বৃত্তের স্পর্শক ও অভিলম্ব (Tangent and Normal of a circle)
বৃত্তের স্পর্শক (Tangent of a circle):
মনে করি, PQ সরলরেখা একটি বৃত্তকে P,Q বিন্দুতে ছেদ করেছে। যদি PQ সরলরেখাটিকে P বিন্দুতে স্থির রেখে B বিন্দুকে বৃত্তের পরিধি বরাবর এমনভাবে ঘুরাই যেন Q বিন্দু ক্রমশ P বিন্দুর নিকটবর্তী হয়ে সবশেষে P বিন্দুতে সমাপতিত হয়ে স্থির হয় তবে সর্বশেষ সরলরেখাটি P বিন্দুতে বৃত্তটির স্পর্শক হবে।
কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইটি সমাপতিত বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তটির ঐ বিন্দুকে স্পর্শক বলে। চিত্রে PT স্পর্শক।
যে বিন্দুতে স্পর্শকটি বক্ররেখাটির সাথে মিলিত হয় তাকে স্পর্শ বিন্দু (Point of Contact) বলে। চিত্রে P হল স্পর্শবিন্দু।
বৃত্তের স্পর্শকের বৈশিষ্ট্য (Properties of a Tangent of a circle):
বৃত্তের স্পর্শকের কয়েকটি বৈশিষ্ট্য আছে যার এ অধ্যায়ে প্রায়োগিক গুরুত্ব আছে। যেমন –
- বৃত্তের কেন্দ্র ও স্পর্শবিন্দুর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান।
- বৃত্তের কেন্দ্র ও স্পর্শবিন্দুর সংযোজক রেখা স্পর্শকের উপর লম্ব হয়।
- বৃত্তের স্পর্শক বৃত্তটিকে স্পর্শবিন্দু ভিন্ন অপর কোনো বিন্দুতে ছেদ করে না।
বৃত্তের অভিলম্ব (Normal of a circle):
বৃত্তের কোনো স্পর্শকের স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্বরেখাকে অভিলম্ব বলে। চিত্রে PO অভিলম্ব। কোন বৃত্তের অভিলম্ব এর কেন্দ্র বিন্দু দিয়ে যায়।
বৃত্তের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ (Equation of Tangent and normal to a circle):
x^2+y^2+2gx+2fy+c=0 বৃত্তের উপরিস্থিত P(x_1,y_1) বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0
x^2+y^2+2gx+2fy+c=0......(1) বৃত্তটির কেন্দ্র O(-g, -f) এবং ব্যাসার্ধ =\sqrt{g^2+f^2-c}
P(x_1,y_1) বিন্দুটি (1) বৃত্তের উপর অবস্থিত বলে,
x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c=0......(2)ধরি স্পর্শকটির উপর যেকোনো একটি বিন্দু Q(x, y)।
OP এর ঢাল =\frac{y_1+f}{x_1+g} এবং PQ এর ঢাল =\frac{y-y_1}{x-x_1}
P(x_1,y_1) বিন্দুতে (1) বৃত্তটির স্পর্শক PQ বলে, OP\perp PQ
\therefore \frac{y_1+f}{x_1+g}\times \frac{y-y_1}{x-x_1}=-1\\ \Rightarrow yy_1-y_1^2+fy-fy_1=-(xx_1-x_1^2+gx-gx_1)\\ \Rightarrow yy_1-y_1^2+fy-fy_1=-xx_1+x_1^2-gx+gx_1\\ \Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c\\ \therefore xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0 [(2) হতে]এ সমীকরণকে লেখা যায়, xx_1+yy_1+gx+2g\frac{x+x_1}{2}+2f\frac{y+y_1}{2}+c=0
বি.দ্র.: যেকোনো দ্বিঘাত সমীকরণে (বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত ইত্যাদি) x^2 এর স্থলে xx_1, y^2 এর স্থলে yy_1, x এর স্থলে \frac{x+x_1}{2} এবং y এর স্থলে \frac{y+y_1}{2} বসালে, (x_1,y_1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাওয়া যায়।
অভিলম্ব (Normal of a circle):
কোনো বৃত্তের স্পর্শ বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব রেখাকে ঐ বৃত্তের অভিলম্ব বলা হয়।
মনে করি, x^2+y^2=r^2 বৃত্তের উপর (x_1,y_1) যে কোনো একটি বিন্দু।
(x_1,y_1) বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ, xx_1+yy_1=r^2......(1)
(x_1,y_1) বিন্দুগামী (1) সরলরেখার উপর লম্বরেখার সমীকরণ, xy_1-yx_1=x_1y_1-x_1y_1
x_1y-y_1x=0 এটিই অভিলম্বের সমীকরণ।
অনুরূপভাবে, (x_1,y_1) বিন্দুতে x^2+y^2+2gx+2fy+c=0 বৃত্তের অভিলম্বের সমীকরণ, (y_1+f)x-(x_1+g)y+gy_1-fx_1=0
বি.দ্র.:
- অভিলম্বের সূত্রটি পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এর জন্যও প্রযোজ্য।
- বৃত্তের অভিলম্ব কেন্দ্রগামী হয়।
y=mx+c রেখাটি x^2+y^2=r^2 বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত:
যেহেতু x^2+y^2=r^2 বৃত্তে (x_1,y_1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ,
xx_1+yy_1=r^2......(1)সুতরাং y=mx+c
বা, -mx+y=c......(2)
রেখাটি বৃত্তের স্পর্শক হলে (1) ও (2) অভিন্ন।
\therefore \frac{x_1}{-m}=\frac{y_1}{1}=\frac{r^2}{c}\\ \Rightarrow x_1=-\frac{mr^2}{c},y_1=\frac{r^2}{c}\therefore (x_1,y_1) বিন্দুটি (2) নং রেখার উপর অবস্থিত। সুতরাং, (x_1,y_1) সমীকরণ (2) কে সিদ্ধ করবে।
অতএব, y_1=mx_1+c\\ \Rightarrow \frac{r^2}{c}=-\frac{m^2r^2}{c}+c [x_1,y_1\; এর\; মান\; বসিয়ে]\\ \Rightarrow r^2=-m^2r^2+c^2 [c\; দিয়ে\; গুণ\; করে]\\ \Rightarrow c^2=r^2(1+m^2)\\ \therefore c= \pm r\sqrt{1+m^2}
সুতরাং, y=mx+c রেখাটি x^2+y^2=r^2 বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত: c=\pm r\sqrt{1+m^2}
অনুসিদ্ধান্ত-১: m এর সকল মানের জন্য y=mx\pm r\sqrt{1+m^2} রেখাটি x^2+y^2=r^2 বৃত্তের স্পর্শক হবে।
অনুসিদ্ধান্ত-২: y=mx+c রেখাটি x^2+y^2=r^2 বৃত্তকে স্পর্শ করলে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক \Big(\frac{-mr}{\sqrt{1+m_2}}, \frac{r}{\sqrt{1+m_2}} \Big)
প্রমাণ:
x_1=-\frac{mr_2}{c}=-\frac{mr^2}{r\sqrt{1+m^2}}=-\frac{mr}{\sqrt{1+m^2}} [\because c=\pm r\sqrt{1+m^2}]\\ y_1=\frac{r^2}{c}=\frac{r^2}{r\sqrt{1+m^2}}=\frac{r}{1+m^2} [\because c=\pm r\sqrt{1+m^2}]