দুইটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ (Intersection of two circle intersecting points)
বিন্দু বৃত্তের সমীকরণ: ছেদগামী দুইটি বৃত্তের (Intersection of two circle intersecting points)
আগের অনুচ্ছেদের মতো যুক্তি প্রদর্শন করে দেখানো যায় যে, k যে কোনো একটি ধ্রুবক হলে, A_1x^2+A_1y^2+D_1x+E_1y+F_1=0 ও A_2x^2+A_2y^2+D_2x+E_2y+F2=0 বৃত্ত দুইটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, A_1x^22+A_1y^2+D_1x+E_1y+F_1+k(A_2x^2+A_2y^2+D_2x+E_2y+F_2)=0
অর্থাৎ, প্রথম বৃত্ত +k(দ্বিতীয় বৃত্ত) =0
এ, আর, খলিফা (আজিজুর রহমান খলিফা) এর নিয়মানুসারে যে কোনো দুইটি বিন্দু (x_1, y_1) ও (x_2,y_2) দিয়ে অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে।
(x_1, y_1) ও (x_2,y_2) বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ, (x-x_1)(x-x_2)+(y-y_1)(y-y_2)=0......(i)
আবার, (x_1, y_1) ও (x_2,y_2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ, \Rightarrow (x-x_1)(y_1-y_2)-(y-y_1)(x_1-x_2)=0......(ii)
∴(i) বৃত্ত এবং (ii) সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ,
(x-x_1)(x-x_2)+(y-y_1)(y-y_2)+k{(x-x_1)(y_1-y_2)-(y-y_1)(x_1-x_2)}=0x^2+y^2+2gx+2fy+c=0......(1), (g^2>c,f^2>c) এবং (x-h)^2+(y-k)^2=r^2.....(2),(r^2>h^2,r^2>k^2) বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খন্ডিত অংশের পরিমাণ:
(1) বৃত্তটি x-অক্ষকে অর্থাৎ, y=0 রেখাকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ x^2+2gx+c=0......(3) নং সমীকরণ হতে পাওয়া যায়। বৃত্তটি x-অক্ষকে A(x_1, 0) ও B(x_2,0) বিন্দুতে ছেদ করে অর্থাৎ, (2) এর মূল দুইটি x_1 ও x_2 হলে x_1+x_2=-2g এবং x_1x_2=c
∴ বৃত্তটি দ্বারা x-অক্ষের ছেদাংশের পরিমাণ =AB=OB-OA
\Rightarrow x_2-x_1=\sqrt{(x_1+x_2)^2-4x_1x_2}=\sqrt{4g^2-4c}
\Rightarrow 2\sqrt{g^2-c}=2\sqrt{h^2-(h^2+k^2-r^2)}=2\sqrt{r^2-k^2}
অনুরূপভাবে, y-অক্ষের ছেদাংশের পরিমাণ =2\sqrt{f^2-c}=2\sqrt{r^2-h^2}
বি:দ্র:
(x-h)^2+(y-k)^2=r^2......(1), x^2+y^2+2gx+2fy+c=0......(2)- (1) ও (2) বৃত্তদ্বয় মূলবিন্দু দিয়ে অতিক্রম করলে, r^2=h^2+k^2, c=0 (চিত্র- ১)। মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণকে লিখা যায়, x^2+y^2+2gx+2fy=0, x^2+y^2-2hx-2ky=0
- (1) বৃত্তটি X-অক্ষকে স্পর্শ করলে, ব্যাসার্ধ, r=|কেন্দ্রের কোটি|, ফলে বৃত্তটির সমীকরণ (x-h)^2+(y-k)^2=k^2; (2) বৃত্তটি অক্ষকে স্পর্শ করলে, 2\sqrt{g^2-c}=0\Rightarrow g^2=c। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক (h,0) বা, (-g,0) (চিত্র-২)
- (1) বৃত্তটি y-অক্ষকে স্পর্শ করলে, ব্যাসার্ধ, r=|কেন্দ্রের ভুজ|, ফলে বৃত্তটির সমীকরণ (x-h)^2+(y-h)^2=h^2; (2) বৃত্তটি অক্ষকে স্পর্শ করলে, 2\sqrt{f^2-c}=0\Rightarrow f^2=c। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক (0,k) বা, (0,-f) (চিত্র-৩)
- (1) ও (2) বৃত্তদ্বয় উভয় অক্ষকে স্পর্শ করলে, r=|h|=|k| এবং g^2=f^2=c (চিত্র-৪)। এক্ষেত্রে কেন্দ্র হবে (\pm h, \pm h)
- (1) ও (2) বৃত্তদ্বয়ের কেন্দ্র x-অক্ষের উপর অবস্থিত হলে, k=0,f=0, ফলে বৃত্তদ্বয়ের সমীকরণ হবে (x-h)^2+y^2=r^2, x^2+y^2+2gx+c=0 (চিত্র-৫)
- (1) ও (2) বৃত্তদ্বয়ের কেন্দ্র y-অক্ষের উপর অবস্থিত হলে, h=0, g=0, ফলে বৃত্তদ্বয়ের সমীকরণ হবে x^2+(y-k)^2=r^2, x^2+y^2+2fy+c=0 (চিত্র-৬)
- (1) ও (2) বৃত্তদ্বয় y-অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করলে, কেন্দ্র x-অক্ষের উপর অবস্থিত হবে এবং ফলে k=0 এবং r=h, f^2=c=0 (চিত্র-৮)
- (1) ও (2) বৃত্তদ্বয় x-অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করলে, কেন্দ্র y-অক্ষের উপর অবস্থিত হবে এবং ফলে h=0 এবং r=k, g^2=c=0 (চিত্র-৭)
বৃত্তের সম্পর্কে বিন্দুর অবস্থান:
O(-g,-f) কেন্দ্র এবং r=\sqrt{g^2+f^2-c} ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ, x^2+y^2+2gx+2fy+c=0 এবং প্রদত্ত বিন্দু P(x_1, y_1)।
\therefore OP^2=(x_1+g)^2+(y_1+f)^2\\ \Rightarrow OP^2=x_1^2+y_1^2+2gx_1+2fy_1+g^2+f^2\\ \Rightarrow OP^2-r^2=x_1^2+y_1^2+2gx_1+2fy_1+g^2+f^2-(g^2+f^2-c)\\ \Rightarrow OP2^-r^2=x_1^2+y_1^2+2gx_1+2fy_1+cP বিন্দুটি বৃত্তটির বাইরে অবস্থান করলে,
OP>r\Rightarrow OP^2-r^2>0\Rightarrow x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c>0P বিন্দুটি বৃত্তটির উপরে অবস্থান করলে,
OP=r\Rightarrow OP^2-r^2=0\Rightarrow x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c=0P বিন্দুটি বৃত্তটির ভিতরে অবস্থান করলে,
OP<r\Rightarrow OP^2-r^2<0\Rightarrow x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c<0\therefore (x_1,y_1) বিন্দুটি x^2+y^2+2gx_1+2fy_1+c=0 বৃত্তের বাইরে, উপরে বা ভিতরে অবস্থান করবে যদি যথাক্রমে x^2+y^2+2gx_1+2fy_1+c>,= বা, <0 হয়।
দুইটি বৃত্তের পরস্পরকে স্পর্শ করার শর্ত:
দুইটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ দুইটি বিন্দুতে ছেদ করে। ছেদবিন্দু দুইটি সমাপতিত হলে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করেছে বলা হয়।
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে অথবা অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে।
A ও B কেন্দ্র এবং r_1 ও r_2 ব্যাসার্ধবিশিষ্ট বৃত্ত দুইটি পরস্পরকে-
- বহিঃস্থভাবে স্পর্শ করবে যদি এবং কেবল যদি AB=r_1+r_2 এবং
- অন্তঃস্থভাবে স্পর্শ করবে যদি এবং কেবল যদি AB=r_1\sim r_2 হয়।
এইচএসসি ও এডমিশন পরীক্ষার্থীদের জন্য আমাদের কোর্সসমূহঃ
- HSC 25 অনলাইন ব্যাচ ২.০ (বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
- HSC 26 অনলাইন ব্যাচ (বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
- HSC 25 অনলাইন ব্যাচ (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
- HSC 26 অনলাইন ব্যাচ (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
- মেডিকেল এডমিশন কোর্স – ২০২৪
- ঢাকা ভার্সিটি A Unit এডমিশন কোর্স – ২০২৪
- ঢাকা ভার্সিটি B Unit এডমিশন কোর্স – ২০২৪
- বুয়েট কোশ্চেন সলভ কোর্স
- গুচ্ছ A Unit এডমিশন কোর্স – ২০২৪
- গুচ্ছ B Unit এডমিশন কোর্স – ২০২৪
আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সসমূহঃ
- বিদেশে উচ্চশিক্ষা: Study Abroad Complete Guideline
- Student Hacks
- IELTS Course by Munzereen Shahid
- Complete English Grammar Course
- Microsoft Office 3 in 1 Bundle
- ঘরে বসে Freelancing
- Facebook Marketing
- Adobe 4 in 1 Bundle
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট: www.10minuteschool.com