10 Minute School
Log in

পরিভাষা, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ

পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ – বাংলা ভাষা ও ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। চলুন জেনে নেয়া যাক, বিস্তারিত এ সম্পর্কে

পারিভাষিক শব্দ

পারিভাষিক শব্দ ( Terminology)

  • বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পরিভাষা (Terminology)   বলে।
  • বাংলা ভাষায় ব্যবহূত কতকগুলো বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ নেই।  ওই শব্দগুলোকে বোঝানোর জন্য যেসব বাংলা শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে পারিভাষিক শব্দ (terminology) বলে।
  • ∙মূল ভাষায় টেকসই প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা হয়।
  • ∙সহজে গ্রহণযোগ্য পরিভাষা প্রয়োগ করা যেতে পারে। যেমন: “টেলিফোন নষ্ট হয়ে গেছে”। টেলিফোনের  প্রতিশব্দ ‘দূরালাপনী’। কিন্তু টেলিফোন সহজে গ্রহণযোগ্য।

কিছু পারিভাষিক শব্দ 

মূল শব্দ অর্থ
A.C (Ante Christian) খ্রিষ্টপূর্ব 
A.D (Anno Domini) খ্রিষ্টাব্দ
License অনুজ্ঞাপত্র
Abbreviation সংক্ষেপণ
Ad-Hoc অনানুষ্ঠানিক
Census আদমশুমারী
Juvenile   কিশোর
Null and Void বাতিল  
Phonology ধ্বনিবিজ্ঞান
Genocide   গণহত্যা
Faculty    অনুষদ
Memorandum স্মারকলিপি
Morphology শব্দতত্ত্ব
Postage   ডাকমাশুল
Ordnance সমরাস্ত্র  
Ordinance    অধ্যাদেশ
Manifesto  ইশতেহার
Index    সূচক
Autonomous স্বায়ত্তশাসিত 

সমার্থক শব্দ ( Synonym)

  • অগ্নি – অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।
  • পৃথিবী – ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূমণ্ডল, অদিতি। 
  • বায়ু – বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুত (মরুৎ), গন্ধবহ। 
  • ময়ুর – শিখী, শিখণ্ডী, কলাপী, বর্হী।
  • সূর্য – রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক  ,ভানু, তপন, আদিত্যভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পূষণ, সূর, মিত্র, দিনপতি, আফতাব।
  • সাগর – সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।
  • পদ্ম – কমল, উৎপল,সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ।

বিপরীত শব্দ ( Antonym)

শব্দ  বিপরীত শব্দ
আকস্মিক  চিরন্তন
আপদ            সম্পদ
পাশ্চাত্য          প্রাচ্য
চঞ্চল           অবিচল
উদ্বত্য           বিনয়
উদার          সংকীর্ণ
সংশয়          প্রত্যয়
বিরক্ত          অনুরক্ত
খিড়কি        সিংহদ্বার
ঊষর            উর্বর
হর্ষ              বিষাদ
নন্দিত          নিন্দিত
অনুলোপ           প্রতিলোপ
আবির্ভাব         তিরোভাব
ঋজু          বক্র
স্থাবর         অস্থাবর/জঙ্গম
 

 

বিসিএস, চাকরি, এইচএসসি ও এডমিশন পরীক্ষার্থীদের জন্য আমাদের কোর্সসমূহঃ


 

আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সসমূহঃ


 

এরকম আরো পড়তে দেখে আসুনহঃ


 

১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট: www.10minuteschool.com