10 Minute School
Log in

Mollusca (মলাস্কা) বা কম্বোজ প্রাণী

Phylum – 5 : Mollusca (মলাস্কা) বা কম্বোজ প্রাণী

[ molluscus= soft, নরম। ]

পর্ব Mollusca-র বৈশিষ্ট্য

১. দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত।

২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যাতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট। 

৩. ম্যান্টল (mantle) নামক পাতলা আবরণে দেহ আবৃত। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক (shell) গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে।

৪. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল (hemocoel) – এ পরিণত হয়েছে।

৫. দেহের অঙ্কীয়দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ডের মতো পদ। 

Mollusca-anatomy
চিত্র : Mollusca-র বৈশিষ্ট্য (foot) এ রূপান্তরিত হয়েছে।

৬. পৌষ্টিকনালি পেঁচানো কখনো U আকৃতির মুখবিবরে কাইটিন (chitin) নির্মিত একটি রেতি জিহ্বা বা র‌্যাডুলা (radula) থাকে (bivalvia) ব্যতীত।

৭. ফুলকা (টেনিডিয়া) অথবা ফুসফুস অথবা উভয় অংশ, অথবা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়।

৮. রক্তে হিমোসায়ানিন (haemocyanin) ও অ্যামিবোসাইট (amoebocyte) কণিকা থাকে।

৯. পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী ও হিমোসিল উভয়ই উপস্থিত অর্থাৎ অর্ধ মুক্তসংবহনতন্ত্র দেখা যায়। 

১০. অধিকাংশ প্রাণী সমুদ্রের লবণাক্ত পানিতে ও কিছু সদস্য স্বাদু পানিতে, ডাঙ্গা ও গর্তে বাস করে।

Mollusca-example

Mollusca পর্বকে ৫টি (শ্রেণী)তে ভাগ করা হয়েছে :  

Class- 1: Caudofoveata (যেমন- চকচকে কৃমি)

Class- 2: Polyplacophora (যেমন- কাইটিন)

Class- 3: Gastropoda (যেমন- শামুক)

Class- 4: Bivalia (যেমন- ঝিনুক)

Class- 5: Cephalopoda (যেমন- অক্টোপাস)