বিশ্ব মানচিত্রের (World Map) প্রয়োজনীয় সব তথ্য
সমগ্র পৃথিবীর আয়তন, অবস্থান, সীমানা এবং মধ্যকার পারস্পরিক দূরত্ব বুঝানোর জন্য যে নকশা প্রস্তুত করা হয়, তাকে বিশ্ব মানচিত্র বলে। আর এই বিশ্ব মানচিত্রে রয়েছে ৭টি মহাদেশ, চলুন বিস্তারিত জেনে নেই এই মহাদেশ সম্পর্কে-
বিশ্ব মানচিত্র – এশিয়া (ASIA)
- দেশ সংখ্যা ৪৮টি।
- পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ ও সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া।
আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার,
- বৃহত্তম দেশ – চীন
- ক্ষুদ্রতম দেশ – মালদ্বীপ
যা রয়েছে এশিয়া মহাদেশে
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং চীনে অবস্থিত।
- চীনের দুঃখ হোয়াংহো নদী।
- চীনের পূর্ব নাম ক্যাথে।
- পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে চীন ও রাশিয়ার।
- পৃথিবীর সর্বাধিক দ্বীপ সংবলিত রাষ্ট্র ইন্দোনেশিয়া।
- চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ জিনজিয়াং।
- জাপানের সম্রাটের উপাধি মিকাডো।
- প্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সূর্য উদিত হয় জাপানে।
- ভূমিকম্পের দেশ জাপান।
- জাপানের পূর্ব নাম নিপ্পন।
- পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণি হিমালয়।
- বিখ্যাত কুতুব মিনার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।
- মন্দিরের শহর বেনারস।
- গোলাপি শহর রাজস্থানের জয়পুর।
- দ্যা ল্যান্ড অব থান্ডার ড্রাগন ভুটান।
- এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন।
- এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা।
- এশিয়ার একমাত্র দেশ থাইল্যান্ড কোনদিন কারো অধীনে ছিল না।
- বিশ্বে একমাত্র দেশ সৌদি আরব যার কোনো সংবিধান ও পার্লামেন্ট নেই।
- এডামস পিক অবস্থিত শ্রীলঙ্কায়।
- থাইল্যান্ড অর্থ মুক্তভূমি।
এশিয়ায় বৃহত্তম
- বৃহত্তম মরুভূমি- গোবি মরুভূমি।
- বৃহত্তম সাগর- দক্ষিণ চীন সাগর।
- বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান হ্রদ।
- বৃহত্তম দ্বীপ- বোর্নিও দ্বীপ (ইন্দোনেশিয়া)।
- পৃথিবীর বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া।
- বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টি।
- আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
সেভেন সিস্টারস
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টারস বলা হয়-
- আসাম,
- ত্রিপুরা,
- মেঘালয়,
- মণিপুর,
- মিজোরাম,
- অরুণাচল,
- নাগাল্যান্ড
- তুরস্ককে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় কারণ এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে।
প্রণালী
- এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।
- এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বসফরাস প্রণালী।
- এশিয়াকে আফ্রিকা হতে পৃথক করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল।
- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় ৩৮ ডিগ্রী উত্তর অক্ষরেখায়।
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা যে অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল-
- ১৭ ডিগ্রী সমান্তরাল উত্তর অক্ষরেখা
গোল্ডেন ট্রায়াঙ্গেল
থাইল্যান্ড, লাওস ও মায়ানমার সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ক্রিসেন্ট
ইরান, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
দক্ষিণ এশিয়া (South Asia)
- এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতীয় উপমহাদেশ ও তার নিকটস্থ অঞ্চল।
- দেশ সংখ্যা – ৮টি।
দক্ষিণ এশিয়ার দেশসমূহ
দেশ | রাজধানী |
বাংলাদেশ | ঢাকা |
ভারত | নয়াদিল্লি |
পাকিস্তান | ইসলামাবাদ |
শ্রীলঙ্কা | কলম্বো, শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে |
মালদ্বীপ | মালে |
নেপাল | কাঠমুন্ডু |
ভুটান | থিম্পু |
আফগানিস্তান | কাবুল |
N.B: শ্রীলঙ্কার রাজধানী ২টি।
- Colombo- City, executive and judicial capital of Sri Lanka
- Sri Jayawardenepura Kotte- A Colombo suburb, is the legislative capital
দক্ষিণ পূর্ব এশিয়া (South East Asia)
- এশিয়া মহাদেশের একটি অঞ্চল যা গণচীনের দক্ষিণে, ভারতীয় উপমহাদেশের পূর্বে ও অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত দেশ ও অঞ্চলগুলি নিয়ে গঠিত।
- দেশ সংখ্যা – ১১টি।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ
দেশ | রাজধানী |
মায়ানমার | নেপিডো |
থাইল্যান্ড | ব্যাংকক |
লাওস | ভিয়েনতিয়েন |
ভিয়েতনাম | হ্যানয় |
কম্বোডিয়া | নমপেন |
ফিলিপাইন | ম্যানিলা |
ইন্দোনেশিয়া | জাকার্তা |
মালয়েশিয়া | কুয়ালালামপুর |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর |
ব্রুনাই | বন্দর সেরি বেগাওয়ান |
পূর্ব তিমুর | দিলি |
দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া (EAST ASIA)
- দেশ সংখ্যা – ৬টি।
দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশসমূহ
দেশ | রাজধানী |
চীন | বেইজিং |
মঙ্গোলিয়া | উলানবাটোর |
উত্তর কোরিয়া | পিয়োং ইয়াং |
দক্ষিণ কোরিয়া | সিউল |
জাপান | টোকিয়ো |
তাইওয়ান | তাইপে |
নিকটপ্রাচ্য বা পশ্চিম এশিয়া (WESTERN ASIA)
- দেশ সংখ্যা – ৫টি
নিকটপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশসমূহ
দেশ | রাজধানী |
তুরস্ক | আঙ্কারা |
সিরিয়া | দামেস্কো |
লেবানন | বৈরুত |
ইসরাইল | জেরুজালেম |
ফিলিস্তিন | রামাল্লা |
মধ্যপ্রাচ্য (CENTRAL ASIA)
- এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল।
- দেশ সংখ্যা: ১০টি।
মধ্যপ্রাচ্যের দেশসমূহ
দেশ | রাজধানী |
সৌদি আরব | রিয়াদ |
ইরাক | বাগদাদ |
ইরান | তেহরান |
জর্ডান | আম্মান |
বাহরাইন | মানামা |
কুয়েত | কুয়েত সিটি |
কাতার | দোহা |
সংযুক্ত আরব আমিরাত | আবুধাবি |
ওমান | মাসকট |
ইয়েমেন | সানা |
উত্তর-পশ্চিম এশিয়া (NORTH-WEST ASIA)
- দেশ সংখ্যা: ৬টি।
উত্তর-পশ্চিম এশিয়ার দেশসমূহ
দেশ | রাজধানী |
কাজাখস্তান | নুর-সুলতান |
উজবেকিস্তান | তাশখন্দ |
তুর্কমেনিস্তান | আশগাবাত |
আজারবাইজান | বাকু |
তাজিকিস্তান | দুশানবে |
কিরগিজস্তান | বিশবেক |
বিশ্ব মানচিত্র – ইউরোপ (EUROPE)
দেশ সংখ্যা ৪৪টি।
জনসংখ্যায় ইউরোপ মহাদেশের
- বৃহত্তম দেশ – রাশিয়া এবং
- ক্ষুদ্রতম দেশ – ভ্যাটিক্যান সিটি।
যা রয়েছে ইউরোপ মহাদেশে
- আগুনের দ্বীপ বলা হয় – আইসল্যান্ডকে।
- বিশ্বের বৃহত্তম দ্বীপ – গ্রিনল্যান্ড (মালিকানা ডেনমার্কের)।
- বাইসাইকেলের শহর – কোপেনহেগেন।
- হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড।
- সম্মেলনের শহর- জেনেভা।
- জার্মানির পূর্বনাম- ডায়েচল্যান্ড।
- পৃথিবীর বৃহত্তম রেলপথ- ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
- ইউরোপের বৃহত্তম সাগর- ভূমধ্যসাগর।
- ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী- ভলগা।
- ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ- গ্রেট ব্রিটেন।
- ইউরোপের দীর্ঘতম পর্বতমালা- আল্পস পর্বতমালা।
- যে দেশের আকৃতি অনেকটা বুট জুতা সদৃশ- ইতালি।
বার্লিন প্রাচীর
- নির্মাণ করে- সাবেক পূর্ব জার্মানি।
- ভাঙা হয় – ১৯৮৯ সালে।
- নির্মিত – ১৯৬১ সালে।
- দুই জার্মানি একত্রিত হয় – ৩ অক্টোবর ১৯৯০ সালে।
- বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম – ব্রান্ডেডবার্গ গেইট।
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র
- স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত দেশসমূহকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র ৫টি।
- আইসল্যান্ড
- ডেনমার্ক
- নরওয়ে
- সুইডেন
- ফিনল্যান্ড
বাল্টিক রাষ্ট্র
- বাল্টিক সাগরের তীরবর্তী দেশমূহকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।
- বাল্টিক রাষ্ট্র ৩টি।
- এস্তোনিয়া
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
বলকান রাষ্ট্র
- বলকান পর্বতমালার পাদদেশে অবস্থিত রাষ্ট্রসমূহকে একত্রে বলকান রাষ্ট্র বলা হয়।
- বলকান রাষ্ট্র মোট ১১টি-
- 1. সার্বিয়া
- 2. মন্টিনিগ্রো
- 3.ক্রোয়েশিয়া
- 4. স্লোভেনিয়া
- 5.বসনিয়া হার্জেগোভেনা
- 6.মেসিডোনিয়া
- 7.কসোভো
- 8.আলবেনিয়া
- 9.বুলগেরিয়া
- 10.গ্রিস
- 11.রোমানিয়া
- সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গঠিত স্বাধীন রাষ্ট্র ১৫টি।
- যুগোস্লাভিয়া ভেঙ্গে আত্মপ্রকাশ ঘটে – ৭টি স্বাধীন দেশের-
- 1.বসনিয়া হার্জেগোভিনা
- 2.ক্রোয়েশিয়া
- 3.কসোভো
- 4.মেসিডোনিয়া
- 5.মন্টিনিগ্রো
- 6.সার্বিয়া
- 7.স্লোভেনিয়া
বিশ্ব মানচিত্র – উত্তর আমেরিকা (NORTH AMERICA)
- দেশ সংখ্যা – ২৩টি।
যা রয়েছে উত্তর আমেরিকা মহাদেশে
- সিলিকন ভ্যালি অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে।
- ডেথ ভ্যালি’ অবস্থিত ক্যালিফোর্নিয়াতে।
- যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষ যোগ দেয় হাওয়াই স্টেট।
প্রণালী
- উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।
- উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী খাল পানামা খাল।
উত্তর আমেরিকার বৃহত্তম
- আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা।
- উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড।
- পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা (যুক্তরাষ্ট্র + কানাডা)।
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ সুপিরিয়র।
বিশ্ব মানচিত্র – দক্ষিণ আমেরিকা (SOUTH AMERICA)
- দেশ সংখ্যা ১২টি।
যা রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে
- পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি।
- ইনকা জাতির বসবাস ছিল চিলিতে।
- বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলস (ভেনিজুয়েলা)।
- দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পবর্তমালা।
- দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন।
- দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাজ (বলিভিয়া)।
- বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা অবস্থিত বলিভিয়ায়।
- দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ ইকুয়েডর।
- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল; চালু – ১৯১৪।
বিশ্ব মানচিত্র – আফ্রিকা (AFRICA)
- দেশ সংখ্যা ৫৪টি।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা।
- আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ – আলজেরিয়া।
- এবং ক্ষুদ্রতম দেশ – সিসেলিস।
যা রয়েছে আফ্রিকা মহাদেশে
- আফ্রিকা ও পৃথিবীর উষ্ণতম স্থান হলো আল আজিজিয়া।
- আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমানজারো।
- আফ্রিকার তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ।
- আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি।
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার।
- Dead Heart of Africa- শাদ।
- হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার উত্তর-পূর্বাংশে অবস্থিত সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও জিবুতি।
- হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিলো মিশরের আলেকজান্দ্রিয়ায়।
- ‘কেপ অব গুড হোপ’ বা ‘উত্তমাশা অন্তরীপ অবস্থিত দক্ষিণ আফ্রিকায়।
- বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়ায়।
- জাম্বিয়া – পুরাতন নাম উত্তর রোডেশিয়া।
- জিম্বাবুয়ে – পুরাতন নাম দক্ষিণ রোডেশিয়া।\
প্রণালী
- আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিভক্ত জিব্রাল্টার প্রণালী দ্বারা।
বিশ্ব মানচিত্র – ওশেনিয়া (OCEANIA)
- আয়তন ও জনসংখ্যা ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় অ্যাবরিজিন।
- অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
- বিশ্বে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে।
- গ্রেট বেরিয়ার রীফ অবস্থিত প্রশান্ত মহাসাগরে।
বিশ্ব মানচিত্র – অ্যান্টার্কটিকা (ANTARCTIC)
- বরফাবৃত মহাদেশ অ্যান্টার্কটিকা।
- অ্যান্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সাধারণ জ্ঞান অংশে সেরা প্রস্তুতি নিয়ে ভিজিট করুন আমাদের এই কোর্সগুলোতে:
নতুন কারিকুলামে ৬ষ্ঠ-৯ম শ্রেণির পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:
- ৬ষ্ঠ শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৪
- ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৪
- ৮ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৪
- ৯ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৪
৬ষ্ঠ-৯ম শ্রেণির ‘পোস্টার প্রেজেন্টেশনের দারুন সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে এখনই ভিজিট করুন এই ফ্রি কোর্সটিতেঃ
ইংরেজিতে নিজেকে দক্ষ করে তুলতে আজই ভিজিট ১০ মিনিট স্কুলের এই কোর্সগুলোঃ
- English Grammar Fundamentals [Free]
- Academic English Grammar [Free]
- HSC Grammar Foundation Course [Free]
- ঘরে বসে English Grammar
- ঘরে বসে Spoken English
এছাড়াও ১০মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলো দেখতে ভিজিট করোঃ www.10minuteschool.com