10 Minute School
Log in

পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম

জীববিজ্ঞান একটি প্রাচীন বিজ্ঞান। বিজ্ঞানী জ্যাঁ ব্যাপ্টিস্ট ল্যামার্ক Biology শব্দের প্রবর্তক।

Biology শব্দটি গঠিত হয়েছে গ্রিক Bios (জীবন) logos (জ্ঞান) শব্দ দুইটির সংযোগের মাধ্যমে। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলে। 

  • প্রাণিবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জীব থেকে জীবের উৎপত্তি এর বিষয়ে তিনি নানা উপাত্ত ব্যাখ্যা করেন।
  • রক্তের উপস্থিতিঅনুপস্থিতির ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণীবিন্যাস করেন। 
  • ৫২০টি প্রজাতি বর্ণনা করেন। 
  • প্রাণিদের জীবন ইতিহাস, অনুক্রম, অঙ্গসংস্থান ইত্যাদি ব্যাখ্যা করেন। 
  • লিখিত বই– On the generation of animals, History of Animalium, Parts of Animals etc. 

জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাই হলো ভৌত জীববিজ্ঞান। এ শাখায় যেগুলো নিয়ে আলোচনা করা হয় তা হলো- 

  • কোষবিদ্যা (Cytology) 
  • অঙ্গসংস্থান (Morphology) 
  • শ্রেণিবিন্যাসবিদ্যা (Taxonomy)
  • শারীরবিদ্যা (Physiology)
  • টিস্যুবিদ্যা (Histology)
  • ভ্রূণবিদ্যা (Embryology) 
  • বংশগতিবিদ্যা (Genetics) 
  • বিবর্তনবিদ্যা (Evolution)
  • বাস্তুবিদ্যা (Ecology)
  • হরমোনসংক্রান্তবিদ্যা (Endocrinology)  
  • জীবভূগোল অভিযোজনবিদ্যা (Biogeography) 

জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে ফলিত জীববিজ্ঞান বলা। এ শাখায় যেগুলো নিয়ে আলোচনা করা হয় তা হলো-

  • জীবাশ্মবিজ্ঞান (Paleontology)
  • জীবপরিসংখ্যান বিদ্যা (Biostatistics) 
  • পরজীবীবিদ্যা (Parasitology) 
  • মৎস্যবিজ্ঞান (Fisheries) 
  • কীটতত্ত্ব (Entomology) 
  • অনুজীববিজ্ঞান (Microbiology)
  • কৃষিবিজ্ঞান (Agriculture) 
  • চিকিৎসাবিজ্ঞান (Medical Science) 
  • জিনপ্রযুক্তি (Genetic Engineering) 
  • পরিবেশবিজ্ঞান (Environmental Science) 
  • সামুদ্রিক জীববিজ্ঞান (Marine Biology
  • জীবপ্রযুক্তি (Biotechnology) 
  • ফার্মেসি (Pharmacy) 
  • বন্যপ্রাণিবিদ্যা (Wildlife) ইত্যাদি।
  • শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিস প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস
  • ক্যারোলাস লিনিয়াস এর সময় থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীবজগৎকে  উদ্ভিদজগৎ প্রাণীজগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে (Kingdom) শ্রেণিবিন্যাস করা হত।
  • ১৯৬৯ সালে আর. এইচ. হুইটেকার (R. H. Whittaker) জীবজগৎকে পাঁচটি রাজ্যে বিভক্ত করার প্রস্তাবনা দেন।
  • মারগুলিস (Margulis) ১৯৭৪ সালে Whittaker-এর শ্রেণিবিন্যাস এর পরিবর্তিত বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগতকে দুটি সুপার কিংডমে ভাগ করেন পাঁচটি রাজ্যকে এই দুটি সুপারকিংডমের আওতাভুক্ত করেন।
  • উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। 
  • উইলিয়াম হার্ভে: রক্তসংবহনতন্ত্রের আবিষ্কারক। শারীরবিদ্যার জনক ডিম্বাণু থেকে জীবের সূত্রপাতমতবাদের প্রবক্তা। 
  • অনুবীক্ষণযন্ত্রের আবিষ্কারক অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তিনি ব্যাকটেরিয়া, শৈবাল, রক্তকণিকা, শুক্রাণু ইত্যাদি আবিষ্কার করেন। 
  • চার্লস ডারউইন- প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক। লিখিত বইOn the origin of species by means of natural selection. 
  • গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রিয়ার ধর্মযাজক, বংশগতিবিদ্যার জনক 
  • লুই পাস্তুর রোগজীবাণু তত্ত্বের আবিষ্কারক।
  • ওয়াটসন ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স গঠনের বর্ণনা প্রদান করেন। 
  • কোষ এর আবিষ্কারক রবার্ট হুক।
  • নিউক্লিয়াসের আবিষ্কারক রবার্ট ব্রাউন।
  • দ্বিপদ নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস।
  • আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। 
  • জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। 
  • . মাকসুদুল আলম ২০১৩ সালে দেশি পাটের জেনেটিক কোড/জীবন রহস্য উন্মোচন করেন। 
  • কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। 
  • এডওয়ার্ড জেনার ভাইরাস বিদ্যার জনক। 
  • রবার্ট কচ কলেরা, যক্ষা ইত্যাদি জীবাণু সনাক্ত করেন। 
  • হিপোক্রেটিস চিকিৎসাবিজ্ঞান। 
  • আঁদ্রে ভেসালিয়াস অ্যানাটোমির জনক।