পরিভাষা, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ
পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ – বাংলা ভাষা ও ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। চলুন জেনে নেয়া যাক, বিস্তারিত এ সম্পর্কে
পারিভাষিক শব্দ ( Terminology)
- বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পরিভাষা (Terminology) বলে।
- বাংলা ভাষায় ব্যবহূত কতকগুলো বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ নেই। ওই শব্দগুলোকে বোঝানোর জন্য যেসব বাংলা শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে পারিভাষিক শব্দ (terminology) বলে।
- ∙মূল ভাষায় টেকসই প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা হয়।
- ∙সহজে গ্রহণযোগ্য পরিভাষা প্রয়োগ করা যেতে পারে। যেমন: “টেলিফোন নষ্ট হয়ে গেছে”। টেলিফোনের প্রতিশব্দ ‘দূরালাপনী’। কিন্তু টেলিফোন সহজে গ্রহণযোগ্য।
কিছু পারিভাষিক শব্দ
| মূল শব্দ | অর্থ |
| A.C (Ante Christian) | খ্রিষ্টপূর্ব |
| A.D (Anno Domini) | খ্রিষ্টাব্দ |
| License | অনুজ্ঞাপত্র |
| Abbreviation | সংক্ষেপণ |
| Ad-Hoc | অনানুষ্ঠানিক |
| Census | আদমশুমারী |
| Juvenile | কিশোর |
| Null and Void | বাতিল |
| Phonology | ধ্বনিবিজ্ঞান |
| Genocide | গণহত্যা |
| Faculty | অনুষদ |
| Memorandum | স্মারকলিপি |
| Morphology | শব্দতত্ত্ব |
| Postage | ডাকমাশুল |
| Ordnance | সমরাস্ত্র |
| Ordinance | অধ্যাদেশ |
| Manifesto | ইশতেহার |
| Index | সূচক |
| Autonomous | স্বায়ত্তশাসিত |
সমার্থক শব্দ ( Synonym)
- অগ্নি – অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।
- পৃথিবী – ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূমণ্ডল, অদিতি।
- বায়ু – বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুত (মরুৎ), গন্ধবহ।
- ময়ুর – শিখী, শিখণ্ডী, কলাপী, বর্হী।
- সূর্য – রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক ,ভানু, তপন, আদিত্যভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পূষণ, সূর, মিত্র, দিনপতি, আফতাব।
- সাগর – সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।
- পদ্ম – কমল, উৎপল,সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ।
বিপরীত শব্দ ( Antonym)
| শব্দ | বিপরীত শব্দ |
| আকস্মিক | চিরন্তন |
| আপদ | সম্পদ |
| পাশ্চাত্য | প্রাচ্য |
| চঞ্চল | অবিচল |
| উদ্বত্য | বিনয় |
| উদার | সংকীর্ণ |
| সংশয় | প্রত্যয় |
| বিরক্ত | অনুরক্ত |
| খিড়কি | সিংহদ্বার |
| ঊষর | উর্বর |
| হর্ষ | বিষাদ |
| নন্দিত | নিন্দিত |
| অনুলোপ | প্রতিলোপ |
| আবির্ভাব | তিরোভাব |
| ঋজু | বক্র |
| স্থাবর | অস্থাবর/জঙ্গম |
বিসিএস, চাকরি, এইচএসসি ও এডমিশন পরীক্ষার্থীদের জন্য আমাদের কোর্সসমূহঃ
- বিসিএস প্রিলি রেকর্ডেড কোর্স
- সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স
- ব্যাংক জবস কোর্স
- বিসিএস প্রিলি মডেল টেস্ট
- HSC 25 অনলাইন ব্যাচ ২.০ (বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
- HSC 26 অনলাইন ব্যাচ (বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
- HSC 25 অনলাইন ব্যাচ (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
- HSC 26 অনলাইন ব্যাচ (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
- মেডিকেল এডমিশন কোর্স – ২০২৪
- ঢাকা ভার্সিটি A Unit এডমিশন কোর্স – ২০২৪
- ঢাকা ভার্সিটি B Unit এডমিশন কোর্স – ২০২৪
- বুয়েট কোশ্চেন সলভ কোর্স
- গুচ্ছ A Unit এডমিশন কোর্স – ২০২৪
- গুচ্ছ B Unit এডমিশন কোর্স – ২০২৪
আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সসমূহঃ
- Communication Masterclass by Tahsan Khan
- বিদেশে উচ্চশিক্ষা: Study Abroad Complete Guideline
- Student Hacks
- IELTS Course by Munzereen Shahid
- Complete English Grammar Course
- Microsoft Office 3 in 1 Bundle
- ঘরে বসে Freelancing
- Facebook Marketing
- Adobe 4 in-1 Bundle
এরকম আরো পড়তে দেখে আসুনহঃ
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট: www.10minuteschool.com