by him

 

had been + verb past participle

Active: I had written a letter

Passive: A letter had been written by me

 

Voice Change: Future Tense

  • Future Indefinite Tense-এর ক্ষেত্রে  active to passive এর rule-

Shall be/ will be + verb past participle

Active: I will visit my friend’s house.

Passive: My friend’s house will be visited by me.

 

  • Future Continuous Tense-এর ক্ষেত্রে active to passive এর rule-

Shall be being/ will be being+ verb past participle

Active: I will be doing my assignment.

Passive:  My assignment will be being done by me.

 

Shall have been/ will have been+ verb past participle

Active: He will have done his math.

Passive: His math will have been done by him.

 

  • Going to যেই বাক্যে থাকবে সেই  active voice এর passive form হবে-

Structure: am/is/are going to be+ verb p.p

Active: He is going to draw a picture.

Passive: A picture is going to be drawn by him.

 

  • Active voice এর যদি double object থাকে, তাহলে যেকোনো একটি object-কে subject হিসেবে গ্রহণ করে passive-এ পরিণত করা যায়।

Active: He gave me a book.

Passive: A book was given to me by him.

 

  • Imperative sentence-এর active voice-কে passive-এ পরিণত করার নিয়ম-

Active: Tell her to wait here.

Passive: Let her be told to wait here.

 

  • Let যুক্ত Imperative sentence-এর active voice-কে passive-এ পরিণত করার নিয়ম-

Active: Let her do it.

Passive: Let it be done by her.

 

  • Please/ kindly যুক্ত Imperative sentence-এর active voice-কে passive-এ পরিণত করার নিয়ম-

Active: Please do the laundry.

Passive: You are requested to do the laundry.

 


নতুন কারিকুলামে ৬ষ্ঠ-৯ম শ্রেণির পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:


৬ষ্ঠ-৯ম শ্রেণির ‘পোস্টার প্রেজেন্টেশনের দারুন সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে এখনই ভিজিট করুন এই ফ্রি কোর্সটিতেঃ 


ইংরেজিতে নিজেকে দক্ষ করে তুলতে আজই ভিজিট ১০ মিনিট স্কুলের এই কোর্সগুলোঃ


এছাড়াও ১০মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলো দেখতে ভিজিট করোঃ www.10minuteschool.com