10 Minute School
Log in

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবহারে নৈতিকতা (Ethics in the use of information and communication technology)

১৯৯২ সালে Computer Ethics Institute কম্পিউটার নৈতিকতা বিষয়ক দশটি নির্দেশনা উপস্থাপন করে – 

  1. অন্যের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা।
  2. অন্য ব্যক্তির কোনো কম্পিউটার কাজের উপর হস্তক্ষেপ না করা।
  3. অন্য কারো কম্পিউটার হতে ফাইল বা কোনো তথ্য সংগ্রহ না করা।
  4. চুরির উদ্দেশ্যে কারো কম্পিউটার ব্যবহার না করা।
  5. মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের কাজে কম্পিউটার ব্যবহার না করা।
  6. যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি, সেগুলো অনুমতি ছাড়া ব্যবহার না করা।
  7. বিনা অনুমতিতে অন্য কারো কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা।
  8. অন্য কারো বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা।
  9. কোনো প্রোগ্রাম রচনা বা সিস্টেম তৈরির ক্ষেত্রে সেটির সামাজিক প্রভাব সম্পর্কে চিন্তাভাবনা করা।
  10. কম্পিউটারকে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে করে পারস্পরিক সদ্ভাব ও শ্রদ্ধা বজায় থাকে।
Ethics in the use of information and communication technology

সাইবার অপরাধ (Cybercrime) 

কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত অপরাধই হলো সাইবার ক্রাইম। নিম্নে কিছু সাইবার অপরাধ সম্পর্কে আলোচনা করা হলো – 

Software Piracy :

অনুমোদিত মালিক বা প্রস্তুতকারীর অনুমতি ব্যতীত কোনো সফটওয়্যার কপি করা, ব্যবহার করা, কোন ধরণের পরিবর্তন করা বা নিজের নামে চালিয়ে দেয়াকেই Software Piracy বলে। 

Virus :

Virus এর পূর্ণরূপ হলো Vital information Resources Under Siege, যার অর্থ গুরুত্বপূর্ণ তথ্য সমূহ দখলে নেয়া বা ক্ষতি সাধন করা। মূলত ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কোনো কম্পিউটারে প্রবেশ করলে বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং সেই সাথে নিজের সংখ্যা বৃদ্ধিরও ক্ষমতা রয়েছে। ১৯৮০ সালে University of New Haven এর অধ্যাপক Fred Cohen এ Virus নামকরণটি করেন।

Plagiarism :

Plagiarism বলতে অন্যের কোনো লেখা বা গবেষণালব্ধ তথ্য হুবহু বা আংশিক নকল করে নিজের নামে চালিয়ে দেয়াকে বোঝায়। 

Hacking :

Hacking বলতে মূলত সিস্টেম বিধ্বংসী প্রোগ্রাম রচনার মাধ্যমে অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা বা সম্পূর্ণ সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়াকে বোঝায়। হ্যাকিং বৈধ ও অবৈধ উভয়টি হতে পারে। যারা অবৈধভাবে হ্যাকিং করে তাদের hacker বলে। 

Spamming :

ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমের ব্যবহার করে ব্যাপকভাবে অযাচিত কোনো বার্তা পাঠানোকে স্প্যামিং বলে।