পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ (Equation of circle in polar coordinates)
পোলার স্থানাঙ্কে কাকে বলে?
পোলার স্থানাঙ্ক হল একটি গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে পারি। এটি মূলত একটি নির্দিষ্ট বিন্দু (যাকে মূলবিন্দু বা পোল বলা হয়) থেকে সেই বিন্দুর দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা (যাকে আদিরেখা বা পোলার অক্ষ বলা হয়) থেকে কোণ দিয়ে নির্ধারিত হয়।
কার্তেসীয় সমতলে একটি বিন্দু P এর কার্তেসীয় ও পোলার স্থানাঙ্ক যথাক্রমে (x,y) ও (r,θ) হলে x=rcosθ,y=rsinθএবংx2+y2=r2।
আবার,C(h,k)কোনো বৃত্তের কেন্দ্র, a ব্যাসার্ধ এবং P(x,y)বৃত্তটির উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হলে উক্ত বৃত্তের সমীকরণ,
যেখানে, a হলো বৃত্তের ব্যাসার্ধ, (r,θ) বৃত্তের উপর যে কোনো সাধারণ বিন্দু পোলার স্থানাঙ্ক এবং (r0,ϕ) হলো বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক।
আবার,বৃত্তের সাধারণ সমীকরণের জন্য (ii) নং হতে পাই, r2−2r(r0cosθcosϕ+r0sinθsinϕ)+r02−a2=0r2+2r(−r0cosϕ)cosθ+(−r0sinϕ)sinθ+r02−a2=0r2+2r(gcosθ+fsinθ)+c=0......(iii)
যেখানে, g=−r0cosϕ,f=−r0sinϕ,c=r02−a2
(iii) নং হলো পোলার স্থানাঙ্কের বৃত্তের সাধারণ সমীকরণ।
পোল বা মেরুবিন্দুতে বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে,r0=0
∴ বৃত্তের সমীকরণ: r2=a2বা,r=a
বৃত্তের কেন্দ্র x-অক্ষের ধনাত্মক অংশে থাকলে এর পোলার স্থানাঙ্ক হবে (r0, 0) এবং ঋণাত্মক অংশে থাকলে এর পোলার স্থানাঙ্ক হবে (r0,π) সেক্ষেত্রে বৃত্তের সমীকরণদ্বয় যথাক্রমে,
অর্থাৎ x-অক্ষে কেন্দ্রও a একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ, r2±2rr0cosθ+r02=a2
আবার, x-অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মূলবিন্দু দিয়ে অতিক্রম করলে অর্থাৎ পোলগামী হলে, r0=a তখন r2±2racosθ=0
∴r=2acosθঅথবাr=−2acosθ
অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র x-এর ওপর অর্থাৎ বৃত্তটি মেরুবিন্দুগামী বা পোলগামী হলে তার পোলার সমীকরণ,r=±2acosθ
বৃত্তের কেন্দ্র y-অক্ষের ধনাত্মক অংশে থাকলে এর পোলার স্থানাঙ্ক হবে (r0,2π) এবং ঋণাত্মক অংশে থাকলে এর পোলার স্থানাঙ্ক (r0,−2π) সেক্ষেত্রে বৃত্তের সমীকরণদ্বয় যথাক্রমে r2−2rr0cos(θ−2π)+r02=a2এবংr2−2rr0cos(θ+2π)+r02=a2
অর্থাৎ y-অক্ষের উপর কেন্দ্রের পোলার স্থানাঙ্ক (r0,±2π) ও a একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ,